Category Archives: মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

Abhishek Banerjee on INDI Alliance: ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার জন্য অধীরকেই দায়ী করলেন অভিষেক

বহরমপুর: ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার কারণে অধীর চৌধুরীকেই দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে এক রোড শোতে এসে অধীর চৌধুরীকে আক্রমণ করে বলেন, “সমস্ত রাজ্যেই ইন্ডিয়া জোট হলেও এই রাজ্যে ইন্ডিয়া জোট যদি না হয় তার পিছনে একমাত্র কারণ এই অধীর চৌধুরী। কারন তিনি বিজেপির এজেন্ট।”

আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক

অভিষেকের আরও বক্তব্য, “২০১৪ সালে প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটে জয়লাভ করেছিলেন অধীর চৌধুরী। তার পর ২০১৯-এ আশি হাজার ভোটে জয় লাভ করেন।কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেসের থেকে। এ বার সাড়ে ৩  লক্ষের বেশি ভোটে আমাদের জিততে হবে। পাঠানকে জেতালে ডায়মন্ড হারবার মডেলের উন্নয়ন করা হবে বহরমপুরে বলেও আশ্বাস দেন অভিষেক। এ দিন তিনি আরও বলেন, “গত ২৫বছরে বহরমপুরে কিছু উন্নয়নের কাজ হয়নি। পাঠানকে জেতান, আমি কথা দিচ্ছি, উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম।”

আরও পড়ুন: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

বহরমপুর বিধানসভা থেকেও যাতে তৃণমূল দলীয় ভাবে কংগ্রেসের থেকে বেশি ভোট পায় সেই ব্যাপারে সতর্ক করে দেন। তাঁর মতে, প্রতিটি কাউন্সিলারকে এই ব্যাপারে দায়িত্ব নিতে হবে। বুধবার অধীর চৌধুরীকে আক্রমণ করে বলেন, “সারদার মালিক সুদীপ্ত সেন অধীর চৌধুরীকে টাকা দিয়েছেন বলে অভিযোগ করলেও তাকে ইডি ডাকে না। অথচ রাহুল গান্ধী, সনিয়া গান্ধীকে ডাকে। তাহলে বিজেপির সঙ্গে কার সেটিং আছে এখানেই পরিষ্কার।”

Post Poll Violence: ভোটের পরের দিনই রণক্ষেত্র মুর্শিদাবাদ, ছররা গুলিতে বিদ্ধ হল চার শিশু

মুর্শিদাবাদ: মঙ্গলবার ছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। পাশাপাশি ছিল ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচন। কিন্তু এই নির্বাচনে কোনও রক্ত না ছড়িয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হয় কোথাও কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই। তবে ভোট মিটতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। আর গুলিবিদ্ধ হল চারজন শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হোসেনাবাদ গ্রামে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ও জোট প্রার্থীর কর্মীদের সঙ্গে বিবাদ শুরু হয় সকালবেলায়। ছররা গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়। প্রত্যেকের বয়স বয়স ছয় থেকে আট বছর। ভগবানগোলা দু’নম্বর ব্লকের হোসেনাবাদ গ্রামে দুই পক্ষের মারপিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশি তৎপরতায় সংঘর্ষ থামলেও এখনও উত্তেজনা রয়েছে গ্রামে।

আরও পড়ুন: ভাইপো আনন্দকে হঠাৎ দলীয় পদ থেকে সরিয়ে দিলেন, ভোটের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্তে জোর জল্পনা

স্হানীয় বাসিন্দারা জানান, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার হোসেনাবাদে ধুন্ধুমার সংঘর্ষ বাঁধে গ্রাম্য বিবাদ কে কেন্দ্র করে বুধবার সকালে। আর সেই সংঘর্ষের মাঝে পড়ে আহত হন ৪জন শিশু। আর ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মূলত ছররা গুলি চালায় দুস্কৃতীরা। আর সেই গুলিতেই গুলিবিদ্ধ হন চারজন শিশু।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কারও পেটে ও হাতে লেগেছে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

কৌশিক অধিকারী

মুর্শিদাবাদে কি জিতবে সিপিআইএম? ভোটের পর কী বললেন মহম্মদ সেলিম

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটের দিন সকাল থেকে ময়দানে চেনা মেজাজে দেখা যায় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। দিনভর ভোটের শেষে কী বলললেন তিনি। মুর্শিদাবাদ আসন কি সিপিআইএম জিতবে? দেখুন ভিডিও।

Lok Sabha Election 2024: ভোটের দিনে শেষবেলায় খোশমেজাজে সেলিম! ক্রিকেট খেলতে নেমে কী বললেন তিনি

ভোটের দিন খোশমেজাজে ক্রিকেট খেললেন মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আত্মবিশ্বাসী। তবে সেলিম এদিন ডোমকলে ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের নিয়ে।
ভোটের দিন খোশমেজাজে ক্রিকেট খেললেন মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আত্মবিশ্বাসী। তবে সেলিম এ দিন ডোমকলে ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের নিয়ে।
ব্যাট হাতে খোশমেজাজেেই দেখা যায় তাঁকে। ভোট পর্বের মাঝপথেই সেলিমের শরীরি ভাষা আত্মবিশ্বাসে ভরপুর বলেই মনে হয়।
ব্যাট হাতে খোস মেজাজেই দেখা যায় তাঁকে। ভোট পর্বের মাঝ পথেই সেলিমের শরীরি ভাষা আত্মবিশ্বাসে ভরপুর বলেই মনে হয়।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম। সকাল থেকেই তার নিজের এলাকাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। কোথাও বিশ্রাম নিতে গিয়ে তরমুজ খেতে দেখা যায় তাঁকে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম। সকাল থেকেই তার নিজের এলাকাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। কোথাও বিশ্রাম নিতে গিয়ে তরমুজ খেতে দেখা যায় তাঁকে।
একদা সিপিআইএমের রাজ্যে সম্পাদক এ বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহম্মদ সেলিম। তবে লোকসভা নির্বাচনের দিনে সকাল থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার থেকে ভুয়ো এজেন্ট হাতে নাতে ধরেন সেলিম।
একদা সিপিআইএমের রাজ্যে সম্পাদক এবছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহম্মদ সেলিম। তবে লোকসভা নির্বাচনের দিনে সকাল থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার থেকে ভুয়ো এজেন্ট হাতে নাতে ধরেন সেলিম।
তবে এক খুদের সঙ্গে মহম্মদ সেলিম তিনি ক্রিকেট খেললেন খোশমেজাজেই। আর মহম্মদ সেলিমকে অন্য ভুমিকায় দেখতে পেয়ে খুশি বাম কর্মীরা ।
তবে এক খুদের সঙ্গে মহম্মদ সেলিম তিনি ক্রিকেট খেললেন খোশমেজাজেই। আর মহম্মদ সেলিমকে অন্য ভুমিকায় দেখতে পেয়ে খুশি বাম কর্মীরা ।

Lok Sabha Election 2024: ভোট ‘উৎসব’, লোকসভা ভোটের বুথের বাইরে চলল দেদার ঘুগনি-মুড়ি! কোথায় জানেন? 

