শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন রামনবমী উদযাপন!

Ram Navami 2024: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন রামনবমী উদযাপন! অনুষ্ঠিত হয় রামনাম- সংকীর্তন, সন্ধ্যারতি

সারাদেশেই আজ উদযাপন হয়েছে রামনবমী। দেশের উত্তর থেকে দক্ষিণের সকলে মেতে উঠেছে এই অনুষ্ঠানে। ব‍্যতিক্রমী নয় উত্তরবঙ্গের শিলিগুড়ি।
সারাদেশেই আজ উদযাপন হয়েছে রামনবমী। দেশের উত্তর থেকে দক্ষিণের সকলে মেতে উঠেছে এই অনুষ্ঠানে। ব‍্যতিক্রমী নয় উত্তরবঙ্গের শিলিগুড়ি।
রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শিলিগুড়ি শহরেও। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে।
রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শিলিগুড়ি শহরেও। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের রামনবমী উদযাপন। ১.৫৯ একর জায়গার ওপর নতুন ঠিকানায়। ৪ মাইল, সেবক রোড।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের রামনবমী উদযাপন। ১.৫৯ একর জায়গার ওপর নতুন ঠিকানায়। ৪ মাইল, সেবক রোড।
জলপাইগুড়ির এই ঠিকানায় কিছুদিনের মধ্যে নতুন কেন্দ্র শুরু হতে চলেছে। চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী।
জলপাইগুড়ির এই ঠিকানায় কিছুদিনের মধ্যে নতুন কেন্দ্র শুরু হতে চলেছে।
চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী।
আজ রামনবমী অনুষ্ঠানের আকর্ষণ ছিলো, বৈদিক মন্ত্রপাঠ, ভজন, রামনাম- সংকীর্তন,  নির্দেশিত ধ্যান ও সন্ধ্যারতি।
আজ রামনবমী অনুষ্ঠানের আকর্ষণ ছিলো, বৈদিক মন্ত্রপাঠ, ভজন, রামনাম- সংকীর্তন, নির্দেশিত ধ্যান ও সন্ধ্যারতি।