প্রতিকী ছবি

Body Odour: দামি দামি ডিও-পারফিউম নয়, এই ৪ টুকরো কাজে লাগান! ঘামের ‘পচা’ গন্ধ তাড়ানোর সেরা ভরসা

দাড়ি কাটতে গিয়ে অনেক সময়ই আচমকা ত্বকে ক্ষত হয়ে যায়। কিংবা কোনও কাজ করতে করতে হাত কেটে যায়। এই সব বিপদে ফিটকিরি লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকবে না। তথ্য - সুস্মিতা গোস্বামী
দাড়ি কাটতে গিয়ে অনেক সময়ই আচমকা ত্বকে ক্ষত হয়ে যায়। কিংবা কোনও কাজ করতে করতে হাত কেটে যায়। এই সব বিপদে ফিটকিরি লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকবে না। তথ্য – সুস্মিতা গোস্বামী
দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। নিয়মিত সকালে এক গ্লাস জলে এক চিমটি নুন ও ফিটকিরির গুঁড়ো মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে। তথ্য - সুস্মিতা গোস্বামী
দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। নিয়মিত সকালে এক গ্লাস জলে এক চিমটি নুন ও ফিটকিরির গুঁড়ো মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে। তথ্য – সুস্মিতা গোস্বামী
মুখের ভিতরে কোনও ঘা হলে বেশ বিপাকে পড়তে হয়। এক্ষেত্রে ফিটকিরি দিয়েই হতে পারে মুশকিল আসান। একটু জ্বালা করলেও ঘা শুকিয়ে যাবে অল্প সময়েই ফিটকিরির ব্যবহারে। তথ্য - সুস্মিতা গোস্বামী
মুখের ভিতরে কোনও ঘা হলে বেশ বিপাকে পড়তে হয়। এক্ষেত্রে ফিটকিরি দিয়েই হতে পারে মুশকিল আসান। একটু জ্বালা করলেও ঘা শুকিয়ে যাবে অল্প সময়েই ফিটকিরির ব্যবহারে। তথ্য – সুস্মিতা গোস্বামী
ফিটকিরি উকুননাশক হিসেবেও কাজ করে। পাশাপাশি গরমে অতিরিক্ত ঘামলে ফিটকিরি মেশানো জলে সপ্তাহখানেক স্নান করলে ঘাম কমে আসে, স্বস্তি মেলে শরীরে। তথ্য - সুস্মিতা গোস্বামী
ফিটকিরি উকুননাশক হিসেবেও কাজ করে। পাশাপাশি গরমে অতিরিক্ত ঘামলে ফিটকিরি মেশানো জলে সপ্তাহখানেক স্নান করলে ঘাম কমে আসে, স্বস্তি মেলে শরীরে। তথ্য – সুস্মিতা গোস্বামী
ত্বকের বলিরেখা ও ব্রণ দূর করে ফিটকিরি ব্যাপক ভাবে উপকারী। এক টুকরো ফিটকিরি জলে ভিজিয়ে মুখে ভাল করে ঘষুন। কিছুক্ষন রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলে আরাম মেলে। বয়সের ছাপ দূর করতেও ফিটকিরি দারুণ উপকারী। তথ্য - সুস্মিতা গোস্বামী
ত্বকের বলিরেখা ও ব্রণ দূর করে ফিটকিরি ব্যাপক ভাবে উপকারী। এক টুকরো ফিটকিরি জলে ভিজিয়ে মুখে ভাল করে ঘষুন। কিছুক্ষন রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলে আরাম মেলে। বয়সের ছাপ দূর করতেও ফিটকিরি দারুণ উপকারী। তথ্য – সুস্মিতা গোস্বামী
ফিটকিরি খুব দক্ষতার সঙ্গে পা ফাটা আরোগ্য করতে পারে। পায়ের মরা চামড়া দূর করে পা-কে নরম ও মসৃণ করে তোলে। পায়ের ফাটা ও রুক্ষভাব দূর করতে ফিটকিরি বেশ উপকারী। তথ্য - সুস্মিতা গোস্বামী
ফিটকিরি খুব দক্ষতার সঙ্গে পা ফাটা আরোগ্য করতে পারে। পায়ের মরা চামড়া দূর করে পা-কে নরম ও মসৃণ করে তোলে। পায়ের ফাটা ও রুক্ষভাব দূর করতে ফিটকিরি বেশ উপকারী। তথ্য – সুস্মিতা গোস্বামী