Category Archives: দক্ষিণ দিনাজপুর

Bread Pantua Recipe: ঘরোয়া উপকরণেই কামাল! বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন জিভে জল আনা পাউরুটির পান্তুয়া

দক্ষিণ দিনাজপুর : উৎসব হোক বা অতিথি আপ্যায়নের মরশুম মানেই হরেক রকমের মিষ্টির বাহার। অতিথিদের মিষ্টিমুখ ছাড়া কি পালন করা যায়! তবে রকমারি মিষ্টি কেনার আশায় দোকানে পড়ে লম্বা লাইন। তাই দোকানে নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন পাউরুটির পান্তুয়া। যেমন নরম তেমন স্বাদের। মন কাড়বে সকলের।

প্রথমে বেশ কয়েকটি পাউরুটি নিতে হবে। এক্ষেত্রে কম করে হলেও ৮ থেকে ১০ টি পাউরুটি নেওয়াই ভাল। এবার একটি ছুরির সাহায্যে প্রতিটি পাউরুটির চার ধার সমান করে কেটে নিতে হবে। এক্ষেত্রে পাউরুটির চারধার কেটে নেওয়ার কারণই হল যেন মিষ্টি কোনওভাবেই শক্ত না হয়। এভাবেই সবগুলো পাউরুটি কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এ বার একটি মিক্সিজারে টুকরো করা পাউরুটিগুলো দিয়ে ভালভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পাউরুটি টুকরোগুলো যেন খুব মসৃণভাবে গুঁড়ো হয়ে যায়। এর পর একটি পাত্রে পাউরুটির গুঁড়ো দিয়ে তার উপর থেকে পরিমাণ মতো দুধ, সামান্য ঘি, কিছুটা পরিমাণ চিনি ও দু’ তিনটে এলাচের দানা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এর পর কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আবারও হাতের সাহায্যে মেখে একটা মণ্ড বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন : গরমে বার বার কেটে যাচ্ছে দুধ? এ বার ফ্রিজ ছাড়াই টাটকা রাখুন দুধ! রইল ঘরোয়া টোটকা

এবার গ্যাসে পাত্র বসিয়ে তাতে দু’ কাপ পরিমাণ জল গরম করে ফুটে এলে তাতে এক কাপ পরিমাণ চিনি ও কয়েকটি এলাচ দিয়ে বেশ ভাল ভাবে ফুটিয়ে একটা সিরা বানিয়ে নিতে হবে। হয়ে গেলে একটা চামচের সাহায্যে দেখে নিতে হবে আঠালো হয়েছে কিনা। অন্যদিকে পাউরুটির মণ্ড থেকে ছুরির সাহায্যে কয়েকটি টুকরো কেটে নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়ে নিতে হবে। এ বার পাত্রে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তাতে একে একে পাউরুটির বলগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে গ্যাসের আচঁ যেন কোনওভাবেই বেশি না থাকে। এভাবেই এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তবে পুড়ে যেন না যায়। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সিরার মধ্যে ডুবিয়ে দিয়ে হালকা ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঘণ্টা খানেক রেখে দিতে হবে যাতে পান্তুয়ার ভিতরে রস সহজেই ঢুকে যায়। ব্যস তৈরি পাউরুটির পান্তুয়া। অতিথি আপ্যায়ন বা উৎসব একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন রসে টইটুম্বুর পাউরুটির পান্তুয়া। মুখে দিলেই মন ভরবে সকলের।

South Dinajpur fire: দাউদাউ করে জ্বলছে গ্যারাজে রাখা গাড়ি,বাইক! আগুন ছড়াল বাড়িতেও!

দক্ষিণ দিনাজপুর: আগুনে ভস্মীভূত একটি গাড়ি, মোটরসাইকেল সহ দুটি ঘরের সমস্ত কিছু। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার চকভৃগু এলাকার ১৪ নম্বর ওয়ার্ড শিমুলতলি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা শিলাদিত্য মুন্সির বাড়িতে আগুন লাগে৷ বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকল ও বালুরঘাট থানার পুলিশকে।

এদিকে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই গ্যারেজ থেকে আগুন দেখতে পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শর্ট-সার্কিট থেকেআগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান। জানা গেছে, ওই গ্যারেজে থাকা একটি গাড়ি মোটরসাইকেল সহ দুটি ঘরের সমস্ত কিছু পুড়ে যায়।

আরও পড়ুন:এই গাছ বাড়িতে থাকলেই সর্বনাশ! নিয়ম না মেনে কাটলেও বিপদ! সব শেষ করে দেবে

ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়িটির বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে ছাই। কারণ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিদ্যুতের ঝলকানি তাঁরা দেখতে পেয়েছিলেন ঘরে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও অবধি পরিস্কার নয়৷ অল্পের জন্য প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: এক মাসের জন্য এই কলেজেই ঘরবন্দি থাকবে বালুরঘাটবাসীর মতামত

দক্ষিণ দিনাজপুর: আগামী পাঁচ বছর দেশের সংসদে বালুরঘাট থেকে কে প্রতিদ্বন্দিতা করবেন তার রায় শুক্রবার দিয়ে দিয়েছে এখানকার মানুষ। তবে উত্তর জানার জন্য এক মাসেরও বেশি অপেক্ষা করতে হবে। আগামী ৪ জুন দেশের সব কটি লোকসভা আসনের ভোট গণনা হবে। সেদিনই জানা যাবে বালুরঘাটের মানুষ শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখলেন। তার আগে এই দীর্ঘ সময় জুড়ে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট-গুলো রাখা থাকবে বালুরঘাট কলেজের স্ট্রং রুমে।

বালুরঘাট কলেজে করা হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। শনিবার দুপুরে কুশমণ্ডি, হরিরামপুর এবং ইটাহার বিধানসভার ইভিএম ও ভিভি প্যাট এসে পৌঁছয় বালুরঘাট কলেজে। আগামী ৪ জুন ভোট গণনার দিন এগুলি আবার স্ট্রং রুম থেকে বেরিয়ে কাউন্টিং টেবিলে যাবে। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ট্রং রুমে ইভিএম ও ভিভি প্যাট আনা হয়।

আর‌ও পড়ুন: দিনে দিনে কমে যাচ্ছে জলের পাইপের সংখ্যা! মাথা খারাপ হওয়ার যোগাড়

শুক্রবার ভোট গ্রহণ শেষে রাতেই বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও তপন বিধানসভার ইভিএম ও ভিভিপ্যাট বালুরঘাট কলেজে পৌঁছে গিয়েছিল৷ শনিবার সকাল থেকে বাকি তিনটি বিধানসভার ইভিএম ও ভিভি প্যাট আনা হয় বালুরঘাট কলেজে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, স্ট্রং রুমের জন্য বিশেষ কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। সীল করে দেওয়া হয়েছে স্ট্রং রুম। সিসিটিভিতে মোড়ানো আছে স্ট্রং রুম সহ গোটা চত্বর। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সুস্মিতা গোস্বামী

Vastu Tips: এই গাছ বাড়িতে থাকলেই সর্বনাশ! নিয়ম না মেনে কাটলেও বিপদ! সব শেষ করে দেবে

বাস্তু অনুসারে, অশ্বত্থ গাছ কখনই বাড়িতে লাগানো উচিৎ নয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এটি উপযুক্ত বলে মনে করা হয় না। বলা হয় যদি এটি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় তবে সাবধানে অপসারণ করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
বাস্তু অনুসারে, অশ্বত্থ গাছ কখনই বাড়িতে লাগানো উচিৎ নয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এটি উপযুক্ত বলে মনে করা হয় না। বলা হয় যদি এটি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় তবে সাবধানে অপসারণ করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থের ছায়া বা গাছের হাওয়া খুবই আরামদায়ক। তবে গৃহস্থের জন্য অশ্বত্থের ছায়া একেবারেই ভাল নয়। এতে বাড়ির অগ্রগতি রুখে যায়। ফলে প্রভাব পড়ে সদস্যদের কর্মজীবনে।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থের ছায়া বা গাছের হাওয়া খুবই আরামদায়ক। তবে গৃহস্থের জন্য অশ্বত্থের ছায়া একেবারেই ভাল নয়। এতে বাড়ির অগ্রগতি রুখে যায়। ফলে প্রভাব পড়ে সদস্যদের কর্মজীবনে।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছে বৈরাগ্য আসে। বলা হয়ে থাকে এটা বিবাহিত জীবনের জন্য ভাল নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ থাকার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের পাশাপাশি ঘরের শান্তি নষ্ট হয়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছে বৈরাগ্য আসে। বলা হয়ে থাকে এটা বিবাহিত জীবনের জন্য ভাল নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ থাকার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের পাশাপাশি ঘরের শান্তি নষ্ট হয়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকলে অনেক ক্ষতি হয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকলে অনেক ক্ষতি হয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ সন্তানের ওপর প্রভাব ফেলে। অশ্বত্থ গাছের ছায়া বাড়িতে পড়লে নানান রকমের বাঁধা আসে পরিবারে। তবে এই গাছ বাড়ির বাইরে থাকলে তা পুজো করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ সন্তানের ওপর প্রভাব ফেলে। অশ্বত্থ গাছের ছায়া বাড়িতে পড়লে নানান রকমের বাঁধা আসে পরিবারে। তবে এই গাছ বাড়ির বাইরে থাকলে তা পুজো করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
নিয়ম না মেনে অশ্বত্থ গাছ কাটার ফলেও পিতৃদোষ হয়। সেই কারণেই সর্বদা জ্যোতিষীর পরামর্শ বা পুজোর পরে অশ্বত্থ গাছটি কেটে নেওয়া উচিৎ।সুস্মিতা গোস্বামী
নিয়ম না মেনে অশ্বত্থ গাছ কাটার ফলেও পিতৃদোষ হয়। সেই কারণেই সর্বদা জ্যোতিষীর পরামর্শ বা পুজোর পরে অশ্বত্থ গাছটি কেটে নেওয়া উচিৎ।সুস্মিতা গোস্বামী

Offbeat News : হুইল চেয়ারে বসেই EVM এর বোতাম টিপলেন ‘জয়ী’, কোমর থেকে শরীর অকেজো, ভাঁটা নেই উৎসাহে

দক্ষিণ দিনাজপুর: শরীরে তেমন জোর নেই, মনের জোর অগাধ। এই মনের জোরকে অস্ত্র করেই ভোটদানে সামিল জয়ী বাসফোর। দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী কলোনির কল্যাণী ঘাটের বাসিন্দা জয়ী ছোট থেকেই আর চার পাঁচজন ছেলে মেয়ের মতো চলে ফিরে বেড়াত। তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে কোমর অকেজো হয়ে যাওয়ায় হাঁটা চলা করতে পারে না। এরপর থেকেই সে বিশেষ ক্ষমতা সম্পন্ন।

জানা যায়, জয়ী বাসফোর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। হুইল চেয়ারে চলাফেরা করেন। তবুও প্রতিবছর ভোট দেওয়ার আগ্রহ থাকায় তাঁকে হুইল চেয়ারে করে ভোটকেন্দ্রে নিয়ে আসা হয়। হুইল চেয়ারে বসেই সকাল ১১ টা নাগাদ তীব্র গরমকে উপেক্ষা করেই ভোট দিতে এসেছেন।

আরও পড়ুন: সুগারের রোগীরা কি ORS পান করতে পারেন…? এই গরমে চুমুক দেওয়ার আগে জানুন সত্যিটা, রইল বিশেষজ্ঞের পরামর্শ

জানতে চাইলে জয়ী বলেন, “ভোট মানেই আনন্দ। জীবনে অনেক ভোট দিয়েছেন। তাই ভোটের সময় এলে ঘরে বসে থাকতে পারেন না। তাই দেশের নাগরিক হিসেবে ভোট তাঁর অধিকার। তিনি তার অধিকার প্রয়োগ করতে ভোট দেন।”

হুইল চেয়ারে বসলেও তাঁকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। হাসিটা ঠোঁটের কোণে ছিল জয়ীর। কারণ প্রতি বারের মতো এবারও তিনি নিজের ভোট নিজেই দিতে পেরেছেন কারও সাহায্য নিয়ে নয়, হুইল চেয়ারে করে নিজেই ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি। তিনিও চান তাঁর পছন্দের প্রার্থী যেন জয়ী হয়ে সাংসদ হতে পারেন। এই আশাতেই তিনি এবার ভোট দিয়েছেন।

