বাঘু 

Lok Sabha Election 2024: এবার ভোট ময়দানে বাঘু

দক্ষিণ ২৪ পরগনা: এবার ভোটের ময়দানে নামল বাঘু। লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ম্যাসকটকেই কাজে লাগাচ্ছে প্রশাসন। সোমবার ডায়মন্ডহারবারে মহাকুমা প্রশাসনের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ভারতের নির্বাচন কমিশনের পদ্ধিতগত ভোটার শিক্ষা ও নির্বাচনী অংশগ্রহণ পরিকল্পনার অধীনে এক কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের মহাকুমাশাসক অঞ্জন ঘোষ, মহাকুমা আরক্ষা আধিকারিক সাকিব আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ম্যাসকট বাঘু। বাঘু বলছে, এবার ভোট দেবে সকলে। আমার আছে ভোটশক্তি, ভোট দেব, দেশ গড়বো সকলে।

আর‌ও পড়ুন: অজান্তে বদলে গিয়েছে পরিচয়, সমুদ্রসাথীতে আবেদন করেও মিলবে না ভাতা

এই নিয়ে ডায়মন্ডহারবারে মহাকুমাশাসক অঞ্জন ঘোষ জানিয়েছেন, ডায়মন্ডহারবারের সকলকে উৎসাহিত করতেই এই কর্মসূচি। এই কর্মসূচির সঙ্গে গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটানোর চেষ্টা করা হয়েছে। ভোটের পর্ব, দেশের গর্ব, লোকসভা নির্বাচন ২০২৪-এ সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে বাঘুর ব্যবহার আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

নবাব মল্লিক