রাহুল গান্ধির সঙ্গে দার্জিলিংয়ের কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং৷

Lok Sabha elections 2024: আসন ছেড়ে দিয়েছিল বামেরা, দার্জিলিংয়ে ভূমিপুত্রকেই প্রার্থী করল কংগ্রেস

শিলিগুড়ি: দার্জিলিং লোকসভা কেন্দ্রে মুনিশ তামাংকে প্রার্থী করল কংগ্রেস৷ এ দিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে লোকসভা নির্বাচনের জন্য আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকম্যান্ড৷

গত বৃহস্পতিবারই কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুনিশ তামাং৷ তিনি দার্জিলিংয়ে ভারতীয় গোর্খা পরিসংঘ বলে স্থানীয় একটি রাজনৈতিক দলের সভাপতি ছিলেন৷ দিল্লির মোতিলাল নেহরু কলেজে ইংরেজির অধ্যাপনা করেন তিনি৷ গত বৃহস্পতিবারই দিল্লিতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুনিশ তামাং৷ তার পরেই তাঁকে দার্জিলিংয়ের প্রার্থী হিসেবে ঘোষণা করল কংগ্রেস হাইকম্যান্ড৷

দার্জিলিং আসনটি কংগ্রেসেকে ছেড়ে দিয়েছিল বামেরা৷ অন্যদিকে ইন্ডিয়া জোটে সামিল হয়েছিলেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড৷ অজয়ের হাত ধরেই কংগ্রেসে যোগ দেন মুনিশ তামাং৷ অজয় এডওয়ার্ডের দাবি ছিল, মুনিশ তামাংয়ের মতো ভূমিপুত্রকে প্রার্থী করলে দলমত নির্বিশেষে সবাই তাঁকে সমর্থন করবেন৷

আরও পড়ুন: বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা অধীরের

যদিও অজয় এই দাবি করলেও এ দিন তাঁর দলেই বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি৷ দার্জিলিংয়ে হামরো পার্টির ছয়জন মহিলা কাউন্সিলর এ দিন রাজু বিস্তার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন৷ ফলে লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং পুরসভাতেও নিজেদের ক্ষমতা বাড়িয়ে নিল গেরুয়া শিবির৷ আবার মুনিশ তামাংকে প্রার্থী করায় বেঁকে বসেছেন কংগ্রেস নেতা বিনয় তামাং৷ মুনিশকে তিনি কোনও রকম সহযোগিতা করবেন না বলে এ দিনও জানিয়ে দিয়েছেন পাহাড়ের প্রভাবশালী এই নেতা৷

আবার রাজু বিস্তার বিপক্ষে ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ দার্জিলিংয়ে গোপাল লামাকে প্রার্থী করে লড়াইয়ে নেমেছে তৃণমূল৷