Tag Archives: ram navami 2024

Ram Navami 2024: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন রামনবমী উদযাপন! অনুষ্ঠিত হয় রামনাম- সংকীর্তন, সন্ধ্যারতি

সারাদেশেই আজ উদযাপন হয়েছে রামনবমী। দেশের উত্তর থেকে দক্ষিণের সকলে মেতে উঠেছে এই অনুষ্ঠানে। ব‍্যতিক্রমী নয় উত্তরবঙ্গের শিলিগুড়ি।
সারাদেশেই আজ উদযাপন হয়েছে রামনবমী। দেশের উত্তর থেকে দক্ষিণের সকলে মেতে উঠেছে এই অনুষ্ঠানে। ব‍্যতিক্রমী নয় উত্তরবঙ্গের শিলিগুড়ি।
রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শিলিগুড়ি শহরেও। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে।
রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শিলিগুড়ি শহরেও। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের রামনবমী উদযাপন। ১.৫৯ একর জায়গার ওপর নতুন ঠিকানায়। ৪ মাইল, সেবক রোড।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের রামনবমী উদযাপন। ১.৫৯ একর জায়গার ওপর নতুন ঠিকানায়। ৪ মাইল, সেবক রোড।
জলপাইগুড়ির এই ঠিকানায় কিছুদিনের মধ্যে নতুন কেন্দ্র শুরু হতে চলেছে। চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী।
জলপাইগুড়ির এই ঠিকানায় কিছুদিনের মধ্যে নতুন কেন্দ্র শুরু হতে চলেছে।
চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী।
আজ রামনবমী অনুষ্ঠানের আকর্ষণ ছিলো, বৈদিক মন্ত্রপাঠ, ভজন, রামনাম- সংকীর্তন,  নির্দেশিত ধ্যান ও সন্ধ্যারতি।
আজ রামনবমী অনুষ্ঠানের আকর্ষণ ছিলো, বৈদিক মন্ত্রপাঠ, ভজন, রামনাম- সংকীর্তন, নির্দেশিত ধ্যান ও সন্ধ্যারতি।

Ram Navami 2024: প্রচারে বিরতি নিয়ে রাজবাড়ির পুজোয় ‘রানি মা’

নদিয়া: ঐতিহ্য অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে মহাসমারহে হল রামনবমীর পুজো। এদিন ভোট প্রচারে কম সময় দিয়ে পুজোয় হাত লাগালেন রানি মা তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিকে প্রচারের ময়দানে তাঁকে না দেখা যাওয়ায় জল্পনা শুরু হয়, রানি মা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও বিরোধী শিবিরের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

গত তিন দিন ধরে কৃষ্ণনগর রাজবাড়িতে চলছে বাসন্তী পুজো। তার উপর বুধবার রাম নবমী। ফলে আপাতত কয়েকদিনের জন্য প্রচার থেকে বিরতি নিয়েছেন তিনি। এদিকে প্রথা মেনে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। তাতে দেখা যায় ‘রাজমাতা’ তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।

আর‌ও পড়ুন: দেশের দ্বিতীয় বৃহত্তম রাম নবমীর শোভাযাত্রা বাংলায়! ইসলামপুরে লক্ষাধিক মানুষের সমাগম

এই শোভাযাত্রার মাধ্যমেই তিনি আবার ভোট প্রচার শুরু করেন বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে। আরেকটি সূত্র মারফত খবর, রানি মার অসুস্থ হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়। যদিও অমৃতা রায়ের থেকে আশ্বাস বাণী পেয়ে তাঁরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

মৈনাক দেবনাথ

Ram Navami 2024: দেশের দ্বিতীয় বৃহত্তম রাম নবমীর শোভাযাত্রা বাংলায়! ইসলামপুরে লক্ষাধিক মানুষের সমাগম

উত্তর দিনাজপুর: দেশের মধ্যে রামনবমীর দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা বের হল বাংলার ইসলামপুরে। এখানকার স্টেটফ্রাম কলোনির মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়। প্রতিবারের মত এবারও এই শোভাযাত্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আগত ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী উপলক্ষে এই মহা মিছিলে অতীতের থেকেও বেশি জনসমাগম হয়েছিল বলে আয়োজকদের দাবি। স্টেটফ্রাম কলোনি থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা শেষ হয় ইসলামপুরের সুভাষ নগর জুনিয়র হাইস্কুলের মাঠে। এই শোভাযাত্রায় শিশুদের রাম-সীতার বেশে সাজানো হয়।

আর‌ও পড়ুন: এখানকার রাম নীল নয়, সবুজ! ৩০০ বছরের পুরনো বাংলার এই পুজো

এদিকে রামনবমীকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশের টহলদারি ছিল জেলাজুড়ে। এদিন রামনবমীর মিছিলে হাজির ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিকে রামনবমীর শোভাযাত্রা শুরু হওয়ার আগে গো মাতা ও ভগবান রামের পুজো করা হয়। এই শোভাযাত্রায় উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও অনেকে এসে যোগ দিয়েছিলেন।

পিয়া গুপ্তা

Ram Navami 2024: এখানকার রাম নীল নয়, সবুজ! ৩০০ বছরের পুরনো বাংলার এই পুজো

রাম পুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম রামরাজাতলায়। এখানে সারা বাংলা থেকে ভক্ত আসেন এদিন। রামরাজাতলার রাম পুজো প্রায় তিন শতাব্দী প্রাচীন।
রাম পুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম রামরাজাতলায়। এখানে সারা বাংলা থেকে ভক্ত আসেন এদিন। রামরাজাতলার রাম পুজো প্রায় তিন শতাব্দী প্রাচীন।
জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু রাম পুজোর আয়োজন হলেও রাম নবমীতে রামরাজাতলায় পুজো দেওয়ায় আকর্ষণ থাকে প্রায় প্রত্যেক মায়ের। এখানে নবমীর ভোর থেকে পুজো শুরু হয়।
জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু রাম পুজোর আয়োজন হলেও রাম নবমীতে রামরাজাতলায় পুজো দেওয়ায় আকর্ষণ থাকে প্রায় প্রত্যেক মায়ের। এখানে নবমীর ভোর থেকে পুজো শুরু হয়।
সারা দেশে রাম-সীতা-হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মূর্তি রামরাজাতলায়। এখানে প্রায় দু'তলার সমান রাম মূর্তি। সাধারণত সর্বত্র রামের শরীর নীল রঙের হয়, কিন্তু এখানে রামের শরীরের রং সবুজ।
সারা দেশে রাম-সীতা-হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মূর্তি রামরাজাতলায়। এখানে প্রায় দু’তলার সমান রাম মূর্তি। সাধারণত সর্বত্র রামের শরীর নীল রঙের হয়, কিন্তু এখানে রামের শরীরের রং সবুজ।
এখানে রাম-সীতা অনেকটা বাঙালি গড়নের রাজার বেশে। এক কাঠামোয় রাম সহ বিভিন্ন দেবদেবী একইসঙ্গে রয়েছে। এখানে প্রভু রাম'কে ঘিরে বিভিন্ন দেবদেবী। রামের বাম দিকে রয়েছে দেবী সীতা, অন্যদিকে মহাদেব।
এখানে রাম-সীতা অনেকটা বাঙালি গড়নের রাজার বেশে। এক কাঠামোয় রাম সহ বিভিন্ন দেবদেবী একইসঙ্গে রয়েছে। এখানে প্রভু রাম’কে ঘিরে বিভিন্ন দেবদেবী। রামের বাম দিকে রয়েছে দেবী সীতা, অন্যদিকে মহাদেব।
এছাড়াও ব্রহ্মা, সরস্বতী সহ আরও প্রায় ২৫ টি দেবদেবী রয়েছে। রাম ঠাকুরের সঙ্গে সমস্ত দেব-দেবীর মধ্যে সবার উপরে রয়েছে সরস্বতী।
এছাড়াও ব্রহ্মা, সরস্বতী সহ আরও প্রায় ২৫ টি দেবদেবী রয়েছে। রাম ঠাকুরের সঙ্গে সমস্ত দেব-দেবীর মধ্যে সবার উপরে রয়েছে সরস্বতী।
এখানে রামনবমী থেকে প্রায় চার মাস চলে পুজোর আয়োজন। রাম ঠাকুরের মূর্তির সামনেই রয়েছে হনুমান। সমগ্র জেলা সহ সারা বাংলা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
এখানে রামনবমী থেকে প্রায় চার মাস চলে পুজোর আয়োজন। রাম ঠাকুরের মূর্তির সামনেই রয়েছে হনুমান। সমগ্র জেলা সহ সারা বাংলা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
রাম বিসর্জনের সময় লাখো-ভক্ত সমাগম ঘটে। এই রাম পুজো উপলক্ষে এখানের মেলা একটানা কয়েক মাস চলে। যা মনে করা হয় বাংলার সব থেকে বেশি দিন ধরে চলা মেলাগুলোর মধ্যে একটি।
রাম বিসর্জনের সময় লাখো-ভক্ত সমাগম ঘটে। এই রাম পুজো উপলক্ষে এখানের মেলা একটানা কয়েক মাস চলে। যা মনে করা হয় বাংলার সব থেকে বেশি দিন ধরে চলা মেলাগুলোর মধ্যে একটি।

Ram Navami 2024: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের মাধ্যমেই বুধবার রামনবমী। আর তা নিয়া সর্বত্র সাজো সাজো রব। গত কয়েক বছর ধরেই রামনবমীর শোভাযাত্রা ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। যদিও এই দৃশ্য অতীতে দেখা যেত না। ফলে এবার ঝুঁকি না নিয়ে সকাল থেকেই ড্রোন উড়িয়ে পথ-ঘাট, অলিতে-গলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনরকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে এখানকার এলাকাগুলিতে। বিশেষ করে যে সকল জায়গায় রামনবমীর শোভা‌যাত্রা বের হওয়ার কথা আছে সেই এলাকাগুলিতে পুলিশের নজরদারি তুঙ্গে উঠেছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচূ কড়া নজরদারি। যাতে কোন‌ওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আর‌ও পড়ুন: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী মাঠে দিনমজুরি করে সংসার চালাচ্ছেন!

লোকসভা নির্বাচনের প্রচার পর্ব চালায় আরো বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। বারাকপুরের প্রতিটি থানা এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি শোভাযাত্রায় নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই জায়গাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আপাতত থেকে যাওয়া এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও। এদিন নিউ বারাকপুর থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় তত লোকজন না থাকলেও, দেখা গেল শোভাযাত্রা ঘিরে ব্যপক পুলিশি নজরদারি। ছিলেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি, থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিনের এই রামনবমীর শোভা‌যাত্রা শেষ হয়। জেলার অন্যান্য প্রান্তেও শোভাযাত্রা ঘিরে বাড়তি নজরদারি চোখে পড়ছে।

রুদ্রনারায়ণ রায়

Ram Navami: রাম নবমীতে দুর্লভ যোগ! গজকেশরী রাজযোগে ভুলেও করবেন না ‘এই’ ৪ কাজ, ভয়ঙ্কর বিপর্যয়ে জীবন তছনছ, চরম দুঃখ-দুর্দশা পিছু ছাড়বে না

সারা দেশে বেশ ধুমধাম করে পালন করা হচ্ছে রাম নবমী উৎসব ৷ চৈত্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী৷  সমস্ত ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷
সারা দেশে বেশ ধুমধাম করে পালন করা হচ্ছে রাম নবমী উৎসব ৷ চৈত্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী৷ সমস্ত ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷
 চলতি বছর ১৭ এপ্রিল রাম নবমী উৎসব পালিত হচ্ছে৷ নবমী তিথি শুরু হবে  ১৬ এপ্রিল দুপুর ১টা ২৩ মিনিট থেকে৷ এবং পরের দিন অর্থাৎ ১৭ এপ্রিল দুপুর ৩টে ১৪ মিনিট পর্যন্ত থাকবে৷ এদিন ভক্তরা নিষ্ঠা ভরে রামের পুজো করে থাকেন৷ কিন্তু রাম নবমীর দিন এমন কিছু কাজ রয়েছে, যা ভুলেও করা উচিত নয়, এর ভয়ঙ্কর প্রভাব পড়বে জীবনে৷
চলতি বছর ১৭ এপ্রিল রাম নবমী উৎসব পালিত হচ্ছে৷ নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল দুপুর ১টা ২৩ মিনিট থেকে৷ এবং পরের দিন অর্থাৎ ১৭ এপ্রিল দুপুর ৩টে ১৪ মিনিট পর্যন্ত থাকবে৷ এদিন ভক্তরা নিষ্ঠা ভরে রামের পুজো করে থাকেন৷ কিন্তু রাম নবমীর দিন এমন কিছু কাজ রয়েছে, যা ভুলেও করা উচিত নয়, এর ভয়ঙ্কর প্রভাব পড়বে জীবনে৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা  জানিয়েছেন,রাম নবমী সারা দেশে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন,রাম নবমী সারা দেশে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।
ভুল করেও, রাম নবমীতে ভগবান রামের পূজা করার সময় বাসি এবং শুকনো ফুল এবং ফল কখনওই দেওয়া উচিত নয়।
ভুল করেও, রাম নবমীতে ভগবান রামের পূজা করার সময় বাসি এবং শুকনো ফুল এবং ফল কখনওই দেওয়া উচিত নয়।
রাম নবমীর দিনে ভুল করেও রসুন, পেঁয়াজ, মাংস, মদ ইত্যাদি খাবার গ্রহণ না করাই ভাল। এই কারণে ভগবান রাম ক্রুদ্ধ হতে পারেন এবং আপনার জীবনে আসা সুখ ও সমৃদ্ধি শেষ হয়ে যেতে পারে।
রাম নবমীর দিনে ভুল করেও রসুন, পেঁয়াজ, মাংস, মদ ইত্যাদি খাবার গ্রহণ না করাই ভাল। এই কারণে ভগবান রাম ক্রুদ্ধ হতে পারেন এবং আপনার জীবনে আসা সুখ ও সমৃদ্ধি শেষ হয়ে যেতে পারে।
রাম নবমীর দিন ভগবান রামের পুজোর সময় যদি কোনও কারণে নিভে যাওয়া প্রদীপ জ্বালাবেন না, তার বদলে আরেকটি নতুন প্রদীপ জ্বালান। এটি না করলে আপনার করা কাজটি নষ্ট হতে পারে।
রাম নবমীর দিন ভগবান রামের পুজোর সময় যদি কোনও কারণে নিভে যাওয়া প্রদীপ জ্বালাবেন না, তার বদলে আরেকটি নতুন প্রদীপ জ্বালান। এটি না করলে আপনার করা কাজটি নষ্ট হতে পারে।
রাম নবমীর দিন ভগবান রামের জন্য উপবাস করা হয়। এই দিনে, আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনি আপনার উপবাসের ফল পাবেন না এবং আপনার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। রাম নবমীর দিন এই ভুলগুলি করলে জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে৷
রাম নবমীর দিন ভগবান রামের জন্য উপবাস করা হয়। এই দিনে, আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনি আপনার উপবাসের ফল পাবেন না এবং আপনার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। রাম নবমীর দিন এই ভুলগুলি করলে জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে৷

Surya Tilak: ঠিক দুুপুর ১২টা , সূর্যের আলো ছুঁয়ে ফেলল রামলালার কপাল, রইল ভিডিও

অযোধ্যা: রাম নবমীর বিশেষ উপলক্ষ্যে, অযোধ্যার রাম মন্দিরে যখন ভগবান শ্রী রামের কপালে সূর্য তিলকের পবিত্র মুহূর্তের সাক্ষী থাকল বহু মানুষ৷  যখন এই ঘটনা ঘটে তখন একটি অপূর্ব দৃশ্য দেখা গিয়েছিল। এই অতিপ্রাকৃত দৃশ্য ভক্তিরসে সিঞ্চিত ছিল। রামলালার জন্মদিনে ভগবান শ্রী রামের সূর্য তিলক করা হল। শ্রী রামের জয়ধ্বনি মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সূর্য তিলকের এই ভিডিও।

রাম নবমীর দিন রামলালার বিশেষ পুজো করা হয়। অযোধ্যায় এই পবিত্র রামনবমীর দিনে প্রচুর ভক্ত ভিড় জমান। ঠিক দুপুর ১২টা রামলালার সূর্য তিলক হয়। সূর্য তিলকের পর ভগবান শ্রী রামের বিশেষ পূজা ও আরতি করা হয়।

 

মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত, একটি শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা আয়না এবং লেন্স সমন্বিত একটি অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরি করেছেন৷ আনুষ্ঠানিকভাবে ‘সূর্য তিলক মেকানিজম’ নামে অভিহিত এই প্রক্রিয়াটি একটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলী কৃতিত্বকে চিহ্নিত করে।

আরও পড়ুন – Lovestory: বাবা আইএস, স্বামীর বেতন বছরে ৪৫০ কোটি টাকা, ভালবেসে স্বামীর ঘর সামলানোকেই বেছেছেন অনুপমা

ডাঃ প্রদীপ কুমার রামাচারলা, বিজ্ঞানী এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই), রুরকির পরিচালক, এনডিটিভিকে অপটোমেকানিকাল সিস্টেমের জটিল কাজগুলি ব্যাখ্যা করেছেন৷

“অপ্টো-মেকানিকাল সিস্টেমে চারটি আয়না এবং চারটি লেন্স থাকে যা টিল্ট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের ভিতরে লাগানো হয়। টিল্ট মেকানিজমের জন্য একটি অ্যাপারচার সহ সম্পূর্ণ কভারটি উপরের তলায় স্থাপন করা হয় যাতে আয়না এবং লেন্সের মাধ্যমে সূর্যের রশ্মিগুলিকে গর্ভে সরিয়ে দেওয়া হয়। গিরহা, “ডাঃ রামাচারলা।

Ram Navami 2024: রামনবমীতে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা! শোভাযাত্রায় কী কী নির্দেশ থাকছে হাইকোর্টের? জানুন

কলকাতা: দেশজুড়ে ব্যাপক আড়ম্বরের সঙ্গে পালিত হয় রামনবমী। এই দিনে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। রামনবমীতে শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ জানা যাচ্ছে, রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে! নজরদারি চালাতে সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ও ড্রোনের! শোভাযাত্রার রুটে হাইরাইজ থেকে চলবে নজরদারি হাইরাইজে পুলিশ মোতায়েন করা হবে! এলাকায় টহলদারিতে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনী এছাড়া বাড়তি পুলিশ ফোর্স মেতায়েন থাকছে! জয়েন্ট সিপি ও ডিসিপি র‍্যাঙ্কের পুলিশ থাকবে দায়িত্বে!

সাগরদিঘি, সামশেরগঞ্জ, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরেও রামনবমী নিয়ে বিশেষ সতর্কতা প্রশাসনের! হাইকোর্টের নির্দেশ মেনে চলছে নজরদারিসিসিটিভি, ড্রোনেও নজরদারিশেভাযাত্রার রুটে বাড়িত পুলিশ ফোর্স মেতায়েন থাকবে!

আরও পড়ুন: গরমে কড়া করে মাছ ভেজে খাচ্ছেন? বড় ক্ষতি! জানুন কীভাবে মাছ খাবেন

ছোট বড় মিলিয়ে প্রায় ৫০টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে কলকাতা শহরে! সদস্য থাকতে হবে ২০০ এর মধ্যে!কোনও অস্ত্র, ডিজে ব্যবহার করা যাবে না।যে রুট গুলোতে র‍্যালি বেরোবে ফোর্স মোতায়েন থাকবে।পিকেট থাকবে একাধিক জায়গায় শোভাযাত্রার সঙ্গেও ফোর্স থাকবে জয়েন্ট সিপি ও ডিসি পদ মর্যাদার অফিসারদের নজরদারি থাকবে পুরো বিষয়ে!

Amit sarkar

Ram Navami 2024: ২৬৪০ বর্গফুটের রাম! দেখা যাবে এই বাংলাতেই

বীরভূম: বুধবার রামনবমী। সেই উপলক্ষে এই বছর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলায় বিভিন্ন রাজনৈতিক দল রামনবমীকে তাদের মত করে প্রচারের কাজে ব্যবহার করবে বলাই বাহুল্য। এই এতকিছুর মধ্যেই রামনবমী উপলক্ষে এবার থাকছে এক অন্যরকম চমক। আর সেই চমক দিল বীরভূমের কয়েকজন যুবক-যুবতী।

রামনবমীর আগেই ২৬৪০ বর্গফুটের রামের ছবি এঁকে তাক লাগালেন সিউড়ির এইশিল্পীরা। আগামী দিনে এই ছবি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতির জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পীরা। ভগবান রামের এই বিশাল ছবিটি আঁকতে সময় লেগেছে তিন দিন। ছোট ছোট আর্টপেপারে ধাপে ধাপে বাড়ি রং করার কাজের জন্য ব্যবহৃত প্রাইম রং দিয়ে আঁকা হয়েছে পুরো ছবিটি। তারপরে সেই আর্ট পেপারগুলিকে পিভিসি টেপ দিয়ে জোড়া লাগানো হয়। সমস্ত আর্ট পেপার জোড়ার পড়ে তার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮০ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট।

আর‌ও পড়ুন: থেকে ‌যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে

মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে ছুটি থাকে সেটিকে কাজে লাগিয়েই এই ক্ষুদে শিল্পীরা এমন তাক লাগানো কাজ করেছেন। ২৬৪০ বর্গফুটের এই রামের ছবি দেখতে এখন সিউড়ির বেনীমাধব স্কুলের মাঠে ভিড় জমাচ্ছেন শহরবাসীরা।

সৌভিক রায়

Ram Navamai 2024: পুণ্যতিথিতে সাজো সাজো রব, রামনবমীর প্রস্তুতি তু্ঙ্গে পুরুলিয়ার এই মন্দিরে

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও রামনবমীর জন্য চলছে বিশেষ প্রস্তুতি। পুরুলিয়ার শহরের মধ্যে অন্যতম গোশালা মন্দির। এই মন্দিরে নিত্যপুজো হয় রামদূত শ্রী হনুমানের। বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এ বছরও রামনবমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে গোশালা মন্দিরে।

এ বিষয়ে মন্দিরের পূজারী জগদীশ লাটা বলেন, ‘‘রামনবমীকে কেন্দ্র করে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেখানে বহু মানুষ পা মেলাবেন। এছাড়াও এইদিন হনুমান মন্দিরে ঝান্ডা পুজোর একটি বিশেষ রীতি প্রচলিত আছে। ‌ রামভক্তরা এই দিন বজরংবলী মন্দিরে এসে ঝান্ডা পুজো করিয়ে নিয়ে যায় এবং সেই ঝান্ডা তারা নিজের নিজের বাড়িতে রাখেন বাড়ির মঙ্গল কামনায়।’’

আরও পড়ুন : ‘হিংসা চাই না, শান্তিতে ভোট দিতে চাই!’ ভোটের মুখে গান বাঁধলেন এই বাউলশিল্পী

রামনবমী হল রামের আবির্ভাব দিবস। চৈত্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে প্রভু শ্রী রামের জন্ম হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস।  পুরুলিয়া শহরের গোশালা মন্দিরও তাই সেজে উঠেছে রামনবমী উপলক্ষে।