ধোনি নামতেই স্মার্টওয়াচে অ্যালার্ট! এমন ‘ভয়ঙ্কর’ ঘটনা আইপিএলে আগে ঘটেনি

চেন্নাই: শুক্রবার লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)- এর মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন লখনউয়ের একনা স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা দেখার মতো ছিল। শুক্রবারে আইপিএল ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে গেলেও, মহেন্দ্র সিং ধোনি চর্চায়। লখনউয়ের একনা স্টেডিয়ামে ধোনির দুরন্ত ব্যাটিং দর্শকদের মাতিয়ে তোলেন। শুক্রবার যখন মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামেন, তখন পুরো স্টেডিয়াম ধোনি-ধোনি স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুন- আইপিএল কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ, একাধিক রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন রোহিত

মহেন্দ্র সিং ধোনি যখন লখনউয়ের মাঠে ব্যাট করতে আসেন, সেই সময় স্মার্টওয়াচে একটি সতর্কতা এসেছিল। লখনউ সুপার জায়ান্টসের উইকেটকিপার কুইন্টন ডি ককের স্ত্রী তাঁর ইন্সটা স্টোরিতে সেই অ্যালার্ট তুলে ধরেছেন।

স্মার্টওয়াচে একটি সতর্কতার ছবি শেয়ার করেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি যখন মাঠে নামেন তখন দর্শকরা এতটাই শোরগোল করেছিলেন যে কুইন্টন ডি ককের স্ত্রীর স্মার্টওয়াচে একটি সতর্কতা এসেছিল।

কুইন্টন ডি ককের স্ত্রীর স্মার্টওয়াচে আসা ওই সতর্কতা অনুযায়ী, শব্দ ৯৫ ডেসিবেলে পৌঁছেছিল, যা বেশ বিপজ্জনক। এই আওয়াজ এতটাই তীব্র যে একটানা ১০ মিনিট তা স্থায়ী হলে একজন মানুষ বধির হয়ে যেতে পারে।

কুইন্টন ডি ককের স্ত্রীর এই ইন্সটা স্টোরি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ৯ বলে ২৮ রান করেন।

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুল এবং কুইন্টন ডি ককের অর্ধশতকের সাহায্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আট উইকেটের সহজ জয় পেয়েছে। চেন্নাই সুপার কিংসের ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে লখনউ সুপার জায়ান্টস ৬ বল বাকি থাকতে দুই উইকেটে ১৮০ রান করে ম্যাচ জিতে নেয়।

আরও পড়ুন- ‘যা শুনেছেন সব মিথ্যে’, T20 বিশ্বকাপে বিরাটের সঙ্গে ওপেন নিয়ে যা বললেন রোহিত

কেএল রাহুল ৮২ রানের ইনিংস খেলেন। ডি কক ৫৪ রানের ইনিংস খেলেন। দুজনেই প্রথম উইকেটে ১৩৪ রান যোগ করেন। এই জয়ের পর লখনউ সুপার জায়ান্টস সাত ম্যাচে চার জয়ে আট পয়েন্ট ঘরে তুলেছে।

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের সাত ম্যাচে আট পয়েন্ট। চেন্নাই সুপার কিংস ভাল নেট রান রেটের কারণে তৃতীয় স্থানে রয়েছে। লখনউ সুপার জায়ান্টস রয়েছে পাঁচে।