Tag Archives: Digha

Purulia News: ২-বারের মন্ত্রী, ৬-বারের বিধায়ক, আজও ঘুরে দেখেননি দিঘা-পুরী-দার্জিলিং!

পুরুলিয়া: বাংলা জুড়ে চলছে ভোটের আবহ। শাসক বিরোধী প্রার্থীরা নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট প্রচারের জন্য বেশ অনেকখানি সময় পেয়েছিল প্রার্থীরা। আর তাতেই যেন নিজেদের মতকরে প্রচারে ঝড় তুলেছেন সকলে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। রাজ্যে দু-বারের প্রাক্তন মন্ত্রী ও ছ-বারের বিধায়ক। বছর ঊনসত্তরেও যেন তরতাজা যুবকের মত ছুটে বেড়াচ্ছেন সর্বত্র। তার প্রয়াত বাবা রামকৃষ্ণ মাহাতোর পথ অবলম্বন করে নিজের জীবনে চলেন তিনি। ছাত্র জীবন থেকেই বাবার সমর্থনে কংগ্রেসের পক্ষে দেওয়াল লিখতেন।

২০০৪ ও ২০১৯-এ কংগ্রেসের হয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তিনি। সেই সময় জিততে না পারলেও এবারের লোকসভা ভোটে নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী শান্তিরাম। গোটা জীবনই রাজনীতির লড়াইয়ের ময়দানে নিজের ১০০ শতাংশ দিয়েছেন। রাজ্যে দু-বারের মন্ত্রী হওয়া সত্ত্বেও বাঙালির অন্যতম ইমোশন দিঘা , পুর , দার্জিলিং আজ পর্যন্ত ঘুরে দেখেননি মন্ত্রী শান্তিরাম মাহাতো।

এ বিষয়ে প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন,”দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় কাজে অনেক জায়গায় যাওয়া হলেও কখনও কোথাও বেড়াতে যাওয়া হয়নি। মানুষের কাজে এতটাই ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করে ওঠা হয়নি। অবসর সময় বলে কিছু নেই। তাই স্বাভাবিকভাবেই দীঘা, পুরী, দার্জিলিং আজ পর্যন্তঘুরে দেখা হয়নি।”

আরও পড়ুনঃ KKR vs MI: মুম্বই ম্যাচে কেমন হবে কেকেআরের একাদশ? থাকছে কোন চমক! জেনে নিন বিস্তারিত

প্রচারে , মিটিং, মিছিলে রীতিমতঝড় তুলেছেন প্রার্থী শান্তিরাম মাহাতো। নিজের জয়ের ব্যাপারে সমস্ত দিক থেকে তাকে কনফিডেন্ট থাকতে দেখা গিয়েছে সব সময়। গোটা জীবনই জনগণের স্বার্থে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। রাজনীতির ময়দানে অনেকেরই অনুপ্রেরণা তিনি। এবার তাঁর সংসদে যাওয়া হয় কিনা তার উত্তর দেবে আগামী ৪ জুন।

Digha News: কালো মেঘে ঢাকল আকাশ, তোলপাড় করা সমুদ্র, রাতে উত্তাল দিঘা সৈকত সরণী জুড়ে প্রশাসনের মাইকিং

দিঘা: একদিকে অমাবস্যার ভরা কোটাল অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া সবমিলিয়ে উত্তাল সমুদ্র। দিঘায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। পুলিশ প্রশাসনের মাইকিং করে সতর্কতার বার্তা। মঙ্গলবার রাতে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণি জুড়ে মাইকিং করে সতর্কতার প্রচার চালান দিঘা পুলিশ প্রশাসন। স্কুল কলেজে গরমের ছুটি থাকায় স্বস্তি খুঁজে নিতে বহু মানুষ সংখ্যক মানুষ পাড়ি দিয়েছে দিঘায়।

বৈশাখে এবার দিঘায় বাড়তি পাওনা জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দেখে আত্মহারা পর্যটকেরা। আর এই জলোচ্ছ্বাসে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে সদা তৎপর পুলিশ প্রশাসন। এমনিতেই সকালে জোয়ারের সময় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিদিন জোয়ারের সময় সকাল ও রাত্রিতে ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে চুটিয়ে মজা উপভোগ করছে পর্যটকেরা।

আরও পড়ুন – ১৭ বছর বয়সী প্রেমিকার সঙ্গে সঙ্গম! মেয়ের মা এনেছিল মারাত্মক অভিযোগ, ৪০ বছরের পুরনো অভিযোগে ৪ সন্তানের বাবা জেলে

দিনের পাশাপাশি রাতেও বহু পর্যটক জলোচ্ছ্বাসের মজা নিতে সৈকত সরণীতে ভিড় করছে। জলোচ্ছ্বাস উপভোগ করতে গিয়ে পর্যটকদের কোনওবিপদ না হয় সেদিকে নজর রেখেছে প্রশাসন।বহু পর্যটক গার্ড ওয়াল এর ওপরে দাঁড়িয়ে জলোচ্ছ্বাসের মজা উপভোগ করছেন। উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে বিপদ।

ফলে দিঘা সৈকত সরণী জুড়ে প্রশাসনের পাশাপাশি নুলিয়া ও পুলিশেসতর্ক রয়েছে। চলছে মাইকিং। হাওয়া অফিস সূত্রে জানা যায় আগামী কয়েক দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। ফলে জোয়ারের সময় উত্তাল থাকবে সমুদ্র জলোচ্ছ্বাস দেখা যাবে। আর তাতেই সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করেছে দিঘা পুলিশ ও প্রশাসন।

Saikat Shee 

দিঘায় হঠাৎ প্রবল জলোচ্ছ্বাস! এর পর সেখানে কী ঘটল নিজের চোখে দেখুন

সাধারণত আষাঢ় মাসের প্রথম দিক থেকে দিঘা সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায়। তবে এবার বৈশাখ মাসেও সমুদ্রের জলোচ্ছ্বাস। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়ালের ওপর দিয়ে সৈকত সরণীতে। এমনিতেই গত কয়েকদিন রাজ্যজুড়ে প্রবল দাবদাহ চলছিল। তারই মধ্যে সোমবার রাজ্যের বহু জায়গায় স্বস্তির বৃষ্টি নেমেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়া কিছুটা মনোরম হয়েছে। তারই মধ্যে দিঘায় জলোচ্ছ্বাস।

Digha: রামনগরে অবাক করা কাণ্ড! স্কুল চত্বরে প্রবেশ করলেই বৃষ্টির ধারা বইছে 

রামনগর: বাইরে কোথাও মেঘের ঘনঘটা নেই। কিন্তু স্কুল চত্বরে প্রবেশ করলেই বৃষ্টি পড়ছে। আবার স্কুল চত্বর ছেড়ে বাইরে বেরিয়ে এলে ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই। রামনগরের এই অবাক করা কাণ্ড একটি স্কুল চত্বরে। কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড। দক্ষিণবঙ্গে তীব্র গরম। রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। কী শুনে অবাক হলেন? অভিনব ভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয়।

প্রচণ্ড গরমে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয়। এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে অবিশ্রান্ত বৃষ্টির ধারা নামছে। বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা। যা থেকে অনবরত জল ঝরছে বৃষ্টির মতো। ছাত্র-ছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি। বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা। ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে। কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাদের মুক্তি দিতে এই অবাক করা কাণ্ড ঘটিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন, আসল ঘটনা ফাঁস হয়েছে’, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মমতা

তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয়। কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে। তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। রামনগরের শোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতীষ্ট এবং তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই, সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা নামিয়ে নিয়ে আসা হয়েছে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ট সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা। বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ। এসি নেই, তবুও এই গ্রীষ্ম মরশুমে বিদ্যালয়ের ভিতর শীতল পরিবেশ। ঢেউটিন বেয়ে ঝরছে বৃষ্টির মতো জল। আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় চালু করা হয়েছে ওয়াটার বেলও। নির্ধারিত সময় সময়ে ছাত্র-ছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে। খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা। আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে। গরমেও ছাত্র-ছাত্রীদের জন্য অভিনব আয়োজন করে পঠন-পাঠন করানো যায়।

সৈকত শী

দিঘার স্কুলে অবিরাম বৃষ্টি, ম্যাজিক নাকি? দেখুন ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ৷ প্রয়োজন পড়লেও দিনের বেলা বাড়ির বাইরে বেরনো দায়৷ গরমের দাপটে কাহিল কচিকাঁচারাও৷ সরকারি স্কুলের পাশাপশি বহু বেসরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে৷ এই যখন পরিস্থিতি, তখন দিঘার একটি স্কুলে যেন ম্যাজিক দেখছে পড়ুয়ারা৷ কারণ বাইরে খটখটে রোদ্দুর হলেও দিঘার এই বেসরকারি স্কুলে সবসময় বৃষ্টি হয়ে চলেছে৷ আর তা দেখে অবাক পড়ুয়ারাও৷ শুনতে ম্যাজিকের মতো লাগলেও প্রবল গরমে খুদে পড়ুয়াদের স্বস্তি দিতে এই কৃত্রিম বৃষ্টির ভাবনা মাথায় আসে স্কুলের প্রধান শিক্ষকের৷ ফলে যতক্ষণ পড়ুয়ারা স্কুলে থাকছে, ততক্ষণ টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছে৷

Digha school rain: বাইরে খটখটে রোদ, দিঘার এই স্কুলে বৃষ্টি হয়েই চলেছে! ম্যাজিক নাকি? দেখুন ভিডিও

পঙ্কজ দাশরথী, দিঘা: তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ৷ প্রয়োজন পড়লেও দিনের বেলা বাড়ির বাইরে বেরনো দায়৷ গরমের দাপটে কাহিল কচিকাঁচারাও৷ সরকারি স্কুলের পাশাপশি বহু বেসরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে৷ এই যখন পরিস্থিতি, তখন দিঘার একটি স্কুলে যেন ম্যাজিক দেখছে পড়ুয়ারা৷ কারণ বাইরে খটখটে রোদ্দুর হলেও দিঘার এই বেসরকারি স্কুলে সবসময় বৃষ্টি হয়ে চলেছে৷ আর তা দেখে অবাক পড়ুয়ারাও৷

শুনতে ম্যাজিকের মতো লাগলেও প্রবল গরমে খুদে পড়ুয়াদের স্বস্তি দিতে এই কৃত্রিম বৃষ্টির ভাবনা মাথায় আসে স্কুলের প্রধান শিক্ষকের৷ ফলে যতক্ষণ পড়ুয়ারা স্কুলে থাকছে, ততক্ষণ টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছে৷

আরও পড়ুন: আজই স্বস্তির বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়, কলকাতায় আশা আছে? জানাল হাওয়া অফিস

দিঘার এই বেসরকারি স্কুলটির নাম আনন্দ নিকেতন নার্সারি স্কুল৷ নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সেখানে পড়াশোনা চলে৷ এই স্কুলেই গত কয়েকদিন ধরে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে৷ স্কুলের চাল পেয়ে অবিরাম পড়ে চলেছে জলের ধারা৷ যা বৃষ্টির মতোই লাগছে৷ এর ফলে স্কুলের ভিতরেও কিছুটা তাপমাত্রা কম থাকছে৷ স্বস্তি পাচ্ছে পড়ুয়ারা৷ যদিও চারপাশে চড়া রোদ থাকলেও স্কুলে কীভাবে বৃষ্টি হচ্ছে তা ভেবেই অবাক তারা৷

স্কুলের প্রধান শিক্ষক গোপীকৃষ্ণ শাসমল বলেন, এই গরমে কীভাবে পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়া যায় তা ভাবতে গিয়েই কৃত্রিম বৃষ্টির কথা মাথায় আসে৷ মোটরের সাহায্যে জল তুলে বাগানে জল দেওয়ার জন্য ব্যবহৃত জলের ফোয়ারা ব্যবহার করে এই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে৷ এর ফলে বাচ্চারাও স্বস্তি পাচ্ছে, পড়াশোনাও চলছে৷

স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও৷ সঞ্চিতা পাত্র নামে এক অভিভাবক বলেন, এই গরমে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য৷ সত্যি হোক অথবা নকল, বৃষ্টি দেখেই তো ভাল লাগছে৷

তবে একদিকে যেমন কৃত্রিম বৃষ্টিতে পড়ুয়ারা স্বস্তি পাচ্ছে, এই ব্যবস্থা করতে গিয়ে প্রচুর জলেরও অপচয় হচ্ছে৷ স্কুল কর্তৃপক্ষ অবশ্য জল অপচয়ের কথা স্বীকার করে নিয়েও বলছেন, প্রচণ্ড দাবদাহ থেকে পড়ুয়াদের রেহাই দিতে বাধ্য হয়েই জল অপচয়ও মেনে নিতে হচ্ছে৷ তবে একই জল পুুনর্ব্যবহার করে অপচয় বন্ধ করা যায় কি না, তা ভেবে দেখবেন স্কুল কর্তৃপক্ষ৷

Weather IMD Update: আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৩ জেলায়, দিঘায় নামল স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল পূর্ব মেদিনীপুরের দিঘায়। দমকা হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়ে গেল দিঘায়।
তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল পূর্ব মেদিনীপুরের দিঘায়। দমকা হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়ে গেল দিঘায়।
বিকেল নাগাদ আচমকাই বৃষ্টি শুরু হয় সৈকত শহর দিঘায়। স্বস্তির বৃষ্টিতে দারুণ খুশি পর্যটক থেকে স্থানীয়রা।
বিকেল নাগাদ আচমকাই বৃষ্টি শুরু হয় সৈকত শহর দিঘায়। স্বস্তির বৃষ্টিতে দারুণ খুশি পর্যটক থেকে স্থানীয়রা।
দিঘায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়েছে।
দিঘায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়েছে।
বজবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৩ জেলায়।
বজবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৩ জেলায়।
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
পূর্ব মেদিনীপুর জেলায় আরও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্ব মেদিনীপুর জেলায় আরও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Digha: তীব্র গরমে ভরদুপুরে ঘটল সাংঘাতিক কাণ্ড! মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি! তোলপাড় দিঘা

দিঘা: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিঘা। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘার কাছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দিঘা থানার পেছনে রামনগর এক ব্লকের অঘোরকামিনী স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে। সেই আগুনে ভস্মীভূত হয় স্বাস্থ্য কেন্দ্রটি। আগুনে পুড়ে ছাই হয় স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে থাকা ওষুধপত্র-সহ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত সামগ্রী। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সূত্রে জানা যায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দিঘার কাছে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়। স্বাস্থ্য কেন্দ্রটি বিধানচন্দ্র রায়ের মায়ের নাম অনুসারে রাখা হয়েছিল। আর সেই স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎই আগুনে ভস্মীভূত হল চিকিৎসার সরঞ্জাম ও ওষুধপত্র। ঘটনাস্থলে আসে দুটি দমকলের ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ বাড়িতেই বানিয়ে নিন গরমের উপযোগী কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি মশলা জেলি, রইল একেবারে সহজ রেসিপি

দমকল সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিকের শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এই গরমে রাজ্যজুড়ে বহু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া তমলুক এরপর এবার অগ্নিকাণ্ডের ঘটনা সাক্ষী থাকলদিঘা। আগুনে পুড়ে ভষ্মীভূত স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে।

প্রায় ৮ লক্ষ টাকার ওষুধ, স্বাস্থ্য পরিষেবার সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের খবর। সমস্ত কিছু বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় স্বাস্থ্য পরিষেবা সাময়িক ব্যাহত হচ্ছে। দ্রুততার সঙ্গে যাতে ফের পরিষেবা চালু করা যায়, সেই ব্যবস্থা করছে রামনগর ১ ব্লক প্রশাসন।

সৈকত শী