রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। যার ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সূবর্ণ সুযোগও হাতছাড়া হয়েছে কেকেআরের।

KKR Team News: এক ক্রিকেটারের পারফরম্যান্স হালকা নড়বড়ে! রাজস্থান রয়্যালস ম্যাচে গম্ভীরের ভাবনায় নতুন রণনীতি

IPL 2024 -র পয়েন্ট টেবলে থাকা এক নম্বর এবং দুই নম্বর দলের মধ্যে লড়াই। ইডেন গার্ডেন্স মঙ্গলবার সন্ধ্যায় একাবের কাঁটায় কাঁটায় লড়াই হবে।  কলকাতা নাইট রাইডার্স  (KKR)১৬ এপ্রিল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে লড়তে তৈরি৷ আগে এই ম্যাচটি রাম নবমীর দিনে থাকলেও পরে এই ম্যাচের দিন এগিয়ে এনে মঙ্গলবার স্থির করা হয়৷
IPL 2024 -র পয়েন্ট টেবলে থাকা এক নম্বর এবং দুই নম্বর দলের মধ্যে লড়াই। ইডেন গার্ডেন্স মঙ্গলবার সন্ধ্যায় একাবের কাঁটায় কাঁটায় লড়াই হবে।  কলকাতা নাইট রাইডার্স  (KKR)১৬ এপ্রিল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে লড়তে তৈরি৷ আগে এই ম্যাচটি রাম নবমীর দিনে থাকলেও পরে এই ম্যাচের দিন এগিয়ে এনে মঙ্গলবার স্থির করা হয়৷
বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে বেশ ভালভাবে রাজ করছে কেকেআর৷  আইপিএল ২০২৪ মরশুমে এপর্যন্ত ৫টি ম্যাচ খেলেথে  শাহরুখের ছেলেরা তারমধ্যে জিতেছে ৪ টি ম্যাচ৷ একমাত্র অ্যাওয়ে ম্যাচে সিএসকের বিরুদ্ধে হার ছাড়া বাকি সব ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স কেকেআরের৷
বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে বেশ ভালভাবে রাজ করছে কেকেআর৷  আইপিএল ২০২৪ মরশুমে এপর্যন্ত ৫টি ম্যাচ খেলেথে  শাহরুখের ছেলেরা তারমধ্যে জিতেছে ৪ টি ম্যাচ৷ একমাত্র অ্যাওয়ে ম্যাচে সিএসকের বিরুদ্ধে হার ছাড়া বাকি সব ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স কেকেআরের৷
গৌতম গম্ভীরের মেন্টরশিপে এমন ঘটনা হয়েছে যা আজ পর্যন্ত হয়নি৷ সেটা হল লখনউ সুপার জায়ন্টসকে আজ পর্যন্ত তারা হারাতে পারেনি৷ কিন্তু রবিবার ইডেনে কার্যত তাদের উড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছে কেকেআর৷  কিন্তু  দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে, এমন একজন ক্রিকেটার  আছেন যাঁকে নিয়ে হালকা উষ্মা আছে৷ তিনি হলেন হর্ষিত রানা কারণ এলএসজি ম্যাচে তাঁর ঝোলায় কোনও উইকেট আসেনি৷
গৌতম গম্ভীরের মেন্টরশিপে এমন ঘটনা হয়েছে যা আজ পর্যন্ত হয়নি৷ সেটা হল লখনউ সুপার জায়ন্টসকে আজ পর্যন্ত তারা হারাতে পারেনি৷ কিন্তু রবিবার ইডেনে কার্যত তাদের উড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছে কেকেআর৷  কিন্তু  দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে, এমন একজন ক্রিকেটার  আছেন যাঁকে নিয়ে হালকা উষ্মা আছে৷ তিনি হলেন হর্ষিত রানা কারণ এলএসজি ম্যাচে তাঁর ঝোলায় কোনও উইকেট আসেনি৷
হাইভোল্টেজ ম্যাচের আগে সম্ভাব্য একাদশে নজর-  সল্ট এখন পর্যন্ত তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওপেনার এবং উইকেটরক্ষক হিসাবে দুটি জায়গাতেই দারুণ, তাঁর এই পারফরম্যান্স অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তার পাশাপাশি, অন্য বিস্ফোরক ওপেনার সুনীল নারিন যেভাবে অকুতোভয় ব্যাটিং করে দলের জন্য একটা দারুণ শুরু করে দেন সেটাও খুবই জরুরি হতে চলেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে৷
হাইভোল্টেজ ম্যাচের আগে সম্ভাব্য একাদশে নজর-  সল্ট এখন পর্যন্ত তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওপেনার এবং উইকেটরক্ষক হিসাবে দুটি জায়গাতেই দারুণ, তাঁর এই পারফরম্যান্স অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তার পাশাপাশি, অন্য বিস্ফোরক ওপেনার সুনীল নারিন যেভাবে অকুতোভয় ব্যাটিং করে দলের জন্য একটা দারুণ শুরু করে দেন সেটাও খুবই জরুরি হতে চলেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে৷
মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী এবং চির-নির্ভরযোগ্য মাসল -রাসেলের মতো ক্রিকেটাররাই জায়গা ধরে রাখবেন বলে থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর৷ আরআর-র বোলিং আক্রমণের বিরুদ্ধে দুর্দান্ত স্কোর করাই লক্ষ্য নাইট শিবিরের৷
মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী এবং চির-নির্ভরযোগ্য মাসল -রাসেলের মতো ক্রিকেটাররাই জায়গা ধরে রাখবেন বলে থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর৷ আরআর-র বোলিং আক্রমণের বিরুদ্ধে দুর্দান্ত স্কোর করাই লক্ষ্য নাইট শিবিরের৷
নাইটদের বোলিং বিভাগেও দারুণ ব্যালেন্সড পারফরম্যান্স দিয়েছে৷  কেকেআর পেসার এবং স্পিনারদের ডেডলি কম্বো বিপক্ষকে বেশ ঘোল খাওয়াচ্ছে৷  মিচেল স্টার্ক, বৈভব অরোরা এবং রমনদীপ সিং পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশিত, অন্যদিকে স্পিন জাদুকর বরুণ চক্রবর্তী তার বৈচিত্র্য দিয়ে বিপক্ষকে বেশ কাত করেন৷
নাইটদের বোলিং বিভাগেও দারুণ ব্যালেন্সড পারফরম্যান্স দিয়েছে৷  কেকেআর পেসার এবং স্পিনারদের ডেডলি কম্বো বিপক্ষকে বেশ ঘোল খাওয়াচ্ছে৷  মিচেল স্টার্ক, বৈভব অরোরা এবং রমনদীপ সিং পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশিত, অন্যদিকে স্পিন জাদুকর বরুণ চক্রবর্তী তার বৈচিত্র্য দিয়ে বিপক্ষকে বেশ কাত করেন৷
লাইনআপে সম্ভাব্য পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই প্রায় ৯৫ শতাংশ নেই,  KKR একটি পাওয়ার হিসেবে  ধরা হচ্ছে৷  বিশেষ করে নিজেদের দুর্গে – ইডেন গার্ডেন্সে লিগ টেবলের একে থাকা দলকে বধ করার স্ট্র্যাটেজি বানাতে তৈরি গৌতম গম্ভীর। ঘরের মাঠে RR-এর বিরুদ্ধে কেকেআরের রেকর্ডও বেশ ভাল, ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে  KKR৷ তাঁদের জয়ের ধারা বাড়াতে এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত করতে আগ্রহী হবে।
লাইনআপে সম্ভাব্য পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই প্রায় ৯৫ শতাংশ নেই,  KKR একটি পাওয়ার হিসেবে  ধরা হচ্ছে৷  বিশেষ করে নিজেদের দুর্গে – ইডেন গার্ডেন্সে লিগ টেবলের একে থাকা দলকে বধ করার স্ট্র্যাটেজি বানাতে তৈরি গৌতম গম্ভীর। ঘরের মাঠে RR-এর বিরুদ্ধে কেকেআরের রেকর্ডও বেশ ভাল, ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে  KKR৷ তাঁদের জয়ের ধারা বাড়াতে এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত করতে আগ্রহী হবে।
কেকেআরের সম্ভাব্য একাদশ- ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী।
কেকেআরের সম্ভাব্য একাদশ- ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী।