অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যায়। যে কোনও শুভ কাজও করতে পারেন যে কেউ। কিন্তু এ বছর অর্থাৎ ২০২৪ সালের ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের মতো শুভ কাজ করতে নিষেধ করছেন শাস্ত্রজ্ঞরা।

Akshaya Tritiya 2024: এ বছর অক্ষয় তৃতীয়া কবে? সেই পুণ্যদিনে সোনা কেনার শুভ মুহূর্ত কখন? জানুন

আসছে পয়লা বৈশাখ৷ বাংলা বছরের প্রথম মাসেই আসে এক শুভ অনুষ্ঠান, অক্ষয় তৃতীয়া৷ বলা হয়, এই তিথিতে কোনও শুভ কাজ করলে তার ফললাভ অক্ষয় হয়৷
আসছে পয়লা বৈশাখ৷ বাংলা বছরের প্রথম মাসেই আসে এক শুভ অনুষ্ঠান, অক্ষয় তৃতীয়া৷ বলা হয়, এই তিথিতে কোনও শুভ কাজ করলে তার ফললাভ অক্ষয় হয়৷

 

এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ১০ মে, শুক্রবার৷ সেদিন অক্ষয় তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে৷
এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ১০ মে, শুক্রবার৷ সেদিন অক্ষয় তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে৷

 

১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷
১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷

 

অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷
অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷

 

বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়ায় পালিত হয় এই শুভ তিথি৷ এই তিথি জীবনে সৌভাগ্য ও সাফল্য আনে৷
বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়ায় পালিত হয় এই শুভ তিথি৷ এই তিথি জীবনে সৌভাগ্য ও সাফল্য আনে৷

 

এই তিথিতে সোনা কেনা অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়৷
এই তিথিতে সোনা কেনা অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়৷

 

বৈশাখমাসের অক্ষয় তৃতীয়া পালিত হয় পরশুরাম জয়ন্তী হিসেবেও৷
বৈশাখমাসের অক্ষয় তৃতীয়া পালিত হয় পরশুরাম জয়ন্তী হিসেবেও৷

 

অক্ষয় তৃতীয়া তিথিতে পুজোর শুভ মুহূর্ত ভোর ৫.৪৫ থেকে দুপুর ১২.০৫ পর্যন্ত৷
অক্ষয় তৃতীয়া তিথিতে পুজোর শুভ মুহূর্ত ভোর ৫.৪৫ থেকে দুপুর ১২.০৫ পর্যন্ত৷