সুস্মিতা গোস্বামী

Muskmelon Benefits: তরমুজ নয়, গরমে খান খরমুজ! কয়েক টুকরো এই ফল খেলে কী হবে? জানুন চিকিৎসকের মত

গরমকালের অনেক জ্বালা! কিন্তু এই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরমের মধ্যেও শরীর ঠান্ডা রাখতে এই সময়ে বাজারে ওঠে বহু সুস্বাদু রসালো ফল। গরম পড়তেই বাজারে ছেয়ে গিয়েছে তরমুজের পাশাপাশি খরমুজ। photo source collected 
গরমকালের অনেক জ্বালা! কিন্তু এই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরমের মধ্যেও শরীর ঠান্ডা রাখতে এই সময়ে বাজারে ওঠে বহু সুস্বাদু রসালো ফল। গরম পড়তেই বাজারে ছেয়ে গিয়েছে তরমুজের পাশাপাশি খরমুজ। photo source collected 
তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে তাতে ভরসা এখন এই ফলেই।খরমুজের মধ্যে ৯০ শতাংশ রয়েছে জল। এছাড়াও খরমুজের মধ্যে কোনও ক্যালোরি নেই। আছে প্রচুর পরিমাণ ফাইবার। আছে ভিটামিন এ, সি-সহ একাধিক স্বাস্থ্যকর উপাদান। photo source collected
তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে তাতে ভরসা এখন এই ফলেই।খরমুজের মধ্যে ৯০ শতাংশ রয়েছে জল। এছাড়াও খরমুজের মধ্যে কোনও ক্যালোরি নেই। আছে প্রচুর পরিমাণ ফাইবার। আছে ভিটামিন এ, সি-সহ একাধিক স্বাস্থ্যকর উপাদান। photo source collected
বাজারে প্রচুর পরিমাণে চাহিদাও রয়েছে। এই ফলের বহু ধরনের পুষ্টিগুণ রয়েছে। তাছাড়া শরীর ঠান্ডা করতেও এর জুড়ি মেলা ভার। তীব্র গরম থেকে বাঁচতে কেন খাবেন খরমুজ, জানুন চিকিৎসকের পরামর্শ। photo source collected 
বাজারে প্রচুর পরিমাণে চাহিদাও রয়েছে। এই ফলের বহু ধরনের পুষ্টিগুণ রয়েছে। তাছাড়া শরীর ঠান্ডা করতেও এর জুড়ি মেলা ভার। তীব্র গরম থেকে বাঁচতে কেন খাবেন খরমুজ, জানুন চিকিৎসকের পরামর্শ। photo source collected 
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, "গরমের সময়ে ঘামের মাধ্যমে প্রচুর জল শরীর থেকে বেরিয়ে যায়। বিশেষত, যাঁরা রাস্তাঘাটে সারাদিন ঘুরে ঘুরে কাজ করেন, তাঁদের শরীরে জলের ঘাটতি তৈরি হয়। এই পরিস্থিতিতে খরমুজ মুখে তুলে নেওয়া যেতেই পারে। এতে শরীর তো ঠান্ডা থাকবেই, পাশাপাশি দেহে জলের ঘাটতিও মিটবে।" photo source collected 
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, “গরমের সময়ে ঘামের মাধ্যমে প্রচুর জল শরীর থেকে বেরিয়ে যায়। বিশেষত, যাঁরা রাস্তাঘাটে সারাদিন ঘুরে ঘুরে কাজ করেন, তাঁদের শরীরে জলের ঘাটতি তৈরি হয়। এই পরিস্থিতিতে খরমুজ মুখে তুলে নেওয়া যেতেই পারে। এতে শরীর তো ঠান্ডা থাকবেই, পাশাপাশি দেহে জলের ঘাটতিও মিটবে।” photo source collected
পুষ্টিগুণে ভরা খরমুজের রস খুবই রিফ্রেশিং। পাশাপাশি খরমুজে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে৷ ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে৷ সুস্থ থাকে হৃদযন্ত্র৷ photo source collected 
পুষ্টিগুণে ভরা খরমুজের রস খুবই রিফ্রেশিং। পাশাপাশি খরমুজে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে৷ ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে৷ সুস্থ থাকে হৃদযন্ত্র৷ photo source collected 
খরমুজ লো ক্যালরি ফল। এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন এ  এবং সি আছে। ওজন কমাতেও কার্যকর এই ফল। তাই খরমুজ বা ফুটি খাওয়া খুব উপকারী। photo source collected 
খরমুজ লো ক্যালরি ফল। এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন এ  এবং সি আছে। ওজন কমাতেও কার্যকর এই ফল। তাই খরমুজ বা ফুটি খাওয়া খুব উপকারী। photo source collected
২০০ গ্রাম খরমুজে মাত্র ৫০ ক্যালরি আছে। এই ফল খেলে দীর্ঘক্ষণ হাইড্রেটেট থাকে শরীর। এই ফলের প্রায় ৮০ শতাংশ জল। খরমুজে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, বি এবং সি। ফলে আমাদের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়। photo source collected 
২০০ গ্রাম খরমুজে মাত্র ৫০ ক্যালরি আছে। এই ফল খেলে দীর্ঘক্ষণ হাইড্রেটেট থাকে শরীর। এই ফলের প্রায় ৮০ শতাংশ জল। খরমুজে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, বি এবং সি। ফলে আমাদের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়। photo source collected
শরীরে পিএইচ ব্যালেন্স রক্ষা পায়। এই তীব্র দাবদহে নানা রোগ প্রতিরোধেও এর জুড়ি মেলা ভার। তাই গরমের দুপুরে কয়েক টুকরো খরমুজ মুখে তুলে নিতেই পারেন। (তথ্য: সুস্মিতা গোস্বামী)
শরীরে পিএইচ ব্যালেন্স রক্ষা পায়। এই তীব্র দাবদহে নানা রোগ প্রতিরোধেও এর জুড়ি মেলা ভার। তাই গরমের দুপুরে কয়েক টুকরো খরমুজ মুখে তুলে নিতেই পারেন। (তথ্য: সুস্মিতা গোস্বামী)

