Viral Video: প্রচারে এসে গ্রামবাসীর কাছে গেড়ি গুগলির ঝোল খেলেন এই তৃণমূল প্রার্থী! ভাইরাল ভিডিও

হুগলি: ভোট প্রচারের মধ্যে অল্প বিস্তর খাওয়া-দাওয়া, করছেন প্রত্যেক প্রার্থীরাই। তবে অন্যদের থেকে ব্যতিক্রম আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ভোট প্রচারে বেরিয়ে গ্রামের মেয়ের ভূমিকায় তৃণমূল পার্থী। গ্রামবাসীদের হাতের তৈরি রান্না গেড়িগুগলির ঝোল তাদের হাত থেকেই খেলেন মিতালী। গুগলির ঝোল খেয়ে গ্রামবাসীদের সঙ্গে মেয়ের মতন মিশে গেলেন লোকসভা নির্বাচনের তৃণমূলের আরামবাগের মুখ মিতালী বাগ।

একদিকে চৈত্রের চাঁদি ফাটা রোদ। তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মধ্যে বুধবার গ্রামে গ্রামে গিয়ে প্রচার করলেন আরামবাগের জোড়া ফুলের প্রার্থী মিতালিবাগ। অন্যান্য হেভি ওয়েট প্রার্থীদেরদের বিপরীত মিতালী প্রচারের স্ট্র্যাটেজি। গ্রামের মেয়ে গ্রামের মানুষের কাছে মেয়ের রূপেই থাকতে পছন্দ করছেন মিতালী। সেই কারণেই প্রচারে বেরিয়ে গ্রামের মায়েরা তাকে নিজের হাতে কখনও খাইয়ে দিচ্ছে গেড়ির ঝোল বা কখনো তৃষ্ণার্ত হয়ে পড়লে এনে দিচ্ছেন জল বাতাসা।

আরও পড়ুন: দিনে কত বার, কতটা সানস্ক্রিন মাখা উচিত? রোদ থেকে ত্বককে রক্ষা করবে এই টিপস! জানুন

বুধবার আরামবাগের ভাদুড় এলাকায় প্রচার সরেন মিতালী। সেখানে প্রচারে গিয়েই গ্রামের মহিলারা নিজেদের হাতের রান্না খাওয়ান মিতালীকে। সেখানেই দেখা যায় এক মহিলা তাকে নিজে হাতে করে গুগলির ঝোল খাইয়ে দিচ্ছেন। গুগলির ঝোল খেয়ে শৈশবে ফিরে গেলেন মিতালী। বললেন গ্রামের মেয়ে হয়ে গুগলির ঝোল খাব না তা কি হয়। তিনি আরও বলেন, এখন আর পুকুরে গুগলি গেড়ি এইসব আর দেখা যায় না। আগে ছোটবেলায় সেই সব অনেক পাওয়া যেত বাড়িতে তা রান্না হত এবং তিনি তা তৃপ্তি করে খেতেন। আজ অনেকদিন পর সেই গুগলির ঝোল খেয়ে নস্টালজিক মিতালী।

রাহী হালদার