Kolkata Temperature-Rain Alert: চৈত্রের চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রায় এক সপ্তাহ ধরে অসহ্য দাবদাহে হাঁসফাঁস করছে মানুষ। তারই মাঝে গত তিনদিন ধরে স্বস্তির বৃষ্টি যেন মুখে হাসি ফুটিয়েছে বঙ্গবাসীর। একাধিক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal Weather IMD Update: আরও বাড়বে গরম! তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, জানুন

আরও বাড়বে গরম! কলকাতায় লু পরিস্থিতি! আজ থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতা সহ ২ চব্বিশ পরগনায় তাপপ্রবাহ । হাওড়া, হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা। হিট-ওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলাগুলিতে। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।