Travel: এবার এক ছাতার তলায় একাধিক মন্দির! রায়দিঘিতে হবে ধর্মীয় পর্যটন! জানুন

রায়দিঘি: এবার এক ছাতার তলায় জুড়বে একাধিক প্রাচীন মন্দির। আর তারপর রায়দিঘিতে শুরু হবে ধর্মীয় পর্যটন। বর্তমানে সেই দিকেই এগোচ্ছে পরিকল্পনা। ইতিমধ্যে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে এ নিয়ে একটি প্রস্তাব জমা পড়েছে। কোন কোন মন্দির থাকবে এই ধর্মীয় পর্যটনের মধ্যে তা জেনে নিন আপনিও।

থাকছে মা ত্রিপুরেশ্বরী মন্দির। এরপর থাকছে বড়াশি শিব মন্দির। সেখান থেকে পর্যটকরা যাবেন চক্রতীর্থে।  এরপর সেখান থেকে পর্যটকরা যাবেন মা নারয়নী মন্দিরে।

আরও পড়ুন: দেবী দুর্গার এই তিন মন্ত্র পাঠ করলেই সব বাধা কাটবে! সুখ, উন্নতি, টাকায় ভরবে জীবন!

সেই মন্দির দেখা হয়ে গেলে পর্যটকরা যাবেন ঐতিহাসিক জটার দেউলে। এই সব মন্দিরগুলি এক দিনেই ঘুরিয়ে দেখানো হবে। ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে সেগুলি। এই ধর্মীয় পর্যটন ব্যবস্থা চালু হলে আগামীদিনে যে রায়দিঘি রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান করে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এই মন্দিরগুলি আলাদা, আলাদা করে দেখতে আসেন পর্যটকরা, তবে এবার সেই দিনের অবসান হবে।

নবাব মল্লিক