West Bengal HS Exam 2024: সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কেমন হবে? বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ

কলকাতাঃ সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক এ কেমন প্রশ্ন হবে বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্রের ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ বা সরল প্রশ্ন। ৩০ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন এবং বাকি ২০ শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের। মূলত এই ২০ শতাংশ প্রশ্ন দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করতে চাইছে শিক্ষা সংসদ। বিভিন্ন বিষয়ে মধ্য কতটা দক্ষতা রয়েছে, তা এই ২০ শতাংশ প্রশ্নের মধ্য দিয়ে যাচাই করা হবে।

WB HS Results 2024 Today LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার সিস্টেম চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমেস্টারের প্রশ্নের ধরন কেমন হবে তা নিয়ে এবারে  বিজ্ঞপ্তি দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ সোনার চেয়েও দামী এই ফুল বছরে ৬০ দিন মেলে! বুলেট গতিতে কমায় কোলেস্টেরল, কমে ক্যানসারের ঝুঁকি! গোপন রোগের মহৌষধী

একাদশ শ্রেণির প্রথম ও দ্বাদশের প্রথম সেমেস্টারের প্রশ্ন ভাগ করা হচ্ছে তিনটি স্তরে। সেখানে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায়, এই ছকেই প্রশ্নপত্র সাজাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সংসদের তরফে সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে তা প্রকাশ করা হয়েছে।

প্রশ্নের ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ ও সরল প্রশ্ন। ৩০ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন ও বাকি ২০ শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের। মূলত এই ২০ শতাংশ প্রশ্ন দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা হবে। বিভিন্ন বিষয়ে মধ্য কতটা দক্ষতা রয়েছে, তা এই ২০ শতাংশ প্রশ্নের মধ্য দিয়ে যাচাই করা হবে।