অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: ‘চৈত্র সেলে এবার ভিড় বেড়েছে, কেন জানেন?’ নিশীথের কেন্দ্রে ‘ফাঁস’ করলেন অভিষেক

সিতাই: রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে৷ আবার একশো দিনের কাজ, বাড়ির জন্য বকেয়া টাকাও মিটিয়েছে৷ সেই কারণেই চৈত্র সেলের বাজারে এবার ভিড়ও বেড়েছে৷ কোচবিহারের সিতাইয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার হয়ে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

রাজ্য বাজেটে করা ঘোষণা অনুযায়ী, চলতি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকার বদলে ১০০০ টাকা করে পাচ্ছেন উপভোক্তারা৷ বিজেপি নেতারা পাল্টা দাবি করছেন, রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা৷ অভিষেক অবশ্য এ দিন পাল্টা দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারই বন্ধ হয়ে যাবে৷

আরও পড়ুন: মেজাজ হারিয়ে যুবককে ধাক্কা, বহরমপুরেই বেকায়দায় অধীর! মারাত্মক অভিযোগ তৃণমূলের

সেই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন, ‘চৈত্র‍ সেলে এবার ব্যাপক ভিড় হয়েছে। প্রচুর কেনাকাটা হয়েছে। কেন জানেন? ভেবে দেখেছেন? আসলে লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ বেড়ে ১০০০ হয়েছে। ১০০ দিনের কাজের টাকা রাজ্য মিটিয়েছে। কেউ ৮ হাজার, কেউ ১০ হাজার পেয়েছে।’

এ দিন কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককেও তীব্র কটাক্ষ করেছেন অভিষেক৷ তৃণমূলের শীর্ষ নেতা বলেন,’ আচ্ছে দিন এসেছে নিশীথ প্রামাণিকের। দিনহাটা,সিতাই, শীতলকুচি না এসে, তিনি দেশের নানা স্থানে ঘুরে বেড়িয়েছেন। আর দিল্লিতে আবাসে মার্বেলের পর মার্বেল লাগিয়েছে। ইভিএমে এমন শিক্ষা দিতে হবে যাতে দিল্লির সেই আবাসের মার্বেল খসে পড়ে। শীতলকুচিতে এই নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় বাহিনী ২০২১ সালে গুলি করে মেরেছে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর চোখ রাঙানি চলছে।’

কোচবিহারে এবার ঘাসফুল ফোটানোর বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক বলেন, ‘জুন মাসে পদ্ম ফুল যেন দিল্লিতে বসে সর্ষে ফুল দেখে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আজকে সিতাইয়ে যা লোক হয়েছে, এরাই যদি ভোট দেয়, তাহলে আর নিশীথকে পিছনে গাড়ি নিয়ে ঘুরতে হবে না। বাড়ি থেকে বেরোতে পারবেন না৷’