Tag Archives: Akshaya Tritiya 2024

Akshaya Tritiya Rituals: অক্ষয় তৃতীয়ার রাতে ১ চামচ নুন ও ৩ টে লবঙ্গ দিয়ে করুন এই কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদে টাকার অভাব হবে না কোনওদিন

শুক্রবার, ১০ মে পালিত হল চলতি বছরের অক্ষয় তৃতীয়া৷ সনাতনী মতে বিশ্বাস করা হয় এই তিথিতে যে কাজ করা হয়, তার পুণ্যফল শাশ্বত ও অক্ষয় হয়ে থাকে জীবনভর৷
শুক্রবার, ১০ মে পালিত হল চলতি বছরের অক্ষয় তৃতীয়া৷ সনাতনী মতে বিশ্বাস করা হয় এই তিথিতে যে কাজ করা হয়, তার পুণ্যফল শাশ্বত ও অক্ষয় হয়ে থাকে জীবনভর৷

 

এই দিনে শুভক্ষণ মেনে করা হয় হালখাতা৷ কেনা হয় সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু৷ কিন্তু জানেন কি শুধু দিনের বেলা নয়৷ অক্ষয় তৃতীয়া তিথির রাতেও পালনীয় কিছু রীতিনীতি আছে৷
এই দিনে শুভক্ষণ মেনে করা হয় হালখাতা৷ কেনা হয় সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু৷ কিন্তু জানেন কি শুধু দিনের বেলা নয়৷ অক্ষয় তৃতীয়া তিথির রাতেও পালনীয় কিছু রীতিনীতি আছে৷

 

মনে করা হয় এই তিথির রাতে এই টোটকাগুলি পালন করলে জীবনভর অর্থাভাব হয় না৷ টের পাওয়া যায় না অভাব৷ মা লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র শর্মা৷
মনে করা হয় এই তিথির রাতে এই টোটকাগুলি পালন করলে জীবনভর অর্থাভাব হয় না৷ টের পাওয়া যায় না অভাব৷ মা লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র শর্মা৷

 

এই তিথির রাতে একটি কাচের গ্লাসে গঙ্গাজল নিয়ে তাতে মেশান ১ চামচ শুদ্ধ নুন৷ রান্নাঘরে ব্যবহৃত নুন নেবেন না৷ এ বার লালকাপড়ে গ্লাসের মুখবন্ধ করে রেখে দিন ঘরের ঈশান কোণে৷
এই তিথির রাতে একটি কাচের গ্লাসে গঙ্গাজল নিয়ে তাতে মেশান ১ চামচ শুদ্ধ নুন৷ রান্নাঘরে ব্যবহৃত নুন নেবেন না৷ এ বার লালকাপড়ে গ্লাসের মুখবন্ধ করে রেখে দিন ঘরের ঈশান কোণে৷

 

মনে করা হয় এর ফলে সংসার থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সংসারে আসে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সঙ্গতি৷ বিভিন্ন দিক থেকে অর্থাগমের পথ সুগম হবে৷
মনে করা হয় এর ফলে সংসার থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সংসারে আসে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সঙ্গতি৷ বিভিন্ন দিক থেকে অর্থাগমের পথ সুগম হবে৷

 

অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে পুজো করে তাঁর চরণে নিবেদন করুন ১ টি ১ টাকার কয়েন ও ৩ টি লবঙ্গ৷ এর পর তাঁর চরণে মনস্কামনা নিবেদন করুন৷
অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে পুজো করে তাঁর চরণে নিবেদন করুন ১ টি ১ টাকার কয়েন ও ৩ টি লবঙ্গ৷ এর পর তাঁর চরণে মনস্কামনা নিবেদন করুন৷

 

এর পর ওই লবঙ্গ খুব গোপনে রেখে দিন নুনের কৌটোয়৷ এবং কয়েন রাখুন আলমারির লকারে৷ এতে আপনার দুর্ভাগ্য পরিবর্তিত হবে সৌভাগ্যে৷ তবে খেয়াল রাখবেন এই কাজ করার সময় যেন কেউ আপনাকে না দেখে৷
এর পর ওই লবঙ্গ খুব গোপনে রেখে দিন নুনের কৌটোয়৷ এবং কয়েন রাখুন আলমারির লকারে৷ এতে আপনার দুর্ভাগ্য পরিবর্তিত হবে সৌভাগ্যে৷ তবে খেয়াল রাখবেন এই কাজ করার সময় যেন কেউ আপনাকে না দেখে৷

 

অক্ষয় তৃতীয়ার রাতে এই কাজগুলি করলে ধনসম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস৷ আপনার ওয়ালেট কোনওদিন শূন্য হবে না৷ মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকবে আপনার সঙ্গী হয়ে৷
অক্ষয় তৃতীয়ার রাতে এই কাজগুলি করলে ধনসম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস৷ আপনার ওয়ালেট কোনওদিন শূন্য হবে না৷ মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকবে আপনার সঙ্গী হয়ে৷

Herbal Spices: আর ক্যান্সারের ভয় নেই, অক্ষয় তৃতীয়া থেকে মিলছে খাঁটি মশলা-ছাতু

নদিয়া: বাজারে এখন বিভিন্ন ভেজাল মশলার রমরমা। সেসব দেদার বিক্রিও হচ্ছে। তেমনই সময় সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সম্পূর্ণ ভেজালবিহীন পুরনো আমলের পদ্ধতিতে আটা-ছাতু-মশলা তৈরি করছে কৃষ্ণনগরের দম্পতি।

যাঁতায় ভাঙানো ছোলার ছাতু, বেসন, আটা, হলুদ গুঁড়ো ইত্যাদি খাঁটি জিনিস পাওয়ার সুযোগ করে দিয়েছে কৃষ্ণনগরের এই দম্পতি। সম্প্রতি একটি রিপোর্টে দেখা গিয়েছে, ভারতের দুটি নামি মশলা তৈরি সংস্থাকে বিদেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ তাদের বেশকিছু মশলায় নাকি ক্যান্সার হতে পারে এমন উপাদান পাওয়া গিয়েছে!

