প্রতীকী ছবি।

CPIM: অর্জুন-পার্থর ব্যারাকপুরে তারকা মুখেই ভরসা সিপিএমের! আরও ৫ আসনে প্রার্থী দিল বামেরা

কলকাতা: আরও পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট৷ এই নিয়ে মোট ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামেরা৷ এ দিন যে কেন্দ্রগুলিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে ব্যারাকপুর, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার এবং ঘাটাল৷ এর মধ্যে বারাসত ফরওয়ার্ড ব্লককে এবং ঘাটাল আসনটিতে সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করবে৷

ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির অর্জুন সিং এবং তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে তারকা মুখেই ভরসা রেখেছে বামেরা ওই কেন্দ্রে অভিনেতা দেবদূত ঘোষকে প্রার্থী করল সিপিএম৷ ডায়মন্ড হারবারে প্রার্থী তরুণ মুখ প্রতীকুর রহমান৷ বসিরহাট আসনটি নিয়ে কংগ্রেসের সঙ্গে দর কষাকষি চললেও শেষ পর্যন্ত ওই আসনটিতে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে সিপিএম৷

আরও পড়ুন: বার বার ছুটতে হবে বাথরুমে, শসা খাওয়ার সঙ্গে সঙ্গে এই ভুলটি করলেই সর্বনাশ!

বারাসত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ৷ ঘাটালে সিপিআই প্রার্থী করা হয়েছে তপন গঙ্গোপাধ্যায়কে৷ ঘাটাল আসনটি ছাড়া নিয়েও কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছিল বামেদের৷৷ ওই আসনটি কংগ্রেসকে ছেড়ে সিপিআই-কে অন্য কোনও আসন ছাড়া হতে পারে বলেও শোনা যাচ্ছিল৷ শেষ পর্যন্ত অবশ্য সেরকম কিছু হল না৷ তবে পুরুলিয়ায় প্রার্থী ঘোষণা করেনি বামেরা৷ পুরুলিয়ায় ইতিমধ্যেই নেপাল মাহাতোকে প্রার্থী করেছে কংগ্রেস৷ এই নিয়ে বামেরা ২৮টি এবং কংগ্রেস ১২টি আসনে প্রার্থী ঘোষণা করল৷ বাকি রয়েছে দুটি আসন৷

এ দিন জোট না হওয়ার জন্য আইএসএফ-এর কড়া সমালোচনা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ আইএসএফ জোট করতে আন্তরিক ছিল না বলেও অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ বিমান বলেন, কাল আসন ঘোষণা করে বলেছে এই যে সমঝোতা হল না দায় বামেদের নিতে হবে । কিন্তু ওরা সভায় আসেনি। এই কারণেই বলছি ওরা আন্তরিক ছিল না৷

গতকাল ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, আরও নাকি করবে৷ ২০২১ সালের একটা দল কী করে এতদূর ভাবছে, আপনারাই বলতে পারবেন৷
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবার মুর্শিদাবাদ থেকে প্রার্থী হয়েছেন৷ সেই আসনেও প্রার্থী দিয়েছে নওশাদ সিদ্দিকির দল আইএসএফ৷ স্বভাবই আইএসএফ-এর এই মনোভাবে ক্ষুব্ধ সিপিএম সহ বামফ্রন্ট নেতৃত্ব৷