হাইভোল্টেজ রবিবার! ভোট পরবর্তী অশান্তির তদন্তে বঙ্গে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

Lok Sabha Election 2024: লক্ষ্য চব্বিশ, তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে ময়দানে পদ্মের মহিলা ব্রিগেড

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: টার্গেট চব্বিশ। তৃণমূলের মহিলা ভোটে ভাগ বসাতে মরিয়া বিজেপি। মহিলা মন জয়ে দলের মহিলাদেরই ময়দানে নামিয়েছে বিজেপি। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারের স্ট্র্যাটেজি পদ্ম শিবিরের। মহিলাদের মন জয়ে ময়দানে এবার বিজেপির মহিলা ব্রিগেড। সাম্প্রতিক সব ভোটেই মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের দিকে। সামনে এবার লোকসভা ভোট। এই ভোটে মহিলাদের মন পেতে মরিয়া বিজেপিও। মহিলা মন পেতে তারা ময়দানে নামাচ্ছে মহিলাদেরই। বিজেপি সূত্রের খবর, এ বিষয়ে নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। বিজেপি নেতৃত্বের নির্দেশ, বিধানসভা কেন্দ্র ভিত্তিক মহিলা ব্রিগেড তৈরি করে প্রচারে নামতে হবে। এলাকা ভিত্তিক মহিলা সম্মেলন করতে হবে।

আরও পড়ুন– আশঙ্কা সত্যি হল ! ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু ইরানের

লোকসভা কেন্দ্র ধরে ধরে পাড়া বৈঠক করবেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের কাছে পৌঁছতে হবে। এবং ভোটার তালিকা খতিয়ে দেখে অবশ্যই সব মহিলা ভোটারের কাছে যেতে হবে বলেও নির্দেশ জারি করা হয়েছে। যে সব মহিলারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন তাঁদের প্রচারে আনার চেষ্টাও করতে হবে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ‘‘ইতিমধ্যেই আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়ে তা রূপায়নে নেমে পড়েছি। বিগত নির্বাচনগুলিতে যে সমস্ত মহিলারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল তাদের একটা বড় অংশ এবার বিজেপির প্রতি আস্থা রাখবে।’’ এ রাজ্যে মহিলা ভোট বড় ফ্যাক্টর। মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বাংলায় এবার মোট ভোটার ৭ কোটি ৫৯ লক্ষ ১৯ হাজার ৮৯১ জন। এর মধ্যে মহিলা ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৪৮ হাজার ৫১১ জন।

আরও পড়ুন– JEE-তে প্রথম হন, IIT বম্বে-তে ২ বছর পড়াশোনা করে চলে যান MIT-তে, এখন কী করছেন সত্বত জগওয়ানি?

এই মহিলা ভোট চব্বিশেও ধরে রাখার বিষয়ে আশাবাদী তৃণমূল। মহিলা মন জয়ে তৃণমূল আস্থা রাখছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে। পাল্টা বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প তৈরি করে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন পদ্ম নেতারা। অন্যদিকে বিজেপি হাতিয়ার করছে সন্দেশখালির মতো ইস্যুকেও। সন্দেশখালির আন্দোলনকারী মহিলা রেখা পাত্রকে তাঁরা প্রার্থীও করেছে। রেখাকে ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। বার বার এ রাজ্যে প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়ে মহিলা মন ছুঁতে চাইছেন মোদি। বলেছেন, ‘‘চব্বিশের লোকসভা ভোটে’সারা বাংলায় এবার সন্দেশখালির ঝড়় উঠবে।’’

মহিলাদের মন জয়ে এবার মহিলাদের ময়দানে নামাচ্ছে বিজেপি। তবে মহিলাদের সমর্থন আদায়ে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয় বঙ্গ বিজেপি তার উত্তর দেবে আগামী ৪ জুন।