অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: ‘বীরভূম ও বোলপুরে আরও বেশি ভোটে টিএমসি জিতবে’, বীরভূমের বললেন অভিষেক

বোলপুর: অনুব্রতহীন বীরভূমে গিয়ে একাধিক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ বারে অনুব্রত উপস্থিতি ছাড়াই লোকসভা নির্বাচন, কেউ কেউ সে জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গও তুলছেন৷ তার মধ্যেই এক কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, প্রধানমন্ত্রীর রাজ্যসফর নিয়েও এ দিন আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি কর্মীসভায় বিস্তারিত আলোচনা করেন দলের সাংগঠনিক ও নির্বাচনী কৌশল নিয়েও৷

প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী কাল আসছেন, আসুন৷ কিন্তু পারলে শ্বেতপত্র নিয়ে আসেন৷ ২০১৭-১৮ থেকে ১০০ দিনের কাজের টাকা যতটাকা আশ্বাস দিয়েছেন, তার মধ্যে বাস্তবে কত টাকা দিয়েছেন? আমি তো চ্যালেঞ্জ করেছি বারংবার৷’ অভিষেক তারপরে জলপাইগুড়ি প্রসঙ্গে জানিয়েছেন, সেখানে টর্নেডো আর্তদের আর্থিক সাহায্য করা সম্ভব হয়নি, কারণ এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে৷

আরও পড়ুন:  বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা অধীরের

আরও পড়ুন– ‘ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারাব, এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে…’! হুঙ্কার শুভেন্দু অধিকারীর

এর পরেই অনুব্রত প্রসঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতহীন বীরভূমে এ বারও লোকসভা নির্বাচনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই৷ সেখানেই অনুব্রতকে নিয়ে কর্মিসভায় বিশাল বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘বীরভূম ও বোলপুরে আরও বেশি ভোটে টিএমসি জিতবে৷ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব দলে নেই৷ অনুব্রত মণ্ডল যদি বিজেপি জয়েন করত, তা হলে জেলে যেতে হত না৷’

এ দিন দলের জেলা নেতৃত্বকে অভিষেক বলেন, ‘বীরভূমে লোকসভা ও বিধানসভায় তৃণমূলের ভাল ফল হয়েছে। সেই ফল ধরে রাখতে হবে। যাঁরা যে দায়িত্বে আছেন, তাঁদের সেটা পালন করতে হবে। ভাল রেজাল্ট চাই। ব্লক ও বুথের নেতারা বেশি করে মানুষের কাছে যান। আপনাদের দায়িত্ব বেশি এই ভোটে।’