আরও পড়ুন: লাইন বাঁচাতে হাতি চলাচলের রাস্তায় বোল্ডারের স্তূপ রেলের! লোকালয়ে হামলার আশঙ্কা

এই খবর প্রকাশিত হওয়া মাত্রই আতঙ্কে ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই সমস্ত ভাবনাকে মাথায় রেখেই কৃষ্ণনগরের এই দম্পতি অক্ষয় তৃতীয়ার দিন শুরু করলেন তাঁদের এই নতুন উদ্যোগ। সম্পূর্ণ ভেজালবিহীন উপায়ে ‌যাঁতায় ভাঙানো হচ্ছে ছোলা। তার থেকে বের করা হচ্ছে ছাতু। এভাবেই বেসন আটা, হলুদ গুঁড়ো সহ একাধিক মশলা তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি মশলাই ভেজালবিহীন এবং সম্পূর্ণ প্রাচীন উপায়ে ভাঙানোর ফলে এই মশলাগুলি থেকে শারীরের কোনও ক্ষতি হচ্ছে না।

মৈনাক দেবনাথ

Akshaya Tritiya 2024: ১০০ বছর পর দুর্লভ শুভ যোগ! অক্ষয় তৃতীয়ায় ভাগ্য খুলবে ৬ রাশির, মা লক্ষ্মীর কৃপায় দু-হাত ভরে আসবে ধন-সম্পদ, চাকরি-ব্যবসায় বিরাট উন্নতি

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এই বছর ১০ মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে৷
যা কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে এনেছে।
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এই বছর ১০ মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে৷ যা কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে এনেছে।
 এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয়ার দিনে শুক্রাদিত্য যোগও তৈরি হচ্ছে। কোন কোন রাশির জাতকরা এই দিনে বিশেষ সুবিধা পাবেন৷ জেনে নিন ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরের কাছ থেকে ।
এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয়ার দিনে শুক্রাদিত্য যোগও তৈরি হচ্ছে। কোন কোন রাশির জাতকরা এই দিনে বিশেষ সুবিধা পাবেন৷ জেনে নিন ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরের কাছ থেকে ।
অক্ষয় তৃতীয়ার দিনে জপ, তপস্যা, দান করলে ভাল ফল পাওয়া যায়। এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। তবে, কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ করতে নেই। এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসে।
অক্ষয় তৃতীয়ার দিনে জপ, তপস্যা, দান করলে ভাল ফল পাওয়া যায়। এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। তবে, কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ করতে নেই। এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসে।
মেষ রাশি: অক্ষয় তৃতীয়ার দিন মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ দিন হতে চলেছে। এই দিনে মেষ রাশির জাতক-জাতিকারা যে কোনও কাজে সাফল্য পাবেন এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলিও সম্পূর্ণ হবে।
মেষ রাশি: অক্ষয় তৃতীয়ার দিন মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ দিন হতে চলেছে। এই দিনে মেষ রাশির জাতক-জাতিকারা যে কোনও কাজে সাফল্য পাবেন এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলিও সম্পূর্ণ হবে।
বৃষ রাশি: অক্ষয় তৃতীয়ার দিনটি এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রতিটি কাজে ভাগ্য তাদের পাশে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও থাকবে।
বৃষ রাশি: অক্ষয় তৃতীয়ার দিনটি এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রতিটি কাজে ভাগ্য তাদের পাশে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও থাকবে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য, অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি জীবনে উন্নতি বয়ে আনবে। শুভ যোগের প্রভাবে আপনি বৈষয়িক সুখ ও সুবিধা পাবেন। বিপুল অর্থলাভের সম্ভাবনাও থাকবে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য, অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি জীবনে উন্নতি বয়ে আনবে। শুভ যোগের প্রভাবে আপনি বৈষয়িক সুখ ও সুবিধা পাবেন। বিপুল অর্থলাভের সম্ভাবনাও থাকবে।
কর্কট রাশি: অক্ষয় তৃতীয়ায় গঠিত শুভ যোগ আপনার আয় বৃদ্ধি করবে বলে মনে করা হয় এবং আপনি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন। অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ হবে এবং ভবিষ্যতে আরও ভাল রিটার্ন পাবেন। আপনার বাড়িতে নতুন সদস্য আসতে পারে।
কর্কট রাশি: অক্ষয় তৃতীয়ায় গঠিত শুভ যোগ আপনার আয় বৃদ্ধি করবে বলে মনে করা হয় এবং আপনি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন। অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ হবে এবং ভবিষ্যতে আরও ভাল রিটার্ন পাবেন। আপনার বাড়িতে নতুন সদস্য আসতে পারে।
তুলা রাশি: এবার অক্ষয় তৃতীয়ায় তুলা রাশির জাতকদের জন্য শুভ যোগ তৈরি হচ্ছে, যার ফলে তাদের আয়ের উৎস বাড়বে এবং তারা জীবনে সমৃদ্ধি ও শান্তি পাবেন। এর পাশাপাশি আপনার সামাজিক প্রতিপত্তিও বাড়বে।
তুলা রাশি: এবার অক্ষয় তৃতীয়ায় তুলা রাশির জাতকদের জন্য শুভ যোগ তৈরি হচ্ছে, যার ফলে তাদের আয়ের উৎস বাড়বে এবং তারা জীবনে সমৃদ্ধি ও শান্তি পাবেন। এর পাশাপাশি আপনার সামাজিক প্রতিপত্তিও বাড়বে।
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্যও এই দিনটি খুব বিশেষ হতে চলেছে। অক্ষয় তৃতীয়ার পর ধনু রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনার পকেট পূর্ণ হবে এবং ব্যবসায়ীরা প্রচুর উপার্জন করবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং সুখ বাড়বে।
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্যও এই দিনটি খুব বিশেষ হতে চলেছে। অক্ষয় তৃতীয়ার পর ধনু রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনার পকেট পূর্ণ হবে এবং ব্যবসায়ীরা প্রচুর উপার্জন করবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং সুখ বাড়বে।

Akshaya Tritiya 2024: ১ টাকাও খরচ হবে না…! কিনতে হবে না সোনা-রূপোও, ‘এই’ কাজ করলেই দু-হাত ভরে আসবে প্রচুর টাকা, অক্ষয় তৃতীয়ায় বিরাট অলৌকিক ঘটনা!

হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এইবছরে ১০ মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে৷ প্রায় ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী যোগ এবং ধন যোগ গঠিত হচ্ছে।
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এইবছরে ১০ মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে৷ প্রায় ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী যোগ এবং ধন যোগ গঠিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজই করা হোক না কেন খুব ফলদায়ক হয়। এছাড়াও, অক্ষয় তৃতীয়ার অর্থ অসীম অর্থাৎ যার কোনও শেষ নেই, তাই এই দিনে নেওয়া কোনও জিনিস শেষ হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে আবুজ মুহুর্তা রয়েছে, অর্থাৎ এই দিনে আপনি যে কোনও শুভ কাজ করতে পারেন, যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।
দীর্ঘদিন ধরে এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজই করা হোক না কেন খুব ফলদায়ক হয়। এছাড়াও, অক্ষয় তৃতীয়ার অর্থ অসীম অর্থাৎ যার কোনও শেষ নেই, তাই এই দিনে নেওয়া কোনও জিনিস শেষ হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে আবুজ মুহুর্তা রয়েছে, অর্থাৎ এই দিনে আপনি যে কোনও শুভ কাজ করতে পারেন, যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।
কথিত আছে যে কেউ যদি এই দিনে তার বাড়িতে একটি তুলসী গাছ লাগান তবে তিনি অসীম সুখ পান। বাড়ি থেকে দারিদ্র্য চলে যায়। এই দিনে তুলসী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়।
কথিত আছে যে কেউ যদি এই দিনে তার বাড়িতে একটি তুলসী গাছ লাগান তবে তিনি অসীম সুখ পান। বাড়ি থেকে দারিদ্র্য চলে যায়। এই দিনে তুলসী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষী অলোক পান্ড্য জানিয়েছেন, অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী গাছ লাগালে বিপুল সুখ পাওয়া যায়। বাড়িতে এটি স্থাপন করা খুবই উপকারী বলে মনে করা হয়। জেনে নিন, কীভাবে তুলসী গাছ লাগাবেন, যাতে আপনি পরিপূর্ণ ফল পেতে পারেন।
জ্যোতিষী অলোক পান্ড্য জানিয়েছেন, অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী গাছ লাগালে বিপুল সুখ পাওয়া যায়। বাড়িতে এটি স্থাপন করা খুবই উপকারী বলে মনে করা হয়। জেনে নিন, কীভাবে তুলসী গাছ লাগাবেন, যাতে আপনি পরিপূর্ণ ফল পেতে পারেন।
অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহুর্তে জেগে উঠুন। এরপর প্রতিদিনের কাজ থেকে অবসর নিয়ে সূর্যদেবের পূজা করুন। এর পরে, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তাঁর মন্ত্রগুলি উচ্চারণ করুন এবং একটি পাত্রে একটি তুলসী গাছ লাগান। এরপর নিয়ম নিষ্ঠা করে তুলসী মাতার পুজো করুন৷
অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহুর্তে জেগে উঠুন। এরপর প্রতিদিনের কাজ থেকে অবসর নিয়ে সূর্যদেবের পূজা করুন। এর পরে, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তাঁর মন্ত্রগুলি উচ্চারণ করুন এবং একটি পাত্রে একটি তুলসী গাছ লাগান। এরপর নিয়ম নিষ্ঠা করে তুলসী মাতার পুজো করুন৷
এই দিনে আপনার উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। মন্ত্র জপ করার সময় খেয়াল রাখবেন মন্ত্রের উচ্চারণ যেন ভুল না হয়। এছাড়াও প্রতিদিন সকালে তুলসীমাতাকে জল নিবেদন করুন। এতে আপনি অনেক উপকার পাবেন। দু-হাত ভরে উপচে পড়বে ধন-সম্পদ৷ ফুলেফেঁপে উঠবে সংসার৷ (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
এই দিনে আপনার উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। মন্ত্র জপ করার সময় খেয়াল রাখবেন মন্ত্রের উচ্চারণ যেন ভুল না হয়। এছাড়াও প্রতিদিন সকালে তুলসীমাতাকে জল নিবেদন করুন। এতে আপনি অনেক উপকার পাবেন। দু-হাত ভরে উপচে পড়বে ধন-সম্পদ৷ ফুলেফেঁপে উঠবে সংসার৷ (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

Akshaya Tritiya Halkhata Timing: রাত পোহালে অক্ষয় তৃতীয়ার এই সময়ে করুন হালখাতা, এই সময়ে কিনুন সোনা! ব্যবসায় উপচে পড়বে লাভ, জীবনে টের পাবেন না অভাব

রাত পোহালেই, শুক্রবার অক্ষয় তৃতীয়া। বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই শুভ পার্বণ।
রাত পোহালেই, শুক্রবার অক্ষয় তৃতীয়া। বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই শুভ পার্বণ।

 

সনাতনী মতে মনে করা হয়, এই শুভ তিথিতে যা করবেন, তার সুফল অক্ষয় হয়ে থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
সনাতনী মতে মনে করা হয়, এই শুভ তিথিতে যা করবেন, তার সুফল অক্ষয় হয়ে থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

শুক্রবার অক্ষয়তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে।
শুক্রবার অক্ষয়তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে।

 

১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷
১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷

 

অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷
অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷

 

ব্যবসায়ীরা এই তিথিতে হালখাতা করেন। এ বছর হালখাতা করার শুভ সময় সকাল ৭.৩৫ থেকে সকাল ১০.১২ মিনিট।
ব্যবসায়ীরা এই তিথিতে হালখাতা করেন। এ বছর হালখাতা করার শুভ সময় সকাল ৭.৩৫ থেকে সকাল ১০.১২ মিনিট।

 

হালখাতা করার আরও একটি শুভ পর্ব হল দুপুর ১২.৪৮ থেকে দুপুর ২.৩৮ পর্যন্ত।
হালখাতা করার আরও একটি শুভ পর্ব হল দুপুর ১২.৪৮ থেকে দুপুর ২.৩৮ পর্যন্ত।

 

Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ার আগেই বাড়ছে চাপ! অস্তগামী শুক্র-বৃহস্পতি, কপাল পুড়ছে জাতক-জাতিকাদের!

আগামিকাল, ১০ মে অক্ষয় তৃতীয়া। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ‘আবুজ মুহূর্ত’ বলা হয়। অর্থাৎ এই দিনের ক্ষয় নেই। বিবাহ, দীক্ষা, গৃহপ্রবেশ, নতুন দোকান উদ্বোধনের মতো যে কোনও শুভ কাজ করা যায়। এর জন্য পাঁজি দেখতে হয় না।
আগামিকাল, ১০ মে অক্ষয় তৃতীয়া। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ‘আবুজ মুহূর্ত’ বলা হয়। অর্থাৎ এই দিনের ক্ষয় নেই। বিবাহ, দীক্ষা, গৃহপ্রবেশ, নতুন দোকান উদ্বোধনের মতো যে কোনও শুভ কাজ করা যায়। এর জন্য পাঁজি দেখতে হয় না।
‘আবুজ মুহূর্ত’ হওয়ার কারণে শুভ অনুষ্ঠানের জন্য অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নেন। কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের শুভ ক্ষণ নেই। ব্যাপারটা কী? এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন শাস্ত্রজ্ঞরা।
‘আবুজ মুহূর্ত’ হওয়ার কারণে শুভ অনুষ্ঠানের জন্য অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নেন। কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের শুভ ক্ষণ নেই। ব্যাপারটা কী? এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন শাস্ত্রজ্ঞরা।
বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪:১৭ মিনিটে শুরু হবে। তৃতীয়া তিথি শেষ হবে ১১ মে ২০২৪-এর ১১ মে সকাল ০২:৫০ মিনিটে।
বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪:১৭ মিনিটে শুরু হবে। তৃতীয়া তিথি শেষ হবে ১১ মে ২০২৪-এর ১১ মে সকাল ০২:৫০ মিনিটে।
জাঞ্জগীরের পুরাতন সেচ কলোনিতে অবস্থিত দুর্গা মন্দিরের পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ভগবান পরশুরামের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার। এমনটাই বিশ্বাস। তাই অক্ষয় তৃতীয়া পুণ্য দিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দান, পূজা, জপ ও শুভ কর্মের ফল পাওয়া যায়।
জাঞ্জগীরের পুরাতন সেচ কলোনিতে অবস্থিত দুর্গা মন্দিরের পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ভগবান পরশুরামের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার। এমনটাই বিশ্বাস। তাই অক্ষয় তৃতীয়া পুণ্য দিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দান, পূজা, জপ ও শুভ কর্মের ফল পাওয়া যায়।
অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যায়। যে কোনও শুভ কাজও করতে পারেন যে কেউ। কিন্তু এ বছর অর্থাৎ ২০২৪ সালের ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের মতো শুভ কাজ করতে নিষেধ করছেন শাস্ত্রজ্ঞরা।
অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যায়। যে কোনও শুভ কাজও করতে পারেন যে কেউ। কিন্তু এ বছর অর্থাৎ ২০২৪ সালের ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের মতো শুভ কাজ করতে নিষেধ করছেন শাস্ত্রজ্ঞরা।
কারণ ওই দিন বৃহস্পতি এবং শুক্র অস্তে যাচ্ছে, তাই শুভ কাজ নিষিদ্ধ। দীক্ষা, গৃহপ্রবেশ, উপনয়ন, কূপ খনন ইত্যাদি যে কোনও শুভ কাজ করতেই বারণ করা হচ্ছে।
কারণ ওই দিন বৃহস্পতি এবং শুক্র অস্তে যাচ্ছে, তাই শুভ কাজ নিষিদ্ধ। দীক্ষা, গৃহপ্রবেশ, উপনয়ন, কূপ খনন ইত্যাদি যে কোনও শুভ কাজ করতেই বারণ করা হচ্ছে।
অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজ: পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, বৃহস্পতি ও শুক্র অস্তমিত হওয়ার কারণে শুভ কাজের লগ্ন নেই। তবে অক্ষয় তৃতীয়া যেহেতু শুভ দিন, তাই কেউ চাইলে বিয়ে বা গৃহ প্রবেশের মতো কাজ করতে পারেন।
অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজ: পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, বৃহস্পতি ও শুক্র অস্তমিত হওয়ার কারণে শুভ কাজের লগ্ন নেই। তবে অক্ষয় তৃতীয়া যেহেতু শুভ দিন, তাই কেউ চাইলে বিয়ে বা গৃহ প্রবেশের মতো কাজ করতে পারেন।
পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন কলস দান, গুড় দান, চুড়া গুড়ের প্রসাদ বিতরণ করা হয়, এসবও করা যায়। তিনি আরও জানান যে ৭ জুলাইয়ের পর আবার বিয়ের শুভ লগ্ন রয়েছে। কারণ ওই দিন শুক্র পশ্চিমে উদিত হবে। ফলে এর পর যে কোনও শুভ কাজ করা যায়।
পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন কলস দান, গুড় দান, চুড়া গুড়ের প্রসাদ বিতরণ করা হয়, এসবও করা যায়। তিনি আরও জানান যে ৭ জুলাইয়ের পর আবার বিয়ের শুভ লগ্ন রয়েছে। কারণ ওই দিন শুক্র পশ্চিমে উদিত হবে। ফলে এর পর যে কোনও শুভ কাজ করা যায়।

Akshaya Tritiya 2024 Rituals:শুক্রবার অক্ষয় তৃতীয়া! পুণ্যতিথিতে ভুলেও খাবেন না এই খাবারগুলি! অভাবে তছনছ হতে পারে সংসার

আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।
আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।

 

শুধু বৈশাখ মাসই নয়। বছরভরই এই দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে যা করা হয়, তার ফল অক্ষয় হয়ে থাকে।
শুধু বৈশাখ মাসই নয়। বছরভরই এই দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে যা করা হয়, তার ফল অক্ষয় হয়ে থাকে।

 

সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দানধ্যান এবং পুণ্যদীতে স্নান করা খুবই গুরুত্বপ্ূর্ণ।
সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দানধ্যান এবং পুণ্যদীতে স্নান করা খুবই গুরুত্বপ্ূর্ণ।

 

কিছু খাবার এই তিথিতে কখনওই গ্রহণ করা যাবে না। তাহলে সব পুণ্যফল হাতছাড়া হবে। নইলে অর্থাভাবে তছনছ হবে সংসার। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
কিছু খাবার এই তিথিতে কখনওই গ্রহণ করা যাবে না। তাহলে সব পুণ্যফল হাতছাড়া হবে। নইলে অর্থাভাবে তছনছ হবে সংসার। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

এই তিথিতে আমিষ খাবার বা পেঁয়াজ, রসুন, মুসুরডাল গ্রহণ করবেন না।
এই তিথিতে আমিষ খাবার বা পেঁয়াজ, রসুন, মুসুরডাল গ্রহণ করবেন না।

 

ভুলেও মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার এদিন খাবেন না। বাড়িতেও আনবেন না।
ভুলেও মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার এদিন খাবেন না। বাড়িতেও আনবেন না।

 

 কোনও পোড়া খাবার এই তিথিতে খাবেন না। বেগুন পোড়া, টম্যাটো পোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।
কোনও পোড়া খাবার এই তিথিতে খাবেন না। বেগুন পোড়া, টম্যাটো পোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।

 

এই তিথিতে এড়িয়ে চলুন নেশাজাতীয় সব রকম জিনিস।
এই তিথিতে এড়িয়ে চলুন নেশাজাতীয় সব রকম জিনিস।

 

প্রচলিত বিশ্বাস, এই নিয়মগুলি পালন করলে জীবনে ও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। কোনওদিন দারিদ্রে পড়তে হয় না।
প্রচলিত বিশ্বাস, এই নিয়মগুলি পালন করলে জীবনে ও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। কোনওদিন দারিদ্রে পড়তে হয় না।

Akshaya Tritiya 2024: বিরল-কাকতালীয় যোগ! অক্ষয় তৃতীয়ার দিনে করুন ‘এই’ কাজ, জীবনে টাকার বৃষ্টি হবে

*১০ মে শুক্রবার দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া এবং এই দিনে গজকিশোরী যোগ এবং ধনযোগ তৈরি হওয়ার ফলে যে কোনও কাজে সঠিক টোটকা জানলে সেই কাজের ব্যাপক গুরুত্ব লাভ করা যায়।
*১০ মে শুক্রবার দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া এবং এই দিনে গজকিশোরী যোগ এবং ধনযোগ তৈরি হওয়ার ফলে যে কোনও কাজে সঠিক টোটকা জানলে সেই কাজের ব্যাপক গুরুত্ব লাভ করা যায়।
*আগামী ১০ মে (বাংলায় ২৭ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। ১০ মে প্রাতঃ  ৫/৪৪/১১ থেকে ১০ মে  শেষ রা ৪/৪৯/৩৭ পর্যন্ত তৃতীয়া থাকবে। ১০ মে ভোর ০৫.৩৩ থেকে মধ্যরাত ১২.১৮ পর্যন্ত থাকবে সোনা বা রুপো কেনার শুভ সময়।  
*আগামী ১০ মে (বাংলায় ২৭ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। ১০ মে প্রাতঃ  ৫/৪৪/১১ থেকে ১০ মে  শেষ রা ৪/৪৯/৩৭ পর্যন্ত তৃতীয়া থাকবে। ১০ মে ভোর ০৫.৩৩ থেকে মধ্যরাত ১২.১৮ পর্যন্ত থাকবে সোনা বা রুপো কেনার শুভ সময়।
*জ্যোতিষীদের মতে, এবার অক্ষয় তৃতীয়ার দিন একটি বিরল- কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যার কারণে এই পবিত্র দিনের গুরুত্ব আরও বেড়ে যাবে। এবার অক্ষয় তৃতীয়ায় ধনযোগ, গজকেশরী যোগ, শুক্রাদিত্য যোগ, রবি যোগ, শষ যোগ এবং সুকর্ম যোগ গঠিত হবে, যা অত্যন্ত শুভ কাকতালীয় বলে মনে করা হয়।
*জ্যোতিষীদের মতে, এবার অক্ষয় তৃতীয়ার দিন একটি বিরল- কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যার কারণে এই পবিত্র দিনের গুরুত্ব আরও বেড়ে যাবে। এবার অক্ষয় তৃতীয়ায় ধনযোগ, গজকেশরী যোগ, শুক্রাদিত্য যোগ, রবি যোগ, শষ যোগ এবং সুকর্ম যোগ গঠিত হবে, যা অত্যন্ত শুভ কাকতালীয় বলে মনে করা হয়।
*অক্ষয় তৃতীয়ার দিন শনি ষষ্ঠ রাজযোগ সৃষ্টি করবে। মঙ্গল ও বুধের মিলনের ফলে মীন রাশিতে ধনযোগ তৈরি হতে চলেছে। এছাড়া বৃহস্পতি ও চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে, যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে।
*অক্ষয় তৃতীয়ার দিন শনি ষষ্ঠ রাজযোগ সৃষ্টি করবে। মঙ্গল ও বুধের মিলনের ফলে মীন রাশিতে ধনযোগ তৈরি হতে চলেছে। এছাড়া বৃহস্পতি ও চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে, যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে।
*অক্ষয় তৃতীয়ার আলাদাই মাহাত্ম্য। এই পুণ্য তিথিতে হিন্দু ধর্মের বহুকাজ সম্পন্ন হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়ার আলাদাই মাহাত্ম্য। এই পুণ্য তিথিতে হিন্দু ধর্মের বহুকাজ সম্পন্ন হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। প্রতীকী ছবি।
*চলতি বছর অক্ষয় তৃতীয়া ১০ মে। এই দিনে শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস। প্রতীকী ছবি।
*চলতি বছর অক্ষয় তৃতীয়া ১০ মে। এই দিনে শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস। প্রতীকী ছবি।
*হিন্দু ধর্ম মতে, এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এমনও উল্লেখ রয়েছে যে, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ বা পুজো করলে তার ফলও অক্ষয় হবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হবেই হবে। প্রতীকী ছবি।
*হিন্দু ধর্ম মতে, এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এমনও উল্লেখ রয়েছে যে, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ বা পুজো করলে তার ফলও অক্ষয় হবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হবেই হবে। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়ার দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন। এমনকী এই দিনে বিয়ে করা, নতুন বাড়ির উদ্বোধন, জমি-বাড়ি কেনা অথবা নতুন চাকরি গ্রহণ করার মতো শুভ কাজ করা হয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান ও আচার পালন করে স্বর্গ লাভ করা সম্ভব। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়ার দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন। এমনকী এই দিনে বিয়ে করা, নতুন বাড়ির উদ্বোধন, জমি-বাড়ি কেনা অথবা নতুন চাকরি গ্রহণ করার মতো শুভ কাজ করা হয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান ও আচার পালন করে স্বর্গ লাভ করা সম্ভব। প্রতীকী ছবি।
*ফল প্রাপ্তি: হরিদ্বার নিবাসী জ্যোতিষাচার্য শক্তিধর শাস্ত্রী বলেন, অক্ষয় তৃতীয়ার দিনে বৃহস্পতি গ্রহ অস্তমিত হোক বা উদয়ই হোক, তা সত্ত্বেও পূর্বপুরুষদের জন্য দান-ধ্যান, পুজো-পাঠ, জপ-তপ করলে মানুষ হাজার গুণ বেশি ফল লাভ করতে পারেন। অনেক ধর্মীয় গ্রন্থ ও পুরাণে এটি বর্ণিত রয়েছে। প্রতীকী ছবি।
*ফল প্রাপ্তি: হরিদ্বার নিবাসী জ্যোতিষাচার্য শক্তিধর শাস্ত্রী বলেন, অক্ষয় তৃতীয়ার দিনে বৃহস্পতি গ্রহ অস্তমিত হোক বা উদয়ই হোক, তা সত্ত্বেও পূর্বপুরুষদের জন্য দান-ধ্যান, পুজো-পাঠ, জপ-তপ করলে মানুষ হাজার গুণ বেশি ফল লাভ করতে পারেন। অনেক ধর্মীয় গ্রন্থ ও পুরাণে এটি বর্ণিত রয়েছে। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়া হল একটি বিশেষ তিথি, যেখানে পূর্বপুরুষদের জন্য নিয়ম-রীতি পালন করা হয়ে থাকে। সোম প্রদোষ, পিতৃ অমাবস্যা, অক্ষয় তৃতীয়া প্রভৃতি কয়েকটি বিশেষ তিথিতে পূর্বপুরুষদের জন্য কাজ করা হলে দেবতারা তুষ্ট হন। এই সময়ে পিতৃজপ, তপস্যা, দান-ধ্যান, উপাসনা করা হলে মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি ঘটবে। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়া হল একটি বিশেষ তিথি, যেখানে পূর্বপুরুষদের জন্য নিয়ম-রীতি পালন করা হয়ে থাকে। সোম প্রদোষ, পিতৃ অমাবস্যা, অক্ষয় তৃতীয়া প্রভৃতি কয়েকটি বিশেষ তিথিতে পূর্বপুরুষদের জন্য কাজ করা হলে দেবতারা তুষ্ট হন। এই সময়ে পিতৃজপ, তপস্যা, দান-ধ্যান, উপাসনা করা হলে মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি ঘটবে। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়ার গুরুত্ব: শক্তিধর শাস্ত্রীর মতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ায় করা পুণ্যকর্ম কখনওই বিফলে যায় না কিংবা বিনষ্টও হয় না। প্রতীকী ছবি।
*অক্ষয় তৃতীয়ার গুরুত্ব: শক্তিধর শাস্ত্রীর মতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ায় করা পুণ্যকর্ম কখনওই বিফলে যায় না কিংবা বিনষ্টও হয় না। প্রতীকী ছবি।
*অন্য জাগতিক আনন্দের সঙ্গে হাজার গুণ বেশি ফল লাভ হয়। তাই একে অক্ষয় তৃতীয়া বলা হয়। তিনি বলেন, কোনও ব্যক্তির অক্ষয় তৃতীয়ায় করা শুভ কর্মের ফল বিদ্যমান জীবনে এবং পরবর্তী জীবনেও পান। প্রতীকী ছবি।
*অন্য জাগতিক আনন্দের সঙ্গে হাজার গুণ বেশি ফল লাভ হয়। তাই একে অক্ষয় তৃতীয়া বলা হয়। তিনি বলেন, কোনও ব্যক্তির অক্ষয় তৃতীয়ায় করা শুভ কর্মের ফল বিদ্যমান জীবনে এবং পরবর্তী জীবনেও পান। প্রতীকী ছবি।
*অর্থের বর্ষণ: শক্তিধর শাস্ত্রীর বক্তব্য, অক্ষয় তৃতীয়ায় পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মঙ্গল। অক্ষয় তৃতীয়া ১০ মে থেকে ১১ মে স্থায়ী হবে। আর এই সময়ে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে ধন-সম্পদের বর্ষণ হবে। প্রতীকী ছবি।
*অর্থের বর্ষণ: শক্তিধর শাস্ত্রীর বক্তব্য, অক্ষয় তৃতীয়ায় পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মঙ্গল। অক্ষয় তৃতীয়া ১০ মে থেকে ১১ মে স্থায়ী হবে। আর এই সময়ে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে ধন-সম্পদের বর্ষণ হবে। প্রতীকী ছবি।

Akshay Tritiya 2024: ২৩ বছর পর অক্ষয় তৃতীয়ায় যা ঘটছে তা অবিশ্বাস্য! নেই কোনও বিবাহ যোগ, কেন জানেন? বিয়ের শুভ সময় কবে? জানাচ্ছেন জ্যোতিষী

হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে৷ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে  পালিত হয়।  এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে।
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে৷ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে।
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে৷ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে  পালিত হয়।  এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে।
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে৷ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটি বিবাহ বা শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে প্রায় ২৩ বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটছে যা অবিশ্বাস্য৷  এ বছর অক্ষয় তৃতীয়ায় শুক্র ও বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে বিয়ের কোনও শুভ যোগ নেই।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটি বিবাহ বা শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে প্রায় ২৩ বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটছে যা অবিশ্বাস্য৷ এ বছর অক্ষয় তৃতীয়ায় শুক্র ও বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে বিয়ের কোনও শুভ যোগ নেই।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, এই দিনে গয়না কেনার প্রথাও রয়েছে। এছাড়াও, এই দিনে শুভ কাজ করা হয়। কিন্তু ২৩ বছর  এই বছর অক্ষয় তৃতীয়ায় বিয়ের কোনও শুভ সময় নেই।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, এই দিনে গয়না কেনার প্রথাও রয়েছে। এছাড়াও, এই দিনে শুভ কাজ করা হয়। কিন্তু ২৩ বছর এই বছর অক্ষয় তৃতীয়ায় বিয়ের কোনও শুভ সময় নেই।
জ্যোতিষী জানিয়েছেন, জুলাই মাসে, বিবাহের জন্য শুভ সময় ৯, ১১, ১২, ১৩, ১৪ এবং ১৫ তারিখে পড়ছে। এরপর ১৭ জুলাই থেকে শুরু হবে চাতুর্মাস। যা শেষ হবে ১২ নভেম্বর। হিন্দু ধর্মে চাতুর্মাসের পরেই বিয়ে, গৃহ উষ্ণায়ন এবং অন্যান্য শুভ কার্য সম্পন্ন হয়।
জ্যোতিষী জানিয়েছেন, জুলাই মাসে, বিবাহের জন্য শুভ সময় ৯, ১১, ১২, ১৩, ১৪ এবং ১৫ তারিখে পড়ছে। এরপর ১৭ জুলাই থেকে শুরু হবে চাতুর্মাস। যা শেষ হবে ১২ নভেম্বর। হিন্দু ধর্মে চাতুর্মাসের পরেই বিয়ে, গৃহ উষ্ণায়ন এবং অন্যান্য শুভ কার্য সম্পন্ন হয়।

Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ায় বিরল কাকতালীয় যোগ, সোনা-রূপো ছাড়াও কিনুন এই ৫ জিনিস, উপচে পড়বে ধন-সম্পদ, পুণ্য লাভের বিরাট সুযোগ!

হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে  পালিত হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বিস্ময়কর সংমিশ্রণ তৈরি হচ্ছে, যার ফলে বহুগুণ ফল পাওয়া যাবে। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার, ১০ মে৷
হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বিস্ময়কর সংমিশ্রণ তৈরি হচ্ছে, যার ফলে বহুগুণ ফল পাওয়া যাবে। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার, ১০ মে৷
এই দিনটি শুভ হিসাবে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে কোনও শুভ কাজ না দেখেই করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি কাজ করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়।
এই দিনটি শুভ হিসাবে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে কোনও শুভ কাজ না দেখেই করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি কাজ করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপো কেনা খুবই শুভ৷ তবে বর্তমানে সোনার দাম আকাশছোঁয়া সোনা কেনা খুবই চাপের বিষয়৷
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপো কেনা খুবই শুভ৷ তবে বর্তমানে সোনার দাম আকাশছোঁয়া সোনা কেনা খুবই চাপের বিষয়৷
সোনা ও রূপো ছাড়াও এই ৫টি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এটি ধন-সম্পদ বৃদ্ধি করে এবং পরিবারের সদস্যদেরও সমৃদ্ধি আনে। জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিনে কোন ৫টি জিনিস কেনা শুভ৷
সোনা ও রূপো ছাড়াও এই ৫টি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এটি ধন-সম্পদ বৃদ্ধি করে এবং পরিবারের সদস্যদেরও সমৃদ্ধি আনে। জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিনে কোন ৫টি জিনিস কেনা শুভ৷
অক্ষয় তৃতীয়ার দিনে তুলা কেনার বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি কোনও দামী জিনিস কিনতে না পারেন তবে এই দিনে তুলা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে তুলা কিনলে জীবনে শান্তি আসে এবং ধন-সম্পদের ভাল বৃদ্ধি ঘটবে।
অক্ষয় তৃতীয়ার দিনে তুলা কেনার বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি কোনও দামী জিনিস কিনতে না পারেন তবে এই দিনে তুলা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে তুলা কিনলে জীবনে শান্তি আসে এবং ধন-সম্পদের ভাল বৃদ্ধি ঘটবে।
অক্ষয় তৃতীয়ার দিনে শিলা লবণ  কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিলা লবণ  শুক্র, বস্তুগত আরামের অধিপতি এবং চাঁদ, মা এবং মানসিক শান্তির জন্য দায়ী গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই দিনে শিলা লবণ  কিনলে সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু ভুল করেও এই দিনে শিলা লবণ  খাবেন না।
অক্ষয় তৃতীয়ার দিনে শিলা লবণ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিলা লবণ শুক্র, বস্তুগত আরামের অধিপতি এবং চাঁদ, মা এবং মানসিক শান্তির জন্য দায়ী গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই দিনে শিলা লবণ কিনলে সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু ভুল করেও এই দিনে শিলা লবণ খাবেন না।
অক্ষয় তৃতীয়ার দিনে মাটির গুরুত্ব সোনা কেনার সমান। যদি আপনি সোনা ও রূপা কিনতে না পারেন তবে এই দিনে মাটির পাত্র যেমন কলসি, প্রদীপ ইত্যাদি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। এতে করে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের সদস্যদেরও উন্নতি হয়।
অক্ষয় তৃতীয়ার দিনে মাটির গুরুত্ব সোনা কেনার সমান। যদি আপনি সোনা ও রূপা কিনতে না পারেন তবে এই দিনে মাটির পাত্র যেমন কলসি, প্রদীপ ইত্যাদি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। এতে করে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের সদস্যদেরও উন্নতি হয়।
অক্ষয় তৃতীয়ার দিন বার্লি বা হলুদ সর্ষে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে বার্লি বা হলুদ সর্ষে কেনা সোনা ও রৌপ্য কেনার সমতুল্য বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে বার্লি বা হলুদ সর্ষে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
অক্ষয় তৃতীয়ার দিন বার্লি বা হলুদ সর্ষে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে বার্লি বা হলুদ সর্ষে কেনা সোনা ও রৌপ্য কেনার সমতুল্য বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে বার্লি বা হলুদ সর্ষে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
অক্ষয় তৃতীয়ার দিনে বাসনপত্র বা গরু কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে, আপনি তামা বা পিতলের বাসন কিনে বাড়িতে আনতে পারেন, এটি আপনার সম্পদ বৃদ্ধি করে। দেবী লক্ষ্মীর কাছে গরু খুব প্রিয় এবং এই দিনে গরু কিনে লক্ষ্মীর পায়ের কাছে রাখলে অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হয় না।
অক্ষয় তৃতীয়ার দিনে বাসনপত্র বা গরু কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে, আপনি তামা বা পিতলের বাসন কিনে বাড়িতে আনতে পারেন, এটি আপনার সম্পদ বৃদ্ধি করে। দেবী লক্ষ্মীর কাছে গরু খুব প্রিয় এবং এই দিনে গরু কিনে লক্ষ্মীর পায়ের কাছে রাখলে অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হয় না।