TMC protest in Delhi: নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধরনা, জোর করে ডেরেকদের সরিয়ে দিল পুলিশ! দিল্লিতে তুমুল উত্তেজনা

দিল্লি: দিল্লিতে জাতীয় নির্বাচন কমিনের দফতরের বাইরে ধরনায় বসল তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল৷ এই দলে রয়েছেন রাজ্যসভার পাঁচ তৃণমূল সাংসদ৷ এনআইএ-এর মতো এজেন্সির অপব্যবহার রুখতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে এবং জলপাইগুড়ি ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বাড়ি তৈরির অনুমতি চেয়ে এ দিন নির্বাচন কমিশনের কাছে যায় তৃণমূলের ওই প্রতিনিধি দল৷ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দ্রুত সাক্ষাতের দাবিতে বিকেলে নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে ২৪ ঘণ্টার ধরনায় বসেন তৃণমূল সাংসদ সহ দলের দশজন নেতানেত্রী৷

তৃণমূলের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই অভিযোগ তোলা হচ্ছে, কয়েকদিন আগে নিউ টাউনের একটি আবাসনে এনআইএ-এর এক এসপি পদমর্যাদার অফিসারের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ তার পরই জেলাস্তরের দলের একের পর এক নেতাদের এনআইএ তলব করছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷ গত শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ হানার পর এই অভিযোগে আরও সরব হয়েছে তৃণমূল৷ ওই দিন এনআইএ-এর উপরে হামলার অভিযোগও ওঠে৷

এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য পুলিশ এসে তৃণমূল নেতানেত্রীদের ধরনা তুলে নিতে চাপ দেয়৷ রাজি না হওয়ায় জোর করে ডেরেক ও ব্রায়েন সহ তৃণমূলের মহিলা সাংসদদের সরিয়ে জোর করে সরিয়ে দেয় পুলিশ৷

কার্যত চ্যাংদোলা করে ডেরেক সহ তৃণমূল সাংসদদের প্রিজন ভ্যানে তোলা হয়৷ ধস্তাধস্তিতে তুমুল উত্তেজনা ছড়ায় নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের দুই মহিলা সাংসদ দোলা সেন এবং সাগরিকা ঘোষের সঙ্গে অভব্য আচরণ করেছে দিল্লি পুলিশ৷ দুই মহিলা সাংসদকেই টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ৷ আটক করে তৃণমূলের সাংসদ সহ নেতানেত্রীদের মন্দির মার্গ থানায় নিয়ে যায় পুলিশ৷

আরও পড়ুন: ‘বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!’ ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

তৃণমূল নেতৃ্ত্বের দাবি, নির্বাচন কমিশনের বাইরে ধরনা শুরুর পর প্রথমে দিল্লি পুলিশের আধিকারিকরা এসে সাংসদ ডেরেক ও ব্রায়েনকে ধরনা তুলে নিতে বলে৷ পুলিশ যুক্তি দেয়, ওই জায়গায় ধরনা দেওয়ার অনুমতি নেই৷ পাল্টা ডেরেক  জানান, তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করছেন৷ এর পরই ধরনা তুলতে পুলিশ বলপ্রয়োগ করে বলে অভিযোগ তৃণমূলের৷

সন্দেশখালির পর ভূপতিনগরে ফের কেন্দ্রীয় এজেন্সির আধিরাকিরা আক্রান্ত হওয়ার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি৷ এবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের ইস্যুকে পাল্টা দিল্লিতে নিয়ে গেল তৃণমূল নেতৃত্ব৷ নির্বাচন কমিশনকে লেখা চিঠিতেও এ দিন তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগের দাবি জানানো হয়েছে৷ গত বছর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধরনায় একই ভাবে সরগরম হয়ে উঠেছিল দিল্লির রাজঘাট৷