হাঁস ধরা খেলা

North 24 Parganas News: উৎসবের মরশুমে বসিরহাটের গ্রামে দেখা মিলল হারিয়ে ‌যাওয়া এই প্রাচীন খেলার

বসিরহাট: চোখ বেঁধে হাঁস ধরা খেলা দেখে হেসে কুপোকাত গ্রামবাসী। গ্রাম বাংলায় বিনোদনের জন্য কতই না মজার খেলার দেখা মেলে। তার মধ্যে অন্যতম চোখ বেঁধে হাঁস ধরা। ডাঙায় চোখ বেঁধে হাঁস ধরতে পারলে হাঁসটি পাবেন আপনি। কি ভাবছেন! চোখ বাঁধা অবস্থায় কি হাঁস ধরা যায় নাকি! তবে শুধু আপনি নয় আপনার সঙ্গে থাকবে আরও বেশ কয়েকজন প্রতিযোগী। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা হল চোখ বেঁধে হাঁস ধরা। বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে বৃত্ত আকৃতি নেট জালের মাঝখানে একটি তরতাজা দেশি হাঁস ছেড়ে দেওয়া হয়।আর সেই বৃত্তের মধ্যে চোখে গামছা বেঁধে ওই হাঁসের খোঁজে তল্লাশি চালায় প্রতিযোগীরা। হাঁসটিকে নিজের বাগে আনতে চলে তুমুল প্রতিযোগিতা।

আরও পড়ুন:   বিক্রি নয়, এই গাছ ভাড়া দিয়েই মুঠো মুঠো টাকা রোজগার করতে পারবেন

মোবাইল ইন্টারনেট, ভিডিও গেমস ধীরে ধীরে গ্রাস করছে শৈশবকে। আজকের দিনের বাচ্চাদের পড়াশোনার বাইরের পুরো সময়টাই অধিকার করে বসে আছে ইলেকট্রনিক গ্যাজেটগুলি। বর্তমান প্রজন্মের বেশির ভাগ বাচ্চাই জানে না মাঠে-ঘাটের খেলা। ঘরে একা একা বসে থেকে বাড়ছে মানসিক- শারীরিক সমস্যা, কমে যাছে মানুষের সঙ্গে মেশার প্রবনতা। বাড়ছে মানসিক অবসাদ। আর সেজন্যই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরে এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রামের কয়েকজন যুবকের উদ্যোগে এমন অদ্ভূত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যা দেখার জন্য এলাকার ৮ থেকে ৮০ শত শত মানুষ সমবেত হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নেট জাল ঘেরা বৃত্তের মধ্যে চোখে গামছা বেঁধে অংশগ্রহণ করে প্রায় ১৪-১৩ যুবক। একটি হাঁসের খোঁজে তল্লাশি চালায় প্রতিযোগীরা। আর এই হাঁস খুঁজতে গিয়ে প্রতিযোগীরা কখনো কখনো নিজেরাই একে অপরকে হাঁস ভেবে হাত পা ধরে টানতে থাকে। কখনো বা একে অপরের সঙ্গে ধাক্কাও লাগে। আর এমন দৃশ্য দেখে হেসে কুপোকাত উৎসাহিত জনতা।

জুলফিকার মোল্যা