Tag Archives: Darjeeling

সব পড়ুন দার্জিলিং নিউজ (Darjeeling News)  এখানে

Purulia News: ২-বারের মন্ত্রী, ৬-বারের বিধায়ক, আজও ঘুরে দেখেননি দিঘা-পুরী-দার্জিলিং!

পুরুলিয়া: বাংলা জুড়ে চলছে ভোটের আবহ। শাসক বিরোধী প্রার্থীরা নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট প্রচারের জন্য বেশ অনেকখানি সময় পেয়েছিল প্রার্থীরা। আর তাতেই যেন নিজেদের মতকরে প্রচারে ঝড় তুলেছেন সকলে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। রাজ্যে দু-বারের প্রাক্তন মন্ত্রী ও ছ-বারের বিধায়ক। বছর ঊনসত্তরেও যেন তরতাজা যুবকের মত ছুটে বেড়াচ্ছেন সর্বত্র। তার প্রয়াত বাবা রামকৃষ্ণ মাহাতোর পথ অবলম্বন করে নিজের জীবনে চলেন তিনি। ছাত্র জীবন থেকেই বাবার সমর্থনে কংগ্রেসের পক্ষে দেওয়াল লিখতেন।

২০০৪ ও ২০১৯-এ কংগ্রেসের হয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তিনি। সেই সময় জিততে না পারলেও এবারের লোকসভা ভোটে নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী শান্তিরাম। গোটা জীবনই রাজনীতির লড়াইয়ের ময়দানে নিজের ১০০ শতাংশ দিয়েছেন। রাজ্যে দু-বারের মন্ত্রী হওয়া সত্ত্বেও বাঙালির অন্যতম ইমোশন দিঘা , পুর , দার্জিলিং আজ পর্যন্ত ঘুরে দেখেননি মন্ত্রী শান্তিরাম মাহাতো।

এ বিষয়ে প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন,”দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় কাজে অনেক জায়গায় যাওয়া হলেও কখনও কোথাও বেড়াতে যাওয়া হয়নি। মানুষের কাজে এতটাই ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করে ওঠা হয়নি। অবসর সময় বলে কিছু নেই। তাই স্বাভাবিকভাবেই দীঘা, পুরী, দার্জিলিং আজ পর্যন্তঘুরে দেখা হয়নি।”

আরও পড়ুনঃ KKR vs MI: মুম্বই ম্যাচে কেমন হবে কেকেআরের একাদশ? থাকছে কোন চমক! জেনে নিন বিস্তারিত

প্রচারে , মিটিং, মিছিলে রীতিমতঝড় তুলেছেন প্রার্থী শান্তিরাম মাহাতো। নিজের জয়ের ব্যাপারে সমস্ত দিক থেকে তাকে কনফিডেন্ট থাকতে দেখা গিয়েছে সব সময়। গোটা জীবনই জনগণের স্বার্থে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। রাজনীতির ময়দানে অনেকেরই অনুপ্রেরণা তিনি। এবার তাঁর সংসদে যাওয়া হয় কিনা তার উত্তর দেবে আগামী ৪ জুন।

Darjeeling: দার্জিলিংয়ে এবার জিতবে কে? বিমল গুরুঙ যা বললেন, তোলপাড় পড়ে গেল

আলিপুরদুয়ার: ডুয়ার্স ও পাহাড়ে লোকসভা নির্বাচনে জয় হবে বিজেপি-র। তবে কম মার্জিনে জয় হবে বলে দাবি গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙের। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনে বিজেপি জয়ী হবে। কিন্তু ২০১৯ সালের তুলনায় এবার ভোটের ব্যবধান অনেক কমবে বলে দাবি করেন বিমল গুরুং।

আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগাতে এসেছিলেন মোর্চা নেতাদের সঙ্গে দেখা করতে। এদিন জয়ঁগা মঙলাবাড়িতে স্থিত গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের মুখ্য কার্যালয়ে এলাকার গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বিমল গুরুং।এই বৈঠকের পর বিমল গুরুং জানান, “বিজেপির জয় হবে এটা সত্য। তবে পাহাড়ে ভোট ব্যবধান অনেক কমবে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এলাকাতেও কমবে ভোটের ব্যবধান।”

আরও পড়ুন: হাজার-হাজার মানুষ অপেক্ষায়, তবুও পৌঁছতে পারলেন না অভিষেক! যা ঘটল, মন খারাপ বীরভূমের

তৃণমূল এবার জোর টক্কর দেবে বলে দাবি বিমল গুরুঙের। কারণ পাহাড়ে তৃণমূলের মুখ এবারে এক ভূমিপুত্র। তাঁর সঙ্গে পাহাড়বাসীর আবেগ জড়িয়ে। যদিও পাহাড় ও শিলিগুড়ির জন্য অনেক কাজ করেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এদিন বিমল গুরুং আরও জানান, ডুয়ার্স ও তরাইয়ে  তাদের সংগঠন মজবুত করার জন্য ময়দানে নেমেছেন এবং বিভিন্ন এলাকায় সভা করছেন।

 —– Annanya Dey

Darjeeling Paragliding Service: পর্যটকদের জন্য সুখবর! সাত বছর পর দার্জিলিংয়ে চালু হল দারুণ এক পরিষেবা

অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য দারুণ খবর। দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে চালু হল প্যারাগ্লাইডিং। দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত আকাশে আড়াই কিলোমিটার পথ পরিক্রমা করতে পর্যটকদের খরচ পড়ছে ৩৫০০ টাকা। আগাম বুকিং করে তবেই প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নেওয়ার সুযোগ মিলছে। (অনির্বাণ রায়)
অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য দারুণ খবর। দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে চালু হল প্যারাগ্লাইডিং। দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত আকাশে আড়াই কিলোমিটার পথ পরিক্রমা করতে পর্যটকদের খরচ পড়ছে ৩৫০০ টাকা। আগাম বুকিং করে তবেই প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নেওয়ার সুযোগ মিলছে। (অনির্বাণ রায়)
দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের পরিচালক কর্মা শেরপা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। রোজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকছে। কারণ, সকাল ১০টার পরে পশ্চিমী হাওয়া বইতে শুরু করায় প্যারাগ্লাইডিং করা সম্ভব হয় না। রোজ মাত্র ছ’জন পর্যটক এই প্যারাগ্লাইডিং এর সুযোগ পাবেন।
দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের পরিচালক কর্মা শেরপা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। রোজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকছে। কারণ, সকাল ১০টার পরে পশ্চিমী হাওয়া বইতে শুরু করায় প্যারাগ্লাইডিং করা সম্ভব হয় না। রোজ মাত্র ছ’জন পর্যটক এই প্যারাগ্লাইডিং এর সুযোগ পাবেন।
শূন্যে ভাসতে ভাসতে পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগও থাকছে। তবে এই অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে পর্যটকদের ৫০০ টাকা দিয়ে আগাম বুকিং করতে হবে। বাকি টাকা দিতে হবে প্যারাগ্লাইডিংয়ের সময়। হোটেল থেকে পর্যটককে তুলে সেন্ট পলসে নিয়ে যাওয়া এবং লেবংয়ে নামার পর সেখান থেকে গাড়িতে পর্যটককে হোটেলে পৌঁছে দেওয়া হবে।
শূন্যে ভাসতে ভাসতে পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগও থাকছে। তবে এই অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে পর্যটকদের ৫০০ টাকা দিয়ে আগাম বুকিং করতে হবে। বাকি টাকা দিতে হবে প্যারাগ্লাইডিংয়ের সময়। হোটেল থেকে পর্যটককে তুলে সেন্ট পলসে নিয়ে যাওয়া এবং লেবংয়ে নামার পর সেখান থেকে গাড়িতে পর্যটককে হোটেলে পৌঁছে দেওয়া হবে।
আবহাওয়া খারাপ থাকার কারণে প্যারাগ্লাইডিং করতে না পারলে সংশ্লিষ্ট অগ্রিম দেওয়া টাকা ফেরত দেওয়া হবে পর্যটককে। কর্মা এ দিন বলেন, 'আমরা পর্যটকদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে স্লট বুকিং-সহ অন্যান্য খোঁজখবর করছেন। কিন্তু আপাতত রোজ আমরা মাত্র ছ’জনকে পরিষেবা দিতে পারছি।'
আবহাওয়া খারাপ থাকার কারণে প্যারাগ্লাইডিং করতে না পারলে সংশ্লিষ্ট অগ্রিম দেওয়া টাকা ফেরত দেওয়া হবে পর্যটককে। কর্মা এ দিন বলেন, ‘আমরা পর্যটকদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে স্লট বুকিং-সহ অন্যান্য খোঁজখবর করছেন। কিন্তু আপাতত রোজ আমরা মাত্র ছ’জনকে পরিষেবা দিতে পারছি।’
জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের মুখ্য আহ্বায়ক দাওয়া শেরপার বক্তব্য, 'অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহ দিতেই জিটিএ এই পরিষেবা চালু করেছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন অফিশিয়ালি সকলের সামনে আনা হবে। শুধুমাত্র রেজিস্টার্ড অ্যাডভেঞ্চার সংস্থাগুলোকেই পরিষেবা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।'
জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের মুখ্য আহ্বায়ক দাওয়া শেরপার বক্তব্য, ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহ দিতেই জিটিএ এই পরিষেবা চালু করেছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন অফিশিয়ালি সকলের সামনে আনা হবে। শুধুমাত্র রেজিস্টার্ড অ্যাডভেঞ্চার সংস্থাগুলোকেই পরিষেবা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, 'কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্সিয়াংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করার চিন্তাভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ট্রায়াল ফ্লাইট হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে সমীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, গিদ্দাপাহাড় থেকে শুরু হয়ে রোহিণীতে গিয়ে নামানো হবে।'  খুব তাড়াতাড়ি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্সিয়াংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করার চিন্তাভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ট্রায়াল ফ্লাইট হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে সমীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, গিদ্দাপাহাড় থেকে শুরু হয়ে রোহিণীতে গিয়ে নামানো হবে।’  খুব তাড়াতাড়ি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

West Bengal Rain: আজ উত্তর-দক্ষিণের ৫ জেলায় নামবে বৃষ্টি, ৪ দিন ধরে ৬ জেলায় ঝড়বৃষ্টি-বজ্রপাতের সতর্কতা, আবহাওয়ার বিরাট আপডেট

*উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
*উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
*আইএমডি অনুযায়ী, আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
*আইএমডি অনুযায়ী, আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
*উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে আজ গরমের প্রভাব থাকলেও শনিবারের পর থেকেই আবহাওয়ার ভোলবদল হবে।
*উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে আজ গরমের প্রভাব থাকলেও শনিবারের পর থেকেই আবহাওয়ার ভোলবদল হবে।
*শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝড় হতে পারে। ৫, ৬ এবং ৭ মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
*শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝড় হতে পারে। ৫, ৬ এবং ৭ মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
*আগামী ৯ মে পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন উচু পার্বত্য এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
*আগামী ৯ মে পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন উচু পার্বত্য এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
*শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা। দুই দিনাজপুরে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া।
*শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা। দুই দিনাজপুরে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া।
*রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*সোমবার রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে।
*সোমবার রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে।
*আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা।
*আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা।

Darjeeling: গরমে স্বস্তি পেতে দার্জিলিং ছুটছেন? এই কাজ না করে ভুলেও যাবেন না, বিরাট বিপদে পড়বেন

*গরম যেন ক্রমশ বাড়ছে। আর সেই পরিস্থিতিতে এবার স্বস্তি পেতে পাহাড়মুখী আম জনতা।গরমের তীব্রতা যত বাড়ছে, ততই ভিড় বাড়ছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের আনাচেকানাচে। পাহাড়ের তাপমাত্রা আগের থেকে বাড়লেও সমতলের থেকে আরামদায়ক হওয়ায় পাহাড়ের বড়, ছোট জনপদ জুড়ে ভিড়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।  
*গরম যেন ক্রমশ বাড়ছে। আর সেই পরিস্থিতিতে এবার স্বস্তি পেতে পাহাড়মুখী আম জনতা।গরমের তীব্রতা যত বাড়ছে, ততই ভিড় বাড়ছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের আনাচেকানাচে। পাহাড়ের তাপমাত্রা আগের থেকে বাড়লেও সমতলের থেকে আরামদায়ক হওয়ায় পাহাড়ের বড়, ছোট জনপদ জুড়ে ভিড়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।  
*দার্জিলিংয়ে ভোটপর্ব মিটে গিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছিল পাহাড়়ে। উত্তেজনার লেশমাত্র ছিল না। ভোটের দিনও পর্যটকরা ঘুরেছেন পাহাড়ে। আর ভোট মিটতেই ভিড়ে গিজ গিজ করছে দার্জিলিং। ফাইল ছবি।  
*দার্জিলিংয়ে ভোটপর্ব মিটে গিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছিল পাহাড়়ে। উত্তেজনার লেশমাত্র ছিল না। ভোটের দিনও পর্যটকরা ঘুরেছেন পাহাড়ে। আর ভোট মিটতেই ভিড়ে গিজ গিজ করছে দার্জিলিং। ফাইল ছবি।  
*পর্যটন সংস্থাগুলি জানাচ্ছে এই সময় পাহাড়ে যেতে গেলে আগে থেকে হোটেল বুকিং করে যাওয়াটাই ভাল। কারণ দার্জিলিং শহরে গিয়ে হোটেল খুঁজে থাকার কথা ভাবলে সমস্যায় পড়তে হতে পারে। ফাইল ছবি।  
*পর্যটন সংস্থাগুলি জানাচ্ছে এই সময় পাহাড়ে যেতে গেলে আগে থেকে হোটেল বুকিং করে যাওয়াটাই ভাল। কারণ দার্জিলিং শহরে গিয়ে হোটেল খুঁজে থাকার কথা ভাবলে সমস্যায় পড়তে হতে পারে। ফাইল ছবি।  
*ম্যালের কাছাকাছি যে কয়েকটি বড় হোটেল রয়েছে সেখানেও খোঁজ নিতে পারেন। সেই সঙ্গেই একটু অফবিট জায়গায় থাকার ইচ্ছা হলে হোমস্টের কথা ভাবা যেতে পারে । সেখানে আবার জনপ্রতি খাবার সহ ভাড়ার ব্যবস্থা রয়েছে। তবে আগে থেকে বুক করে আসাই ভাল। তারাই গাড়ি পাঠিয়ে দেয়। না হলে পরিবার নিয়ে সমস্যা হতে পারে। ফাইল ছবি।  
*ম্যালের কাছাকাছি যে কয়েকটি বড় হোটেল রয়েছে সেখানেও খোঁজ নিতে পারেন। সেই সঙ্গেই একটু অফবিট জায়গায় থাকার ইচ্ছা হলে হোমস্টের কথা ভাবা যেতে পারে । সেখানে আবার জনপ্রতি খাবার সহ ভাড়ার ব্যবস্থা রয়েছে। তবে আগে থেকে বুক করে আসাই ভাল। তারাই গাড়ি পাঠিয়ে দেয়। না হলে পরিবার নিয়ে সমস্যা হতে পারে। ফাইল ছবি।  
*এই গরমে পর্যটকদের কাছে মূল আকর্ষণ দার্জিলিং। তবে শৈলশহর ছুঁয়ে অনেকেই চলে যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন রুটে। পাহাড়ের বিভিন্ন গ্রামে হোম স্টে এবং ক্যাম্পিংয়েও বেড়েছে পর্যটকদের ভিড়। ফাইল ছবি।  
*এই গরমে পর্যটকদের কাছে মূল আকর্ষণ দার্জিলিং। তবে শৈলশহর ছুঁয়ে অনেকেই চলে যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন রুটে। পাহাড়ের বিভিন্ন গ্রামে হোম স্টে এবং ক্যাম্পিংয়েও বেড়েছে পর্যটকদের ভিড়। ফাইল ছবি।  
*বালুরঘাট থেকে আসা এক পর্যটক পরিমল রায় বলেন, "আমি প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছি। আমাদের ওদিকে যা গরম। তার থেকে একটু রেহাই পেতেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। পরিবার নিয়ে আশা করি দু-চার দিন মজায় কাটবে। ফাইল ছবি।  
*বালুরঘাট থেকে আসা এক পর্যটক পরিমল রায় বলেন, “আমি প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছি। আমাদের ওদিকে যা গরম। তার থেকে একটু রেহাই পেতেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। পরিবার নিয়ে আশা করি দু-চার দিন মজায় কাটবে। ফাইল ছবি।  
*নদিয়া থেকে ঘুরতে আসা এক পর্যটক বলেন, '৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দার্জিলিঙে ঘুরে বেশ ভালই লাগছে। আমরা গ্রুপ মিলে এসেছি দারুন মজা করলাম। তবে এখন ভেবে ভয় লাগছে যে আবার ওই গরমের জায়গায় সেখানে যেতে হবে।' ফাইল ছবি।
*নদিয়া থেকে ঘুরতে আসা এক পর্যটক বলেন, ‘৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দার্জিলিঙে ঘুরে বেশ ভালই লাগছে। আমরা গ্রুপ মিলে এসেছি দারুন মজা করলাম। তবে এখন ভেবে ভয় লাগছে যে আবার ওই গরমের জায়গায় সেখানে যেতে হবে।’ ফাইল ছবি।

TMC-BJP-CPIM: কেউ দিল বিরিয়নি, কেউ চিলিচিকেন-রাইস! ভোটের লাঞ্চে এগিয়ে কোন দল? চমকে দেওয়া তথ্য

*উত্তরের দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট চলছে আজ। সেই ভোটের বিজেপি, তৃণমূল, বাম-কংগ্রেস জোট প্রার্থী সদস্যরা তারা দুপুরের আহারে করতে ব্যস্ত আহারে রয়েছে বিশেষ মেনু।
*উত্তরের দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট চলছে আজ। সেই ভোটের বিজেপি, তৃণমূল, বাম-কংগ্রেস জোট প্রার্থী সদস্যরা তারা দুপুরের আহারে করতে ব্যস্ত আহারে রয়েছে বিশেষ মেনু।
*কোনও বুথে বিজেপি-র তরফে আহারে বন্দোবস্ত হয়েছে। দুপুরের খাবারের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, মাটন কষা, সালাড এবং শেষ পাতে মিষ্টি।
*কোনও বুথে বিজেপি-র তরফে আহারে বন্দোবস্ত হয়েছে। দুপুরের খাবারের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, মাটন কষা, সালাড এবং শেষ পাতে মিষ্টি।
*কোথাও আবার ব্যবস্থা রয়েছে তৃণমূলের তরফে। সেখানে দেখা যাচ্ছে দুপুরের আহারে থাকছে ফ্রাইড রাইস ,চিলি চিকেন, মিষ্টি, সালাড।
*কোথাও আবার ব্যবস্থা রয়েছে তৃণমূলের তরফে। সেখানে দেখা যাচ্ছে দুপুরের আহারে থাকছে ফ্রাইড রাইস ,চিলি চিকেন, মিষ্টি, সালাড।
*আবার কোথাও বাম-কংগ্রেসের তরফেও হয়েছে আয়োজন। জোট দলের দুপুরের আহার: সাদা ভাত,মুরগির মাংসের ঝোল এবং শেষ পাতে মিষ্টি।
*আবার কোথাও বাম-কংগ্রেসের তরফেও হয়েছে আয়োজন। জোট দলের দুপুরের আহার: সাদা ভাত,মুরগির মাংসের ঝোল এবং শেষ পাতে মিষ্টি।
*দুপুরের আহারের পাশাপাশি ছিল সকালে জলখাবারের সুব্যবস্থা। কোথাও লুচি-ঘুগনি, লুচি-পনির সহযোগে মিষ্টি। শুধু তাই নয়, ঘণ্টায় ঘণ্টায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা করেছে বিজেপি।
*দুপুরের আহারের পাশাপাশি ছিল সকালে জলখাবারের সুব্যবস্থা। কোথাও লুচি-ঘুগনি, লুচি-পনির সহযোগে মিষ্টি। শুধু তাই নয়, ঘণ্টায় ঘণ্টায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা করেছে বিজেপি।
*তীব্র গরমে ভোটারদের যাতে কোনও অসুবিধে না হয় তাই খানিক স্বস্তি দিতে নানা ঠান্ডা পানীয়ের ব্যবস্থা রয়েছে তৃণমূলের তরফে। এছাড়াও প্রতি ঘণ্টায় নানা রকমের মুখরোচক খাবারের বন্দোবস্ত করেছে সব রাজনৈতিক দলই।
*তীব্র গরমে ভোটারদের যাতে কোনও অসুবিধে না হয় তাই খানিক স্বস্তি দিতে নানা ঠান্ডা পানীয়ের ব্যবস্থা রয়েছে তৃণমূলের তরফে। এছাড়াও প্রতি ঘণ্টায় নানা রকমের মুখরোচক খাবারের বন্দোবস্ত করেছে সব রাজনৈতিক দলই।

Viral Video: ৯৫ বছরের বৃদ্ধা ভোটারের জন্য ‌যা করলেন রাজু বিস্তা! তুমুল ভাইরাল ভিডিও

দার্জিলিং: বয়স কখনও বাধা হতে পারে না গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে।সেই কথাটি সত‍্য প্রমাণিত করলেন ৯৫ বছরের বৃদ্ধা বেলা বোস।
এদিন টোটোতে চেপে ভোট দিতে আসেন তিনি শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে।সঙ্গে ছিলেন বোন ও পুত্রবধূ।হাঁটতে পারেন না,দৃষ্টি শক্তি ক্ষীণ হয়েছে।তবুও ভোটদানের অদম‍্য ইচ্ছেতে ভোটকেন্দ্রে আসেন।

তাকে সাহায‍্য করতে এগিয়ে আসতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।পাঁজাকোল করে ভোট কেন্দ্রে তাকে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।নতুন প্রজন্মকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বৃদ্ধা।

আরও পড়ুন: তাপপ্রবাহ, হিটস্ট্রোক থেকে তো বাঁচাবেই! রোজ এক গ্লাস খেলেই বাড়বে এনার্জি, উধাও হবে ক্লান্তি!

এই বৃদ্ধার কথা শুনে দ্রুত এলাকায় ছুটে আসেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।তিনি কথা বলেন বৃদ্ধার সঙ্গে।তাকে টোটোতে তুলে দিতে তিনিও সাহায্য করেন।তিনি কুর্নিশ জানিয়েছেন বৃদ্ধাকে।

ANNANYA DEY

Lok Sabha Election 2024: বাংলার এমন এক জায়গায় ভোট হচ্ছে, যা দেখে চমকে গেল গোটা দেশ! কেউ ভাবতেই পারবে না

দার্জিলিং: রাজ্যের উচ্চতম ভোটকেন্দ্র শ্রীখোলা। উচ্চতা প্রায় দশ হাজার ফুট। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের অন্যতম স্বল্প সংখ্যক ভোটার সমৃদ্ধ ভোটগ্রহণ কেন্দ্র। কারণ শুধু উচ্চতমই নয়, দুর্গমতমও বটে এই ভোটগ্রহণ কেন্দ্র। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সেখানে। এই কেন্দ্রে খচ্চরের পিঠে নিয়ে যাওয়া হয়েছিল নির্বাচনী সরঞ্জাম।

দার্জিলিং বিধানসভার অধীনে থাকা পুলবাজার ব্লকের তিনটি বুথ অত্যন্ত দুর্গম। এই তিনটি বুথ মিলিয়ে প্রায় তিন হাজার বাসিন্দা রয়েছেন। ভোটার সংখ্যা ১,৪৫৬ জন। এর মধ্যে দারাগাঁও জুনিয়ার হাইস্কুলে ১০৩৪ জন। রাম্মাম ফরেস্ট প্রাইমারি স্কুলে ২০৯ জন। এ ছাড়া সাবানদেন ফরেস্ট প্রাথমিক স্কুলের বুথে ভোটার সংখ্যা ২১৫ জন।

আরও পড়ুনঃ জলে ফুটিয়ে নিন বা চায়ে খান…! সবই ওষুধ, এই গাছের পাতা-ফুল-ছাল গুণে ঠাসা, কীভাবে খেলে সবচেয়ে উপকার?

দার্জিলিং সদর থেকে সংশ্লিষ্ট ওই তিনটি বুথের দূরত্ব ১০৬ কিলোমিটার। জঙ্গলে ঘেরা বুথগুলিতে গাড়িতে পৌঁছনো সম্ভব নয়। ভোটগ্রহণ কেন্দ্রে গাড়ি চলাচলের উপায় নেই। একটা উচ্চতার পর ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছনোর উপায় শুধুই হাঁটা।

২০১৪ সালেই প্রথম নির্বাচন দেখেছে শ্রীখোলার এই ভোটগ্রহণ কেন্দ্রটি। তার আগে দুর্গমতার জন্য ভোট দেওয়া হয়নি কোনওদিন। প্রায় ১০ কিলোমিটার দূরে ভোট দিতে যেতে হওয়ায় বেশিরভাগই ভোট দিতেন না। এখনও পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি। ভরসা সোলার সিস্টেম। এমনকী নির্বাচন হলেও রাজনৈতিক নেতা নেত্রীরা প্রচারেও যান না সেখানে। তবে আজ সকাল থেকেই ভোট দিতে চলে আসেন গ্রামের বাসিন্দারা। সেখানে সম্পূর্ণ নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ।

শ্রীখোলা ছাড়াও, দারাগাঁও এবং রাম্মামও দুর্গম ভোটকেন্দ্রগুলির মধ্যে  উচ্চতম শ্রীখোলা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘ওই ভোটগ্রহণ কেন্দ্রগুলি বেশ দুর্গম এলাকায়। ফলে, কোনও যানবাহনে সেখানে পৌঁছনো সম্ভব নয়। তাই ওই এলাকায় ভোট নিতে ৫-১৫ কিলোমিটার হাঁটা পথই ভরসা নির্বাচন কর্মীদের। ওইসব এলাকার বাসিন্দাদের ভোট নিতে নির্বাচন কর্মীরা খচ্চরের পিঠে ইভিএম মেশিন-সহ ভোট সামগ্রী চাপিয়ে নিজেরা পায়ে হেঁটে পৌঁছেছেন এলাকায়। সেজন্য একদিন আগেই তাঁদের ওই এলাকায় পৌঁছে যেতে হয়েছে। এলাকায় ভোট নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী ও পাঠানো হয়েছে।’

অনির্বাণ রায়

Lok Sabha Election 2024: চায়ের গন্ধ চারদিকে! চা শ্রমিকদের ভোটকেন্দ্রে দেখা গেল এক অন্য ছবি!

জলপাইগুড়ি: চা’য়ের গন্ধ গায়ে মেখে ভোট দিচ্ছেন এখানকার ভোটাররা! জানেন কোথায়? লোকসভা ভোটের দ্বিতীয় দফার নির্বাচন আজ। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ, এই তিনটি কেন্দ্রে সকাল থেকেই চলছে ভোট গ্রহণ পর্ব। উত্তরের শৈল শহর দার্জিলিং জেলায় এখনও পর্যন্ত চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। এখানেই দেখা গেল এক অভিনব চিত্র। এখানকার ভোটাররা সুস্বাদু চায়ের সুগন্ধ গায়ে মেখে ভোট দিতে যাচ্ছেন বুথে।

নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন তারা। দার্জিলিং এর অন্তর্গত গুলমা চা বাগানের শ্রমিক তথা ভোটাররা চায়ের গুদামের ভেতর গিয়ে ভোট দান করছেন। গুলমা চা বাগানের চা’য়ের গুদাম সেখানকার ভোট কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর সেখানেই ভোট দিচ্ছেন চা শ্রমিকরা। বলাই বাহুল্য এই গুদামেই তৈরি হয় পৃথিবী বিখ্যাত সুস্বাদু দার্জিলিং চা।

আরও পড়ুন:  চিকেনের হাড় খাওয়া ভাল না? কে বলেছে? উপকারিতা জানলে রোজ চিবিয়ে খাবেন!

ভোট উৎসবের কারণে আজ গুলমা চা বাগানে যাবতীয় কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। আজ সেখানে ভোট উৎসবের আমেজ। হাসিমুখে চা শ্রমিকরা ভোট দান করে যাচ্ছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার টিকিয়ে রাখার জন্য। বাইরে তীব্র রোদ, চা শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেখানে ব্যবস্থা রয়েছে মেডিকেল ক্যাম্পের। মজুত রয়েছে বিভিন্ন ওষুধপত্র। ভোট দানে যাতে তাদের কোনও অসুবিধা না হয় তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। এত সুন্দর বন্দোবস্ত দেখে খুশি চা বাগানের শ্রমিকরাও। দার্জিলিং সংলগ্ন গুলমা চা বাগানে এক কথায় আজ ভোট উৎসবের খুশির আমেজ।

সুরজিৎ দে

Lok Sabha Election 2024: দার্জিলিংয়ে ভোটে পিকনিক আমেজ! ফুরফুরে আবহাওয়ায় ‘ভ্যাকেশন’ মোডে ভোট কর্মী, গাড়ি চালকরা

দার্জিলিং: লোকসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তবে শৈল শহর দার্জিলিংয়ে ভোটের আমেজ আর পাঁচটা এলাকার মতো থাকে না। এখানে ভোট হয় একেবারেই শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে। তবে এখানে বেশিরভাগ ভোট গ্রহণ কর্মীদের আসতে হয় সমতল থেকে। ইতিমধ্যেই সমতল এলাকাগুলিতে গরম বেড়ে চলেছে ক্রমাগত। ফলে এই ভোট কর্মীরা এখানে এসে বেশ আনন্দে রয়েছেন। ভোট কর্মীদের সঙ্গে সমতল থেকে আসেন বহু গাড়ির চালক। তাঁরাও বেশ উৎসবের মেজাজে মেতে রয়েছেন।

শিলিগুড়ি এলাকার এক গাড়ির চালক হেমন্ত ছেত্রী জানান, “সমতলে যেভাবে গরম বেড়েই চলেছে, দার্জিলিংয়ে গরম নেই বললেই চলে। সারাদিন মাঝারি উষ্ণতা ও সন্ধে নামলেই নামছে উষ্ণতার পারদ। ফলে এখানে এসে তাঁরা বেশ অনেকটা আনন্দে রয়েছেন। নিজেরাই তাঁরা রান্না করছেন পিকনিকের আমেজে। তারপর সবাই মিলে ভাগ করে খাচ্ছেন সেই খাবার। সবাই মিলে গল্প ও আড্ডা তো রয়েছেই। সব মিলিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন ভোটকর্মীরা। দার্জিলিংয়ের নির্বাচনী কাজে এসে তাঁরা একপ্রকার ভ্যাকেশন মোডে বলেও জানান তাঁরা।”

আরও পড়ুন: এসির এই বিশেষ ‘Mode’ চালু করলেই ম্যাজিক! বিদ্যুৎ বিল কমতে শুরু করবে ঝড়ের গতিতে, বাঁচবে হাজার হাজার টাকা

আরও দুই গাড়ির চালক বীর থাপা ও অজিরাম মাঝি জানান, “তাঁরা মোট ১০টি গাড়ি নিয়ে এসেছেন। মানুষ এসেছেন প্রায় ২০ জন। সবার রান্নাই একসঙ্গে করা হচ্ছে। রান্নার সামগ্রী ও উপকরণ তাঁরা নীচে থেকে নিয়ে এসেছেন। কারণ, উপরে এতকিছু দার্জিলিং এসে জোগাড় করা সম্ভব নয়। তবে সবাই মিলে একসঙ্গে গোটা এই রান্নার কাজ করা। এই বিষয়টি একটি পিকনিক বলেই মনে করছেন তাঁরা। এই পিকনিকের মেজাজে কাজ উপভোগ করার বিষয়টি তাঁদের অনেকটাই মানসিকভাবে উৎসাহ যোগাচ্ছে। নির্বাচনের চাপ কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে ভোটকর্মীরা।

যেখানে বারংবার উল্লেখ করা হয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হল নির্বাচন। শৈল শহর দার্জিলিংয়ের নির্বাচনের পরিস্থিতি দেখার পর এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটকর্মীরা সকলে একযোগে আনন্দের সঙ্গেই এই ভোট দান পর্বে অংশগ্রহণ করেছেন। এদিন সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।