দিঘা সমুদ্র সৈকত 

Digha During Holidays: সপ্তাহ শেষের লম্বা ছুটিতে দিঘা? বড় সিদ্ধান্ত প্রশাসনের, যাওয়ার আগে একবার দেখে নিতেই হবে

রাত পোহালেই ইদ। ইদের ছুটিতে ইতিমধ্যে দিঘার হোটেল-রিসোর্টগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। একদিকে ইদের ছুটি অন্যদিকে আবার উইকেন্ড, দুই মিলিয়ে দিঘায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছে প্রশাসন থেকে দিঘার হোটেল ব্যবসায়ীরা।
রাত পোহালেই ইদ। ইদের ছুটিতে ইতিমধ্যে দিঘার হোটেল-রিসোর্টগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। একদিকে ইদের ছুটি অন্যদিকে আবার উইকেন্ড, দুই মিলিয়ে দিঘায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছে প্রশাসন থেকে দিঘার হোটেল ব্যবসায়ীরা।
ইদের ছুটিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস উপচে পড়বে দিঘা সমুদ্র সৈকতে। বৃহস্পতিবার খুশির ঈদ। মাঝে মাত্র একটা দিন তারপর শনি-রবি উইকেন্ড। ফলে একদিকে উইক এন্ডে বাড়তি সঙ্গে পাওনা ইদের লম্বা ছুটি। ঈদের ছুটিতে দিঘা সমুদ্র সৈকতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।
ইদের ছুটিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস উপচে পড়বে দিঘা সমুদ্র সৈকতে। বৃহস্পতিবার খুশির ঈদ। মাঝে মাত্র একটা দিন তারপর শনি-রবি উইকেন্ড। ফলে একদিকে উইক এন্ডে বাড়তি সঙ্গে পাওনা ইদের লম্বা ছুটি। ঈদের ছুটিতে দিঘা সমুদ্র সৈকতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।
শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত সব ঋতুতেই দিঘা তার রূপ-সৌন্দর্য মেলে ধরে। দিঘার এই রুপ সৌন্দর্যে বারবার আকৃষ্ট হন পর্যটকেরা। তাই তো সব ঋতুতেই দিঘা পর্যটকদের কাছে সমান মোহময়ী। মোহময়ী দিঘার রূপে আকর্ষিত হয়ে প্রতি ঋতুতেই পর্যটকের ঢল নামে দিঘায়। যে কোনও উৎসব বা উইকন্ডের ছুটিতে মন্দারমনি, তাজপুর, শংকরপুর, দিঘায় নেমেছে পর্যটকদের ঢল নামে।
শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত সব ঋতুতেই দিঘা তার রূপ-সৌন্দর্য মেলে ধরে। দিঘার এই রুপ সৌন্দর্যে বারবার আকৃষ্ট হন পর্যটকেরা। তাই তো সব ঋতুতেই দিঘা পর্যটকদের কাছে সমান মোহময়ী। মোহময়ী দিঘার রূপে আকর্ষিত হয়ে প্রতি ঋতুতেই পর্যটকের ঢল নামে দিঘায়। যে কোনও উৎসব বা উইকন্ডের ছুটিতে মন্দারমনি, তাজপুর, শংকরপুর, দিঘায় নেমেছে পর্যটকদের ঢল নামে।
ইদেও দিঘা-সহ বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটনগুলিতে পর্যটকদের ঢল নামতে চলেছে তারই পূর্বাভাস মিলেছে হোটেল বুকিংয়ে। সৈকত উপকূলে ইতিমধ্যে হোটেল প্রায় হাউসফুল। আবার বহু হোটেল রয়েছে চার দিনের প্যাকেজও। এই ইদ উৎসব ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন। জোয়ারের সময় সমুদ্রস্নানে বাড়তি সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন। সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ থাকবেন নুলিয়ারা।
ইদেও দিঘা-সহ বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটনগুলিতে পর্যটকদের ঢল নামতে চলেছে তারই পূর্বাভাস মিলেছে হোটেল বুকিংয়ে। সৈকত উপকূলে ইতিমধ্যে হোটেল প্রায় হাউসফুল। আবার বহু হোটেল রয়েছে চার দিনের প্যাকেজও। এই ইদ উৎসব ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন। জোয়ারের সময় সমুদ্রস্নানে বাড়তি সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন। সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ থাকবেন নুলিয়ারা।
ইদের ছুটি উপলক্ষে দিঘা সমুদ্র সৈকতে প্রশাসনিক নজরদারির বিষয়ে কাঁথির মহকুমা শাসক তথা দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক শৌভিক ভট্টাচার্য জানান, 'প্রতিটি উৎসবে বা ছুটির মরশুমে দিঘা বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় উপচে পড়া ভিড়কে উপলক্ষ করে। ইদের ছুটিতে তার অন্যথা হবে না। সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ নুলিয়ারা থাকবে। পর্যটকদের বজ্রপাত সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি জোয়ারের সময় সমুদ্রস্নানে কড়া নজরদারি চলবে। সব মিলিয়ে ঈদের ছুটি উপলক্ষে দিঘায় সতর্ক রয়েছে প্রশাসন।'
ইদের ছুটি উপলক্ষে দিঘা সমুদ্র সৈকতে প্রশাসনিক নজরদারির বিষয়ে কাঁথির মহকুমা শাসক তথা দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক শৌভিক ভট্টাচার্য জানান, ‘প্রতিটি উৎসবে বা ছুটির মরশুমে দিঘা বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় উপচে পড়া ভিড়কে উপলক্ষ করে। ইদের ছুটিতে তার অন্যথা হবে না। সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ নুলিয়ারা থাকবে। পর্যটকদের বজ্রপাত সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি জোয়ারের সময় সমুদ্রস্নানে কড়া নজরদারি চলবে। সব মিলিয়ে ঈদের ছুটি উপলক্ষে দিঘায় সতর্ক রয়েছে প্রশাসন।’
দিন দিন দিঘায় পর্যটক এর উপচে পড়ছে ভিড় প্রতিটি উৎসবে। ভ্রমণ প্রিয় বাঙালির অন্যতম এই পর্যটনকেন্দ্র নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় হয়ে উঠেছে আরও মোহময়ী। মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির সাজানো-গোছানো পার্ক সব মিলিয়ে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। তাই ছুটির দিন বা উইকেন্ডে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে।
দিন দিন দিঘায় পর্যটক এর উপচে পড়ছে ভিড় প্রতিটি উৎসবে। ভ্রমণ প্রিয় বাঙালির অন্যতম এই পর্যটনকেন্দ্র নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় হয়ে উঠেছে আরও মোহময়ী। মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির সাজানো-গোছানো পার্ক সব মিলিয়ে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। তাই ছুটির দিন বা উইকেন্ডে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে।
ইদের ছুটির সঙ্গে এবার যোগ হয়েছে উইকেন্ড ফলে দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় নামতে চলেছে তা আর আর বলার অপেক্ষা রাখে না। ইদের ছুটিতে দিঘা আশা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। জোয়ারের সময় স্নানের ঘাটগুলিতে চলছে কড়া নজরদারি।
ইদের ছুটির সঙ্গে এবার যোগ হয়েছে উইকেন্ড ফলে দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় নামতে চলেছে তা আর আর বলার অপেক্ষা রাখে না। ইদের ছুটিতে দিঘা আশা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। জোয়ারের সময় স্নানের ঘাটগুলিতে চলছে কড়া নজরদারি।