Weather Update: তুমুল গরমে নাজেহাল বাংলা! বৃষ্টি কবে? বিরাট আপডেট হাওয়া অফিসের

আগামী কয়েক দিন তীব্র গরমের সঙ্গে ব্যাপক হারে তাপপ্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। সকাল থেকেই গরমের তীব্রতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মালদহ জেলায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরে বৃষ্টি আর দক্ষিণে দাবদাহ। তাপপ্রবাহ বাড়বে দক্ষিণবঙ্গে। হিটওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক ও গরম আবহাওয়া শনিবার পর্যন্ত। উইকেন্ডে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবি ও সোমবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস।