ইরান-ইজরায়েল সংঘাত চরমে৷

Iran Israel tension: ইজরায়েলে যখন তখন হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের সাবধান করে দিল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: ইরান এবং ইজরায়েলে না যাওয়ার জন্য ভারতীয়দের পরামর্শ দিল বিদেশমন্ত্রক৷ শুধু তাই নয়, ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দেরও অবিলম্বে সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করারও পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক৷

ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশই তীব্র আকার ধারণ করছে৷ এমন কি, দু দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতির সম্ভাবনাও তৈরি হয়েছে৷ সেই পরিপ্রেক্ষিতেই ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক৷

আরও পড়ুন: মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামের জন্য ‌বড় ঘোষণা মমতার! শুনেই খুশির হাওয়া বার্নিশ গ্রামে

ভারতীয় বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব ভারতীয়দেরই ইরান এবং ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷ যাঁরা ওই দুই দেশে রয়েছেন তাঁরা সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করান৷

এর পাশাপাশি ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের চূড়ান্ত সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক৷ প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোরও পরামর্শ দেওয়া হয়েছে৷

ইতিমধ্যেই নিজেদের দেশের নাগরিকদের ইরান, ইজরায়েল, লেবানন এবং প্যালেস্তাইনে না যাওয়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স৷ ইজরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিরাপত্তাজনিত আশঙ্কা থেকেই নিজেদের কূটনীতিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে তারা৷ জার্মান বিমানসংস্থাও তেহরানে যাতায়াতকারী সমস্ত বিমান পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর দাবি অনুযায়ী, শুক্রবারের মধ্যেই ইজরায়েলের মিলিটারি ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে ইরান৷ সেই উদ্দেশ্যে অন্তত ১০০টি ড্রোন এবং মিসাইল প্রস্তুত রেখেছে তারা৷
আবার ইরান সরকারের ঘনিষ্ঠ এক কর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইজরায়েলকে আক্রমণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে৷