Travel Tips: বাড়ির কাছেই রূপকথার জগৎ! ঢিল ছোড়া দূরত্ব! ঘুরে আসুন প্রকৃতির কোলে, খরচ খুবই কম

পয়লা বৈশাখে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? কিন্তু কাজের চাপে হাতে সময় খুব কম তাহলে ঘুরে আসতে পারেন পুজালির নেতাজি পার্ক থেকে।
পয়লা বৈশাখে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? কিন্তু কাজের চাপে হাতে সময় খুব কম তাহলে ঘুরে আসতে পারেন পুজালির নেতাজি পার্ক থেকে।
কলকাতার উপকণ্ঠে গঙ্গা পাড়ের এই জায়গা এখন নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই পার্কে প্রবেশমূল্য মাত্র ১০ টাকা।
কলকাতার উপকণ্ঠে গঙ্গা পাড়ের এই জায়গা এখন নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই পার্কে প্রবেশমূল্য মাত্র ১০ টাকা।
পার্কে পাওয়া যাবে সমস্ত আধুনিক পরিষেবা। চাইলে আপনি এখানকার রুম বুক করতেও পারেন। রুম পাবেন মাত্র হাজার টাকা থেকে।
পার্কে পাওয়া যাবে সমস্ত আধুনিক পরিষেবা। চাইলে আপনি এখানকার রুম বুক করতেও পারেন। রুম পাবেন মাত্র হাজার টাকা থেকে।
এখানে রয়েছে দোলনা, গ্যালারি, নদীর তীরে কাপল ফ্রেন্ডলি বসার জায়গা। সঙ্গে পাবেন মুক্ত পরিবেশ।
এখানে রয়েছে দোলনা, গ্যালারি, নদীর তীরে কাপল ফ্রেন্ডলি বসার জায়গা। সঙ্গে পাবেন মুক্ত পরিবেশ।
পুজালির এই পার্ক ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এপ্রিল মাসে স্বভাবতই ভিড় বেশি থাকবে এখানে‌‌।
পুজালির এই পার্ক ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এপ্রিল মাসে স্বভাবতই ভিড় বেশি থাকবে এখানে‌‌।
সেই কারণে আর দেরি না করে ঘুরে আসুন পুজালির এই পার্ক থেকে। অল্প সময়ের মধ্যে ঘোরা, খাওয়াদাওয়া, আনন্দ সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে।
সেই কারণে আর দেরি না করে ঘুরে আসুন পুজালির এই পার্ক থেকে। অল্প সময়ের মধ্যে ঘোরা, খাওয়াদাওয়া, আনন্দ সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে।