শিল্পীরা সাজতে ব্যস্ত

Nadia News: চৈত্র মাসেই পথে দেখা মেলে শিব, পার্বতী, নারদমুনিদের! বিলুপ্তপ্রায় বহুরূপী শিল্প ধরে রেখেছেন এঁরা

চাপড়া: চলছে চৈত্র মাস। চৈত্র মাস মানেই গাজন উৎসবে মেতে ওঠেন একাধিক ভক্তরা। এই সময় শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে বিভিন্ন সন্ন্যাসীরা থাকেন উপোস করে। গাজন উৎসব কে ঘিরে বিভিন্ন রীতিনীতি প্রথা জড়িয়ে রয়েছে। আর এই গাজন উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হল বহুরূপী। বিভিন্ন শিল্পীরা শিব পার্বতী কালী ইত্যাদি ঠাকুরের বেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করেন ভিক্ষাবৃত্তি। এটি অনেক জায়গার রীতিনীতি হিসেবে প্রচলিত রয়েছে এখনও। আর সেই দৃশ্যই ফুটে উঠল নদিয়ার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: মাউসের এক ক্লিকেই সোজা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি!

এখনও বছর ঘুরলে ঐতিহ্যকে ধরে রেখেছে এই বহুরূপী শিল্পীরা। কেউ সেজেছে নারদ মুনি, কেউ সেজেছেন শিব, আবার কেউ বা সেজেছেন পার্বতী। চৈত্র মাস এলেই ভোলে বাবার পুজো উপলক্ষে নদিয়ার চাপড়া থানার বাসিন্দারা বহুরূপী সেজে দোকানে দোকানে পুজো উপলক্ষে ঘুরছেন ভিক্ষাবৃত্তি করতে। ভোলেবাবা পুজো উপলক্ষে বহুরূপী সেজে আনন্দ দিচ্ছেন মানুষকে। পাশাপাশি পুজোর উপলক্ষে করছেন ভিক্ষাবৃত্তি।

আরও পড়ুন: ঠাকুরনগরের কামনা সাগরে ডুব দিলেই এখন উঠছে টাকা, দিনভর ঝাঁপাচ্ছে যুবকেরা

জানা যায় তারা সারা বছরই চাষবাস করে জীবিকা নির্ভর করেন। কিন্তু বছর ঘুরতেই এই মাসটির অপেক্ষা করে থাকেন এই চাপড়া থানার এলাকার বহুরূপী সাজ শিল্পীরা। তবে শিল্পীরা জানান এই শিল্প প্রায় ধ্বংসের মুখেই, কিন্তু তারা নিয়ম করে এখনও ময়দানে নেমে পড়েছেন বহুরূপী শিল্পীরা। তবে এখনও পুরনো পরম্পরা ও প্রথাকে বহু কষ্টেই ধরে রেখেছেন তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই আজও চৈত্র মাস এলে পরে পাড়ার অলিতে গলিতে বিভিন্ন দোকানে কিংবা বাড়িতে আমরা আজও অপেক্ষা করে থাকি শিব, পার্বতী কিংবা নারদ মুনির।

Mainak Debnath