মঙ্গলবার অনুষ্ঠিত হল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করে কংগ্রেস ও তৃণমূলের। খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছে কংগ্রেস। সেখানেই চলে রান্না।
মঙ্গলবার অনুষ্ঠিত হল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করে কংগ্রেস ও তৃণমূলের। খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছে কংগ্রেস। সেখানেই চলে রান্না।
খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও। পরে খড়গ্রাম থানার পুলিশ গিয়ে তুলে দেয়। দেদার চলল ঘুগনি রান্না।
খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও। পরে খড়গ্রাম থানার পুলিশ গিয়ে তুলে দেয়। দেদার চলল ঘুগনি রান্না।
খড়গ্রাম বিধানসভার ইন্দ্রাণী এলাকাতে পলিব্যাগের ভিতর ঠাসা রয়েছে সাদা মুড়ি। ওপর দিয়ে ছড়ানো হয় ঘুগনি। কোথাও আবার উপরি পাওনা চপ। গোটা কয়েক ফুলুরি। সঙ্গে শিশু থাকলে তার জন্যও বরাদ্দ থাকছে এসব। বুথের সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন কয়েকজন
খড়গ্রাম বিধানসভার ইন্দ্রাণী এলাকাতে পলিব্যাগের ভিতর ঠাসা রয়েছে সাদা মুড়ি। ওপর দিয়ে ছড়ানো হয় ঘুগনি। কোথাও আবার উপরি পাওনা চপ। গোটা কয়েক ফুলুরি। সঙ্গে শিশু থাকলে তার জন্যও বরাদ্দ থাকছে এসব। বুথের সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন কয়েকজন
মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রাম বিধানসভা এলাকাতে পুলিশের সামনেই দেদার মুড়ি, ঘুগনি-চপ দেওয়া হচ্ছে ভোটারদের।
মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রাম বিধানসভা এলাকাতে পুলিশের সামনেই দেদার মুড়ি, ঘুগনি-চপ দেওয়া হচ্ছে ভোটারদের।
কোথাও কংগ্রেসের বিরুদ্ধে কোথাও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ ভোটার দেওয়ার আগে, আবার কেউ ভোট দেবার পরে টিফিন নিচ্ছেন। কোন পয়সা লাগছে না।
কোথাও কংগ্রেসের বিরুদ্ধে কোথাও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ ভোটার দেওয়ার আগে, আবার কেউ ভোট দেবার পরে টিফিন নিচ্ছেন। কোন পয়সা লাগছে না।
প্রশ্ন করা হলে তাঁরা জানান, তাঁরা প্রত্যেকেই রাজনৈতিক দল করেন। তাঁদের দেওয়া সেই কুপন দিয়ে ভোটাররা টিফিন নিচ্ছেন।
প্রশ্ন করা হলে তাঁরা জানান, তাঁরা প্রত্যেকেই রাজনৈতিক দল করেন। তাঁদের দেওয়া সেই কুপন দিয়ে ভোটাররা টিফিন নিচ্ছেন।

Lok Sabha Election 2024: সেলিম খেলেন তরমুজ! খলিলুর খেলেন রুটি, ভোটের দিনে নজর খাবারেও

মঙ্গলবার লোকসভা নির্বাচন চলছে গোটা দেশজুড়ে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুরেও চলছে লোকসভার নির্বাচন পর্ব।তবে লোকসভা নির্বাচনের সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভার বিভিন্ন এলাকা।
মঙ্গলবার লোকসভা নির্বাচন চলছে গোটা দেশজুড়ে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুরেও চলছে লোকসভার নির্বাচন পর্ব।তবে লোকসভা নির্বাচনের সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভার বিভিন্ন এলাকা।
এবার সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরতে দেখা যায় সেলিমকে। কোথাও ভুয়ো এজেন্ট ধরা, আবার বিভিন্ন সময়তে সেলিমকে দেখা যায় অন্য ভূমিকাতে। আর মঙ্গলবার দুপুরে দেখা গেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমকে তরমুজ খেতে।
এবার সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরতে দেখা যায় সেলিমকে। কোথাও ভুয়ো এজেন্ট ধরা, আবার বিভিন্ন সময়তে সেলিমকে দেখা যায় অন্য ভূমিকাতে। আর মঙ্গলবার দুপুরে দেখা গেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমকে তরমুজ খেতে।
মঙ্গলবার সকাল থেকেই ভোটের অশান্তি মিটিয়ে দুপুরে ডোমকলে লাল তরমুজে স্বস্তির কামড় দিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। সেলিম বলেন, লাল শান্তি দেয় এবং সবুজ লালের মিশ্রন বেশ ভালোই।
মঙ্গলবার সকাল থেকেই ভোটের অশান্তি মিটিয়ে দুপুরে ডোমকলে লাল তরমুজে স্বস্তির কামড় দিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। সেলিম বলেন, লাল শান্তি দেয় এবং সবুজ লালের মিশ্রন বেশ ভালই।
অন্যদিকে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন তিনিও বিশ্রাম নিয়ে দই খেলেন। গরমে নিজের শরীরকে সুস্থ রাখতে দই খাওয়া উপকারী বলছেন কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন।
অন্য দিকে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন তিনিও বিশ্রাম নিয়ে দই খেলেন। গরমে নিজের শরীরকে সুস্থ রাখতে দই খাওয়া উপকারী বলছেন কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন।
মঙ্গলবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব চলছে তৃতীয় দফাতে। আর তৃতীয় দফায় বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি হলেও গরমকে উপেক্ষা করেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব চলছে তৃতীয় দফাতে। আর তৃতীয় দফায় বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি হলেও গরমকে উপেক্ষা করেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার দুপুরে দিনভর ছোটাছুটির শেষে আহার সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। তিনি খান স্যালাড,রুটি, আলুভাজা আর টক দই।
মঙ্গলবার দুপুরে দিনভর ছোটাছুটির শেষে আহার সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। তিনি খান স্যালাড,রুটি, আলুভাজা আর টক দই।

Lok Sabha Election 2024: রাত পোহালেই ভোট এই লোকসভায়! জানুন বিস্তারিত ‘নজরে জঙ্গিপুর’

মুর্শিদাবাদ: জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা। খড়গ্রাম, নবগ্রাম, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, সাগরদিঘী, লালগোলা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সমস্ত বিধানসভা বর্তমানে শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। গত এক বছর আগে সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসের দলীয় প্রতীক চিহ্নে বাইরণ বিশ্বাস জয়ী হন। তবে, কয়েক মাসের মধ্যেই হাত বদল করেই ঘাস ফুল শিবিরে নাম লেখান। ফলে সাতটি আসন দখলে এখন তৃণমূলের।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

আরও পড়ুনঃ অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 

গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তৃণমূল দখল করে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। জয়ী হন খলিলুর রহমান। একদা বিড়ি শিল্পপতি খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর পরেই তাঁকে প্রার্থী করে। যদিও এই আসন একটা সময় ছিল বাম ও কংগ্রেসের দখলে।  বিদায়ী প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই পরপর দু’বার জয়ী হয়। যদিও ইউপিএ সরকারের আমলে গুরুত্বপূর্ণ দেশের মন্ত্রীত্ব ছিলেন। ছিলেন বিদেশমন্ত্রী থেকে অর্থ মন্ত্রী এমনকি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে। তবে তার পুত্র লোকসভা উপনির্বাচনে ও ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সাংসদ হন। তবে ২০১৯ সালে এই আসন দখল নেই তৃণমূল কংগ্রেস।

একদা বিড়ি শ্রমিক ও ভাঙন কবলিত এলাকা হিসেবেই পরিচিত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। তবে সেই ভাবে গড়ে ওঠেনি শিল্প, ফলে এখানকার বহু মানুষকে পরিযায়ী শ্রমিকের কাজে রওনা দিতে হয় ভীন রাজ্যে বা ভীন দেশে। সেই কাজে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে শ্রমিকদের কখনও বা দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। তবে আতঙ্ক গ্রাস করেই কাজ করতে হয় পরিযায়ী শ্রমিকদের। এবছর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ১৮৫১। পুরুষ ভোটার সংখ্যা ৯লক্ষ ১৬ হাজার ৯১৮ জন। মহিলা ভোটার সংখ্যা ৮ লক্ষ ৮৭ হাজার ৮২৪জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৩। মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৪হাজার ৭৬৫জন। জঙ্গিপুর কেন্দ্রে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণ হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ১৮৫১ টি বুথে ভোটগ্রহণ হবে। যার মধ্যে চারটি অক্সিলারি বুথ রয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ৪২৪টি বুথ স্পর্শ কাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে এই লোকসভা কেন্দ্রে এবছর লড়াই করছেন ১৪জন প্রার্থী। তার মধ্যে নির্দল রয়েছেন পাঁচজন নির্দল প্রার্থী। দলীয় প্রতিক চিহ্নে লড়াই করছেন ৯জন প্রার্থী। তার মধ্যে তৃণমূলের রয়েছেন খলিলুর রহমান, বিজেপির ধনঞ্জয় ঘোষ, বাম ও কংগ্রেস জোট প্রার্থী মর্তুজা হোসেন, আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাস। তবে শেষ হাসি কে হাসবে তা ৪ঠা জুন বোঝা যাবে।

কৌশিক অধিকারী

Murshidabad News: এবার থেকে রবীন্দ্রজয়ন্তী পালন করবে সিপিআইএম! জানালেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

মুর্শিদাবাদ: আগামী ২৫বৈশাখ ৮মে বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই এবার প্রথম বামফ্রন্ট ও সিপিআইএম যৌথ সিদ্ধান্ত নিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার। বহরমপুরে জেলা সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন সিপিআইএম রাজ্যে সম্পাদক মহম্মদ সেলিম।

মহম্মদ সেলিমজানিয়েছেন,”আমরা সিপিআইএম ও বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয়ভাবে এবছর প্রথম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হবে। সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমস্ত জেলা ও অঞ্চলে একই সঙ্গে এই কর্মসূচি পালন করা হবে। ৭তারিখ নির্বাচন শেষ হবে, ৮মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হবে রাজ্যজুড়েই।”

মহম্মদ সেলিম তিনি এও জানান,”রবীন্দ্রনাথ ঠাকুর এই ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। জাতীয়তাবাদের নামে উগ্র জাতীয়তাবাদকে ঘৃণা করেছেন এবং বাংলা সংস্কৃতির কথা বারবার বলেছেন। আমাদের পরিবেশকে রাজনৈতিক সামাজিক ও প্রাকৃতিক পুনরুদ্ধার করতে হবে। তাই মিলন ধর্মী সমাজ আধারে তৈরি করা প্রয়োজন এবং সংস্কৃতিকে আমাদের নতুন করে সেচ দিতে হবে।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে এটাই ভারতের সেরা ১১! প্রথম দলে একাধিক মহাচমক? জানুন বিস্তারিত

শেষে সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, এই সব কিছুর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে হবে। আর নদীগুলোকে বাঁচাতে হবে। তাই আমাদের এই বছর প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

কৌশিক অধিকারী

Vegetable Cultivation: মাঠেই শুকিয়ে যাচ্ছে সবজি! গরম বাড়ায় চাষির পেটে কিল

মুর্শিদাবাদ: তীব্র গরমে পুড়ছে বাংলা। এবার বৈশাখে কালবৈশাখীর দেখা নেই। উল্টে সূর্যের তীব্র তাপে চারদিক যেন ঝলসে যাচ্ছে। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এর বিরূপ প্রভাব পড়েছে চাষাবাদেও। ফলে মাথায় হাত সবজি চাষিদের।

বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির দেখা নেই। ফলে মারাত্বক সঙ্কটে পড়েছেন হরিহরপাড়ার দস্তুরপাড়া, শ্রীহরিপুর, হোসেনপুর মাদারতলা রায়পুর সহ বিভিন্ন এলাকার সবজি চাষিরা। গরমে ঝলসে মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে সবজি।

আর‌ও পড়ুন: একটা বনসাইয়ের দাম ১০ লক্ষ টাকা! বাংলাতেই আছে সেই বিরল বাগান

কৃষকরা জানান, বৃষ্টি না হওয়ার কারণে পটল, বেগুন, করলা, লঙ্কা, শসা সহ বিভিন্ন সবজি গাছ জমিতেই শুকিয়ে যাচ্ছে। এর জন্য সরকারি সাহায্যের আরজি জানান চাষিরা। কৃষকরা এও জানান, এত বেশি তাপমাত্রা মুর্শিদাবাদ জেলাতে আগে কোনওদিন লক্ষ্য করা যায়নি। এবার তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে সেলসিয়াসেও পৌঁছে গিয়েছিল। এর ফলে পটল, ঝিঙে, করলার মত সমস্ত সবজি মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে ফসল তুলতে পারছেন না কৃষকরা। তীব্র তাপদাহে বার বার জল দিলেও মাটি শুকিয়ে ফুটিফাটা হয়ে গিয়েছে। প্রচন্ড গরমে খাল, নদী, নালা শুকিয়ে যাওয়ায় সেচের জন্য পর্যাপ্ত জলও পাওয়া যাচ্ছে না

চাষিদের পাশাপাশি চিন্তায় পড়ছে জেলা কৃষি এবং উদ্যাণ পালন দফতরও। রাজ্য থেকে জেলার কৃষি কর্তারা সকলেই মানছেন, তীব্র দাবদাহে ক্ষতির একটা আশঙ্কা তো থাকেই। জেলায় গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ চড়েছে ভালোই। ৪১-৪২-৪৩ ডিগ্রির নিচে তাপমাত্রা নামছে না। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্যাণ পালন দফতরের এক কর্তা বলেন, সবজি চাষ এত তাপমাত্রার জন্য ক্ষতি হবে এটা খুব স্বাভাবিক।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: ৬০০ বুথ স্পর্শকাতর! তৃতীয় দফার সব নজর যে জেলায়, সেখানেই বিশেষ পদক্ষেপ কমিশনের

মুর্শিদাবাদ: রাত পোহালেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন। এবছর এই নির্বাচনে ত্রিমুখী লড়াই। একদিকে বাম ও কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম, ঘাস ফুলের হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

অন্যদিকে, পদ্ম শিবির আস্থা রেখেছে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার ওপরেই। তবে কলকাতা থেকে সোজা মুর্শিদাবাদ এসে পথে প্রচারে নামলেন মহম্মদ সেলিম। তবে জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির এমনকি ঘাস ফুলও।

মুর্শিদাবাদ লোকসভাতে মোট বুথের সংখ্যা ১৯৩৮ । পুরুষ ভোটার সংখ্যা ৮, ৬২, ১৭৭ । মহিলা ভোটার সংখ্যা ৯, ২৫, ৮৮৬ । তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২৮জন। মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ০৯১ জন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ১১৪ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ১৯৩৮ টি বুথে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে দাপুটে নেত্রী! কত সম্পত্তির মালিক বিজেপির লকেট চট্টোপাধ‍্যায়? রচনার প্রতিদ্বন্দ্বীর আয় জানলে অবাক হবেন

যার মধ্যে চারটি অক্সিলারি বুথ রয়েছে। মুর্শিদাবাদ লোকসভাতে ৬০০ টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা মুলত সাতটি লোকসভা নিয়ে গঠিত। একদা নবাবের শহর মুর্শিদাবাদ। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা।

যার মধ্যে মুর্শিদাবাদ, ভগবানগোলা, হরিহরপাড়া, রানীনগর, জলঙ্গি, ডোমকল ও নদীয়া জেলার করিমপুর নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ বিধানসভা একমাত্র গেরুয়া শিবির বিজেপির দখলে থাকলেও বাকি ছ’টা আসন রয়েছে ঘাস ফুল শাসক দলের। তবে পদ্মা নদীর তীরে অবস্থিত জলঙ্গি হলেও এখনও চর এলাকায় বসবাস করেন এখানের ভোটাররা।

তবে আগে যতবার নির্বাচন হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে উত্তপ্ত হয়েছে একাধিকবার নির্বাচনে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল মহকুমা জুড়ে একদিনে বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে বোমা, এমনকি বোমা তৈরির মশলা। তবে নির্বাচনের দিনে অশান্তির আশঙ্কা থেকেই একাধিক জায়গায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত থাকলেও ২০১৪ সালে বামেদের দখলে আসে এই লোকসভা কেন্দ্র। পরে ২০১৯ সালে তৃণমূলের আবু তাহের খান হন বিধায়ক। তবে এবছর ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। ইতিমধ্যেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার ওসিকে বদল করা হয়েছে। নতুন ওসি নিয়োগ করে নির্বাচন কমিশন। যদিও শান্তিপূর্ণ নির্বিঘ্নে নির্বাচন হোক চাইছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা।

কৌশিক অধিকারী