Lok Sabha Elections 2024: শুক্রবার দ্বিতীয় দফার ভোট! একনজরে প্রার্থী তালিকা, ভোটারের পরিসংখ্যান! নজরে বিজেপির এই হেভিওয়েট নেতা

বালুরঘাট: সারা দেশের পাশাপাশি রাজ্যের দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল শুক্রবার। এই দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন, যেখানে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য। বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি, হরিরামপুর ও ইটাহার এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৭ জন। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৬১ হাজার ৫২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৯৫ হাজার ৭৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯ জন। চলতি নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট প্রার্থী মনোনয়ন পেশ করেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৫৬৯, তার মধ্যে মডেল বুথ ১। এ ছাড়া চলতি নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট ভোট কর্মীর সংখ্যা ৬ হাজার ৪০৮।

আরও পড়ুনঃ অবিকল মটনের মতো খেতে, মাত্র ৩০ টাকা কেজি! কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, বাজার খুঁজে আজই পাতে রাখুন

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ভোটদানের সময় সকাল সাতটা থেকে বিকেল ছ’টা পর্যন্ত। ভোট কেন্দ্র করে জেলাতে মোট কেন্দ্রীয় বাহিনী ৭৩ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। প্রতিটি বুথে সিসিটিভি বসিয়ে ওয়েব কাস্টিং বাধ্যতামূলক থাকছে। পাশাপাশি, মোট রাজ্য পুলিশ কর্মী ৩০০০, ক্রিটিকাল বুথ ২৮৪+৪০। জেলা জুড়ে নাকা পয়েন্টের সংখ্যা ২৬।

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! এ কী বললেন দেব…ভাইরাল ভিডিও

দক্ষিণ দিনাজপুর: নির্বাচনী জনসভার মঞ্চে দেব উঠতেই বিশৃঙ্খলা! শুরু হল চেয়ার নিজেদের মধ্যে ছোড়াছুড়ি। কিন্তু এসবকে ছাপিয়ে বক্তব্যের শুরুতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বন্দনা করলেন দেব। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে নির্বাচনী জনসভায় এসে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করতে দেখা গেল অভিনেতা তথা বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের মুখে।

এদিন প্রচারসভায় দাঁড়িয়ে দেব বলে উঠলেন, “আমার অনেক বন্ধু-বান্ধব আছে বিজেপিতে। তাদের মধ্যে অন্যতম সুকান্তদা। সুকান্তদা খুব ভাল মানুষ। এই মঞ্চ থেকেই তাঁকে শুভেচ্ছা জানাই। ভোটে হারা-জেতা রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষ যাকে ভালবাসবে সেই ভোটে জিতবে।”

আরও পড়ুন: ‘দু’দিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে..,’ জঙ্গিপুরের সভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক! INDIA প্রশ্নে বিঁধলেন অধীরকেও

দেবের মুখে সুকান্তর এই প্রশংসার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, এপ্রসঙ্গে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, “দেবের মতো সুপারস্টারও বলে সুকান্তদা আমার ভাল বন্ধু। এটাই সুকান্ত মজুমদার। দেব বলে আগে সুকান্তদাকে নিয়ে বলব তারপর বিপ্লবদাকে নিয়ে বলব।”

অন্যদিকে, দেবের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেছেন, “এটা আমাদের কালচার। অপরপক্ষ যতই অভদ্রতা করুক তৃণমূলের এটি কালচার। এটাই তৃণমূল। এই শিক্ষাই আমরা পেয়েছি।” তারকা নেতৃত্ব দেবের এই মন্তব্যের জেরে জেলার রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: কপালে গেরুয়া তিলক, হাতে ডমরু! মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রাতেও তাক লাগালেন দিলীপ ঘোষ

বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে বিপ্লব মিত্রের মুখোমুখি হলেও একে অপরকে না দেখার ভান করে বোল্লাকালী মন্দির থেকে বেশ কদিন আগেই বেরিয়ে গিয়েছিলেন। আজ তাঁরই মঞ্চ থেকে দেব অধিকারীর মতো জনপ্রিয় তারকার মুখে সুকান্ত মজুমদারের প্রশংসা৷

এবারও বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত। তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়ছেন বিপ্লব মিত্র। সেই বিপ্লবের সমর্থনেই এদিন বালুরঘাটে প্রচারে এসেছিলেন দেব। তাঁর মুখে সুকান্তর প্রশংসা শোনা যেতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

সুস্মিতা গোস্বামী

Sukanta Majumdar: সুকান্তর গড়ে বিজেপির প্রচারে কোয়েল, ভোটের ময়দানে সুন্দরীকে দেখে শোরগোল! সঙ্গে দারুণ ‘রহস্য’

দক্ষিণ দিনাজপুর: দ্বিতীয়বারের জন্য স্বামী ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশাল এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে না প্রার্থী সুকান্তর। এমত অবস্থায় বালুরঘাট শহরে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার।

গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। আগামী ২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রচার চালাবেন বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদারের স্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন। মোট ১৮০০ বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর।

কোয়েল চৌধুরী মজুমদার
কোয়েল চৌধুরী মজুমদার

আরও পড়ুন: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর মধ্যেই প্রার্থীরা নিজেদের সর্বচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। পায়ে হেটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।

.
.         আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

এ বিষয়ে সুকান্তর সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার জানান, তাঁর স্বামী বালুরঘাট শহরে সেইভাবে সময় দিতে পারছেন না। তাই স্বামীর হয়ে তিনি প্রচার করছেন। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছেন। মূলত বিকেলে যতটা সময় পাচ্ছেন সেই সময় প্রচার করছেন। এমনকি সুকান্ত মজুমদার কী কী উন্নয়ন করেছেন সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন৷ সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন তিনি।

সুকান্ত মজুমদার বলছেন, “সময় খুব সীমিত। দ্বিতীয় দফায় আমাদের ভোট। আমি সব জায়গায় যেতে পারছি না। শহরে আমার সহধর্মিণী আমার হয়ে মানুষের বাড়ি যাচ্ছে, প্রচার করছে।” পেশায় শিক্ষিকা কোয়েল মজুমদারের কোনও দিনই রাজনীতিতে আগ্রহ নেই। অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীকে সাহায্য করতেই নতুন ভূমিকায় তিনি।

সুস্মিতা গোস্বামী

Lucky Child Name: সন্তানের নাম রাখবেন? রাশির সঙ্গে মিলিয়ে দেখে নিন কোন অক্ষর শুভ, তাহলেই একদম টপ হবে খুদে

