জিন্দেগি প্যায়ারকা গীত হ্যায়, ইসে হর দিল কো গানা পরেগা ৷ চোখ দিয়েই কথা বলতেন ৷ এমনই এক নায়িকা যিনি দুরন্ত অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন ৷ ফাইল ছবি ৷

Bollywood Gossip: ৮০-র দশকের বলিউডের সেরা নায়িকা! প্রকাশ্যে প্রিন্স চার্লসকে চুমু, প্রযোজকের সঙ্গে পালিয়ে বিয়ে, সহবাস

জিন্দেগি প্যায়ারকা গীত হ্যায়, ইসে হর দিল কো গানা পরেগা ৷ চোখ দিয়েই কথা বলতেন ৷ এমনই এক নায়িকা যিনি দুরন্ত অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন ৷ ফাইল ছবি ৷
জিন্দেগি প্যায়ারকা গীত হ্যায়, ইসে হর দিল কো গানা পরেগা ৷ চোখ দিয়েই কথা বলতেন ৷ এমনই এক নায়িকা যিনি দুরন্ত অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন ৷ ফাইল ছবি ৷
লতা ও আশার ভাইঝি, এক নামী অভিনেতার শ্যালিকা, ৮০ দশকের এই অভিনেত্রী সবার সামনে প্রিন্স চার্লসকে চুমু, প্রযোজকের সঙ্গে প্রেমে হাবুডুবু ৷ ফাইল ছবি ৷
লতা ও আশার ভাইঝি, এক নামী অভিনেতার শ্যালিকা, ৮০ দশকের এই অভিনেত্রী সবার সামনে প্রিন্স চার্লসকে চুমু, প্রযোজকের সঙ্গে প্রেমে হাবুডুবু ৷ ফাইল ছবি ৷
আজ বলিউডের এমনই এক নক্ষত্রের বিষয়ে কথা বলা হচ্ছে তিনি হলেন ৮০ দশকের অন্যতম সুন্দরী নায়িকা পদ্মিনী কোলাপুরী ৷ ফাইল ছবি ৷
আজ বলিউডের এমনই এক নক্ষত্রের বিষয়ে কথা বলা হচ্ছে তিনি হলেন ৮০ দশকের অন্যতম সুন্দরী নায়িকা পদ্মিনী কোলাপুরী ৷ ফাইল ছবি ৷
কিন্তু তাঁর জীবন অত্যন্ত সহজ সরল ছিলনা ৷ ছোটবেলা থেকে অভিনয় নয় গান বাজনায় বিশেষ নজর ছিল ৷ ফাইল ছবি ৷
কিন্তু তাঁর জীবন অত্যন্ত সহজ সরল ছিলনা ৷ ছোটবেলা থেকে অভিনয় নয় গান বাজনায় বিশেষ নজর ছিল ৷ ফাইল ছবি ৷
সেই কারণেই ছেলে বেলা থেকেই গান বাজনায় তালিম নিয়েছিলেন ৷ তবুও মাত্র ৬ বছর বয়সে প্রথমবার ক্যামেরার সামনে আসেন ৷ ফাইল ছবি ৷
সেই কারণেই ছেলে বেলা থেকেই গান বাজনায় তালিম নিয়েছিলেন ৷ তবুও মাত্র ৬ বছর বয়সে প্রথমবার ক্যামেরার সামনে আসেন ৷ ফাইল ছবি ৷
জন্ম মহারাষ্ট্রের এক কট্টর পরিবারে হয় ৷ এরপরে ফিল্ম আসেন এবং একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেন ৷ দারুণ অভিনয় দিয়ে মন জয় করেন ৷ ফাইল ছবি ৷
জন্ম মহারাষ্ট্রের এক কট্টর পরিবারে হয় ৷ এরপরে ফিল্ম আসেন এবং একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেন ৷ দারুণ অভিনয় দিয়ে মন জয় করেন ৷ ফাইল ছবি ৷
মধ্যবিত্ত পরিবারে জন্ম বেড়ে ওঠা, ফিল্ম লাইনে এসে প্রযোজককে মন দিয়ে দেওয়া ৷ কিন্তু এই সম্পর্ক মেনে নেননি ৷ ফাইল ছবি ৷
মধ্যবিত্ত পরিবারে জন্ম বেড়ে ওঠা, ফিল্ম লাইনে এসে প্রযোজককে মন দিয়ে দেওয়া ৷ কিন্তু এই সম্পর্ক মেনে নেননি ৷ ফাইল ছবি ৷
মধ্যবিত্ত পরিবার থেকে বলিউডের জনপ্রিয় তারকা ৷ এই যাত্রা কোনও রূপকথার থেকে কোনও অংশে কম নয় ৷ ফাইল ছবি ৷
মধ্যবিত্ত পরিবার থেকে বলিউডের জনপ্রিয় তারকা ৷ এই যাত্রা কোনও রূপকথার থেকে কোনও অংশে কম নয় ৷ ফাইল ছবি ৷
১৯৮০ সালে প্রিন্স চার্লস ভারত সফরে আসেন সেই সময়ে এক অনুষ্ঠানে সবার সামনে পদ্মিনী চুমু খান ব্রিটেনের রাজপুত্রকে ৷ এই খবরটিই হেডলাইন হয়ে ওঠে ৷ ফাইল ছবি ৷
১৯৮০ সালে প্রিন্স চার্লস ভারত সফরে আসেন সেই সময়ে এক অনুষ্ঠানে সবার সামনে পদ্মিনী চুমু খান ব্রিটেনের রাজপুত্রকে ৷ এই খবরটিই হেডলাইন হয়ে ওঠে ৷ ফাইল ছবি ৷
টাইম অফ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে পদ্মিনী জানিয়েছেন প্রিন্স চার্লসকে চুমুল খাওয়ার ঘটনাটিকে ফের স্মরণ করেন ৷ এরপরে পদ্মিনী গেলে লন্ডনের আধিকারিকেরা তাঁকে চিনে নেন ৷ ফাইল ছবি ৷
টাইম অফ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে পদ্মিনী জানিয়েছেন প্রিন্স চার্লসকে চুমুল খাওয়ার ঘটনাটিকে ফের স্মরণ করেন ৷ এরপরে পদ্মিনী গেলে লন্ডনের আধিকারিকেরা তাঁকে চিনে নেন ৷ ফাইল ছবি ৷
১৯৮৬ সালে অ্যায়সা প্যায়ার কাঁহা শ্যুটিং-এ পরিচয় হয় প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে ৷ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেন ৷ কিন্তু প্রদীপ শর্মাকে মন দিয়ে দেন পদ্মিনী ৷ ফাইল ছবি ৷
১৯৮৬ সালে অ্যায়সা প্যায়ার কাঁহা শ্যুটিং-এ পরিচয় হয় প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে ৷ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেন ৷ কিন্তু প্রদীপ শর্মাকে মন দিয়ে দেন পদ্মিনী ৷ ফাইল ছবি ৷
বাড়ির লোকেরা মান্যতা দেননি এই সম্পর্ককে ৷ সবাই তাঁর এই বালখিল্ল আচরণে বেশ আশ্চর্য হন ৷ প্রেমের স্বীকৃতির জন্য প্রদীপ শর্মাকে নিয়ে পালিয়ে যান ৷ করেন বিয়ে করেন ৷ ফাইল ছবি ৷
বাড়ির লোকেরা মান্যতা দেননি এই সম্পর্ককে ৷ সবাই তাঁর এই বালখিল্ল আচরণে বেশ আশ্চর্য হন ৷ প্রেমের স্বীকৃতির জন্য প্রদীপ শর্মাকে নিয়ে পালিয়ে যান ৷ করেন বিয়ে করেন ৷ ফাইল ছবি ৷
যুক্তি তর্ক নয়, মনকেই প্রাধান্য দেন ৷ এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন দিদি ও জামাইবাবু শক্তি কাপুর ৷ প্রদীপ শর্মার সঙ্গে যাতে পদ্মিনী কোলাপুরীর বিয়ে হয় সেক্ষেত্রে প্রচুর সাহায্য করেছিলেন ৷ ফাইল ছবি ৷
যুক্তি তর্ক নয়, মনকেই প্রাধান্য দেন ৷ এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন দিদি ও জামাইবাবু শক্তি কাপুর ৷ প্রদীপ শর্মার সঙ্গে যাতে পদ্মিনী কোলাপুরীর বিয়ে হয় সেক্ষেত্রে প্রচুর সাহায্য করেছিলেন ৷ ফাইল ছবি ৷