আইপিএলে এ কোন সুনীল নারিন। ২০১২ সালে যে রত্নকে খুঁজে এনেছিল শাহরুখ খান এবং গৌতম গম্ভীর৷ ২০২৪ যেন ফের সেই সুনীল নারিনকেই ফিরিয়ে দিল নাইট বাহিনীতে৷ আরসিবি বনাম কেকেআর ম্যাচে চমৎকার ছন্দে থেকে ইঙ্গিত একটা দিয়েছিলেন, কিন্তু সেটা যে একটা ফ্লুক ছিল না তাই প্রমাণ দিলেন শাহরুখ খানের জানেমন ক্রিকেটার সুনীন নারিন৷ এদিন নারিনের ইনিংসে মুগ্ধ বাদশা স্ট্যান্ডিং ওভেশান দেন৷ Photo- AP

Sunil Narine: শাহরুখের ভালবাসা, গম্ভীরের ভরসায় এ কোন সুনীল নারিন! কেকেআর তারকা এবার ‘একাই একশো’ পারফরমার

আইপিএলে এ কোন সুনীল নারিন। ২০১২ সালে যে রত্নকে খুঁজে এনেছিল শাহরুখ খান এবং গৌতম গম্ভীর৷ ২০২৪ যেন ফের সেই সুনীল নারিনকেই ফিরিয়ে দিল নাইট বাহিনীতে৷ আরসিবি বনাম কেকেআর ম্যাচে চমৎকার ছন্দে থেকে ইঙ্গিত একটা দিয়েছিলেন, কিন্তু সেটা যে একটা ফ্লুক ছিল না তাই প্রমাণ দিলেন শাহরুখ খানের জানেমন ক্রিকেটার সুনীন নারিন৷ এদিন নারিনের ইনিংসে মুগ্ধ বাদশা স্ট্যান্ডিং ওভেশান দেন৷ Photo- AP
আইপিএলে এ কোন সুনীল নারিন। ২০১২ সালে যে রত্নকে খুঁজে এনেছিল শাহরুখ খান এবং গৌতম গম্ভীর৷ ২০২৪ যেন ফের সেই সুনীল নারিনকেই ফিরিয়ে দিল নাইট বাহিনীতে৷ আরসিবি বনাম কেকেআর ম্যাচে চমৎকার ছন্দে থেকে ইঙ্গিত একটা দিয়েছিলেন, কিন্তু সেটা যে একটা ফ্লুক ছিল না তাই প্রমাণ দিলেন শাহরুখ খানের জানেমন ক্রিকেটার সুনীন নারিন৷ এদিন নারিনের ইনিংসে মুগ্ধ বাদশা স্ট্যান্ডিং ওভেশান দেন৷ Photo- AP
সুনীল নারিন - সালটা ২০১২৷ কেকেআরের জার্সিতে এসেছিলেন তরুণ মিস্ট্রি স্পিনার সুনীল নারিন৷ সেই সময় থেকে আজ ২০২৪ একই ফ্রাঞ্চাইজির জার্সিতে চালিয়ে যাচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ আরসিবি বনাম কেকেআর ম্যাচে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস ছিল , ডিসি বনাম কেকেআর ম্যাচে আর সেই ভুল করেননি নারিন। এদিন তিনি কেকেআর জার্সিতে সর্বোচ্চ রান করেন ৷ Photo- AP
সুনীল নারিন – সালটা ২০১২৷ কেকেআরের জার্সিতে এসেছিলেন তরুণ মিস্ট্রি স্পিনার সুনীল নারিন৷ সেই সময় থেকে আজ ২০২৪ একই ফ্রাঞ্চাইজির জার্সিতে চালিয়ে যাচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ আরসিবি বনাম কেকেআর ম্যাচে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস ছিল , ডিসি বনাম কেকেআর ম্যাচে আর সেই ভুল করেননি নারিন। এদিন তিনি কেকেআর জার্সিতে সর্বোচ্চ রান করেন ৷ Photo- AP
DC vs KKR ম্যাচে :৯ বলে ৮৫ রান করেন সুনীল নারিন। এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও ৭টি ছয় দিয়ে৷ Photo- AP
DC vs KKR ম্যাচে :৯ বলে ৮৫ রান করেন সুনীল নারিন। এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও ৭টি ছয় দিয়ে৷ Photo- AP
সুনীল নারিন এবার যে ফর্ম দেখাচ্ছেন তাতে সেই ওল্ড গোল্ড নারিনকেই পাওয়া যাচ্ছে যে বহু বছর নিষ্প্রভ হয়েছিল। এরপর একাধিক সময়ে কেকেআর ফ্যানরা প্রশ্ন তুলতেন কেন একে দলে রাখা হচ্ছে। এমনকি কোটার প্লেয়ার নামেও নিন্দুকরা তকমা লাগাতেন। Photo- AP
সুনীল নারিন এবার যে ফর্ম দেখাচ্ছেন তাতে সেই ওল্ড গোল্ড নারিনকেই পাওয়া যাচ্ছে যে বহু বছর নিষ্প্রভ হয়েছিল। এরপর একাধিক সময়ে কেকেআর ফ্যানরা প্রশ্ন তুলতেন কেন একে দলে রাখা হচ্ছে। এমনকি কোটার প্লেয়ার নামেও নিন্দুকরা তকমা লাগাতেন। Photo- AP
কিন্তু শাহরুখের আস্থা যে ভুল নয় তা ফের একবার প্রমাণিত করতে চলেছেন খুব সম্ভবত এই মরশুমে। ওপেনিংয়ে নেমে প্রথম ৩ ওভারে যাঁর ব্যাট থেকে একটি চার এসেছিল, তিনি চতুর্থ ওভারে ইশান্ত শর্মার বলে ৬-৬-৪-০-৬-৪ রান নিয়ে ম্যাচের মুড সেট করে দেন৷ Photo- AP
কিন্তু শাহরুখের আস্থা যে ভুল নয় তা ফের একবার প্রমাণিত করতে চলেছেন খুব সম্ভবত এই মরশুমে। ওপেনিংয়ে নেমে প্রথম ৩ ওভারে যাঁর ব্যাট থেকে একটি চার এসেছিল, তিনি চতুর্থ ওভারে ইশান্ত শর্মার বলে ৬-৬-৪-০-৬-৪ রান নিয়ে ম্যাচের মুড সেট করে দেন৷ Photo- AP
RCB vs KKR ম্যাচ সুনীল নারিনের ৫০০তম টি টোয়েন্টি ম্যাচ৷ তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন৷ তাঁরই স্বদেশীয় কায়রন পোলার্ড ৬৬০ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ Photo- AP
RCB vs KKR ম্যাচ সুনীল নারিনের ৫০০তম টি টোয়েন্টি ম্যাচ৷ তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন৷ তাঁরই স্বদেশীয় কায়রন পোলার্ড ৬৬০ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ Photo- AP
সুনীল নারিন ২০১২ থেকে কেকেআরের জার্সিতে খেলেছেন ২০১২ এবং ২০১৪ যে দুবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সেই বারেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য৷
সুনীল নারিন ২০১২ থেকে কেকেআরের জার্সিতে খেলেছেন ২০১২ এবং ২০১৪ যে দুবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সেই বারেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য৷
এবারেও কেকেআর আইপিএলে দুরন্ত অভিযান শুরু করেছে৷ কেকেআর মেন্টর হিসেবে দলে ফিরে এসেছেন গৌতম গম্ভীর আর পুরনো যাঁরা অস্ত্র ছিলেন তাঁরা কেমন যেন ঝকঝকে অস্ত্র হয়ে উঠেছেন৷ সেরকমই পুরনো সুনীলকে আজ পেল কেকেআর টিম ও ফ্যানরা৷ Photo- AP
Z এবারেও কেকেআর আইপিএলে দুরন্ত অভিযান শুরু করেছে৷ কেকেআর মেন্টর হিসেবে দলে ফিরে এসেছেন গৌতম গম্ভীর আর পুরনো যাঁরা অস্ত্র ছিলেন তাঁরা কেমন যেন ঝকঝকে অস্ত্র হয়ে উঠেছেন৷ সেরকমই পুরনো সুনীলকে আজ পেল কেকেআর টিম ও ফ্যানরা৷ Photo- AP
আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার দিনে ১ উইকেট পান ৪ ওভার বল করে৷ রান দেন ৪০৷ কিন্তু ব্যাট হাতে ওপেন করতে নেমে বিস্ফোরক ফর্মে পাওয়া গেল সুনীলকে৷ এদিন তিনি ২২ বলে ৪৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ২ টি চার এবং ৫ টি ছক্কা দিয়ে সাজানো৷
আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার দিনে ১ উইকেট পান ৪ ওভার বল করে৷ রান দেন ৪০৷ কিন্তু ব্যাট হাতে ওপেন করতে নেমে বিস্ফোরক ফর্মে পাওয়া গেল সুনীলকে৷ এদিন তিনি ২২ বলে ৪৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ২ টি চার এবং ৫ টি ছক্কা দিয়ে সাজানো৷