জ্যোতিষবীদ বিপুল কুমার দাস জানান,
জ্যোতিষবীদ বিপুল কুমার দাস জানান, “জীবনের সমস্ত কাজে বাধার অন্যতম কারণ হতে পারে নাম। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। তাই রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কি হলে শুভ জেনে নেওয়া যাক।”সুস্মিতা গোস্বামী
তুলা রাশির জন্য শ, স, কে এবং ড বর্ণগুলি শুভ বলে মনে করা হয়। সাফল্যের জন্য 'S' অক্ষরটি ব্যবহার করা উচিৎ। মেষ রাশির জন্য ম, ভ এবং ন দিয়ে শুরু হওয়া নামগুলি দ্রুত সাফল্য এবং আর্থিক লাভের জন্য শুভ।সুস্মিতা গোস্বামী
তুলা রাশির জন্য শ, স, কে এবং ড বর্ণগুলি শুভ বলে মনে করা হয়। সাফল্যের জন্য ‘S’ অক্ষরটি ব্যবহার করা উচিৎ। মেষ রাশির জন্য ম, ভ এবং ন দিয়ে শুরু হওয়া নামগুলি দ্রুত সাফল্য এবং আর্থিক লাভের জন্য শুভ।সুস্মিতা গোস্বামী
ক, স, অ এবং র বর্ণ কুম্ভ রাশির জন্য শুভ। তাঁদের জন্য 'ক' অক্ষরটি এই রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা আনে। বৃষ রাশির জন্য শুভ অক্ষর প, ছ। বিবাহিত জীবন এবং কর্মজীবনে সাফল্যের জন্য 'C' সেরা।সুস্মিতা গোস্বামী
ক, স, অ এবং র বর্ণ কুম্ভ রাশির জন্য শুভ। তাঁদের জন্য ‘ক’ অক্ষরটি এই রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা আনে। বৃষ রাশির জন্য শুভ অক্ষর প, ছ। বিবাহিত জীবন এবং কর্মজীবনে সাফল্যের জন্য ‘C’ সেরা।সুস্মিতা গোস্বামী
কর্কট রাশির জন্য 'M' এবং 'D' অক্ষরগুলি গুরুত্বপূর্ণ। জীবনে সফলতার জন্য শ বা ডি অক্ষর ব্যবহার করা উচিৎ।মিথুন রাশির জন্য প্রধানত র এবং শ শুভ। জীবনে সফলতার জন্য 'S' অক্ষর ব্যবহার করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
কর্কট রাশির জন্য ‘M’ এবং ‘D’ অক্ষরগুলি গুরুত্বপূর্ণ। জীবনে সফলতার জন্য শ বা ডি অক্ষর ব্যবহার করা উচিৎ।মিথুন রাশির জন্য প্রধানত র এবং শ শুভ। জীবনে সফলতার জন্য ‘S’ অক্ষর ব্যবহার করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
কন্যা রাশির জন্য G, O এবং R অক্ষরগুলি শুভ। তাদের সবসময় সম্পদ এবং সুখের জন্য 'R' অক্ষর ব্যবহার করা উচিৎ। সিংহ রাশির জন্য B, Y, L এবং A বর্ণগুলি সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
কন্যা রাশির জন্য G, O এবং R অক্ষরগুলি শুভ। তাদের সবসময় সম্পদ এবং সুখের জন্য ‘R’ অক্ষর ব্যবহার করা উচিৎ। সিংহ রাশির জন্য B, Y, L এবং A বর্ণগুলি সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
ধনুর রাশির জন্য শ, ম, হ এবং অ বর্ণ তাদের জন্য শুভ। তাঁদের জীবনে শান্তি ও অগ্রগতির জন্য 'ক' অক্ষর ব্যবহার করা উচিৎ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ন ও য দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে শুভ হয়।সুস্মিতা গোস্বামী
ধনুর রাশির জন্য শ, ম, হ এবং অ বর্ণ তাদের জন্য শুভ। তাঁদের জীবনে শান্তি ও অগ্রগতির জন্য ‘ক’ অক্ষর ব্যবহার করা উচিৎ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ন ও য দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে শুভ হয়।সুস্মিতা গোস্বামী