রঘুনাথগঞ্জের নিমতলা কালী

Kali Puja: ১৫৫ বছরের প্রাচীন রঘুনাথগঞ্জের  নিমতলা কালী! চৈত্র অমাবস্যা তিথিতে মন্দিরে ভক্তের ঢল

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য নিদর্শন। মুর্শিদাবাদ জেলার প্রাচীন নিমতলা কালীপুজো। প্রায় ১৫৫ বছর পুরনো এই নিমতলা কালী। নিম গাছের নীচেই কালীর প্রতিষ্ঠা হওয়ার কারণে মা নিমতলা কালী নামেই পরিচিত। প্রত্যেক বছরই চৈত্র মাসের অমাবস্যা তিথিতে মায়ের আরাধনা করে মিয়াপুর এলাকার বাসিন্দারা।

গ্রামের ভিতরেই একটি মা কালীর বেদি আছে। পুজোকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। সাতদিন এই পুজোকে ঘিরে চলে মেলা। পুজোয় বহু সাধারণ মানুষ উপস্থিত হন। এবং মা নিমতলা কালীর মন্দিরে ঝাড়খন্ড, বীরভূম, ফারাক্কা, মালদা সহ একাধিক এলাকা থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয়।

আরও পড়ুন:সাত সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত দুই

এই কালীপুজাকে কেন্দ্র করে পূর্বের সমস্ত রীতি রেওয়াজ মেনেই এই পুজো সুসম্পন্ন হচ্ছে। চৈত্র অমাবস্যায় স্নান, দান ও পুজো করলে যেখানে পিতৃদোষ দূর হয় এবং শুভ ফল পাওয়া যায়, সেখানে শনির ভোগান্তি থেকেও মুক্তি পাওয়া যায় বলেও কথিত আছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী