আবর্জনা 

Alipurduar News: আবর্জনার পাহাড় জমেছে! স্কুল, স্বাস্থ্যকেন্দ্রে ‌যেতে চরম বিপাকে স্থানীয়রা

আলিপুরদুয়ার: এখনও বর্ষা আসেনি কিন্তু জয়গাঁর নিউ সুভাষপল্লী এলাকায় ঢুকলে মনে হতেই পারে এ যেন বর্ষার দিন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাদা। এই কাদা পেরিয়ে স্বাস্থ্য কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্রে আসছে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষিকা ও সহায়িকারা।
এলাকায় প্রবেশ করলে নাকে রুমাল দিতেই হবে।

এই এলাকাতে রয়েছে ৮৫০ জন বাসিন্দা। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ববিতা সূত্রধর জানান,”আমি চার বছর হল এখানে আছি। এই সমস্যা দেখেই যাচ্ছি। প্রশাসনকে জানালে অল্পসল্প পরিষ্কার করে দেয়। কিন্তু আমরা তো স্থায়ী সমাধান চাইছি। স্কুলে ৯০ জন পড়ুয়া রয়েছে। ওদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হয়।”

আরও পড়ুন:তরাই হবে কার? বিজেপি না তৃণমূল? বড় ফ্যাক্টর মোহন শর্মা…দফায় দফায় হত্যে দুই দলের

এই বিষয়ে এলাকার এক স্বাস্থ্যকর্মী জানান,”আবর্জনা পেরিয়ে রোগীরা আসতে চায় না। আমাদের যেতে হয় তাঁদের পরিষেবা দিতে। খুব অসুবিধা হয়। স্বাস্থ্য কেন্দ্রের পাশে এমন আবর্জনা দেখলে রোগের বাসা হতে বেশি সময় লাগবে না।”এই বিষয়ে জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের তরফে জানা যায়, সাফাইকর্মীদের বলে দেওয়া হয়েছে সেই আবর্জনা তুলে ফেলতে। স্কুল, স্বাস্থ্য কেন্দ্র আছে সেদিকে নজর রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey