জ্যোতিষশাস্ত্রে অন্যতম নবগ্রহ শনিদেবকে গ্রহরাজও বলা হয়৷ তিনি উগ্র দেবতা হিসেবেও পরিচিত৷ তাঁর কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়৷

Tips for Shanipuja on Saturdays: শনিসন্ধ্যায় প্রদীপ জ্বালুন ‘এই’ গাছের নীচে! এভাবে পুজো করুন শনিদেবের! কুদৃষ্টি কেটে জীবন সোনায় সোহাগা!

জ্যোতিষশাস্ত্রে অন্যতম নবগ্রহ শনিদেবকে গ্রহরাজও বলা হয়৷ তিনি উগ্র দেবতা হিসেবেও পরিচিত৷ তাঁর কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়৷
জ্যোতিষশাস্ত্রে অন্যতম নবগ্রহ শনিদেবকে গ্রহরাজও বলা হয়৷ তিনি উগ্র দেবতা হিসেবেও পরিচিত৷ তাঁর কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়৷

 

 সপ্তাহের শনিবার দিনটি তাঁর নামেই উৎসর্গীকৃত৷ এই দিনে তাঁর পুজো করলে অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় বলেই বিশ্বাস জ্যোতিষ বিশেষজ্ঞদের৷ কী করে শনিদেবকে তুষ্ট করা যায়, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
সপ্তাহের শনিবার দিনটি তাঁর নামেই উৎসর্গীকৃত৷ এই দিনে তাঁর পুজো করলে অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় বলেই বিশ্বাস জ্যোতিষ বিশেষজ্ঞদের৷ কী করে শনিদেবকে তুষ্ট করা যায়, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

প্রতিদিন সকালে সূর্যপূজার পর হাতজোড় করে শনিদেবের পুজো করুন এবং মন্ত্রপাঠ করুন৷ এতে তিনি সন্তুষ্ট হন বলে মনে করা হয়৷
প্রতিদিন সকালে সূর্যপূজার পর হাতজোড় করে শনিদেবের পুজো করুন এবং মন্ত্রপাঠ করুন৷ এতে তিনি সন্তুষ্ট হন বলে মনে করা হয়৷

 

শনিদেবের মন্দিরে বা বাড়ির বাইরে তাঁর পুজো করবেন৷ বাড়ির ঠাকুরঘরে তাঁর পুজো করা হয় না৷
শনিদেবের মন্দিরে বা বাড়ির বাইরে তাঁর পুজো করবেন৷ বাড়ির ঠাকুরঘরে তাঁর পুজো করা হয় না৷

 

নীল বা কৃষ্ণবর্ণের ঘট, ফুল, বস্ত্র, মাসকলাই, কালো তিল, দুধ, সরষের তেলের মতো উপকরণ শনিদেবের পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
নীল বা কৃষ্ণবর্ণের ঘট, ফুল, বস্ত্র, মাসকলাই, কালো তিল, দুধ, সরষের তেলের মতো উপকরণ শনিদেবের পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

 

শনিবার সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে প্রদীপ প্রজ্বলন করুন৷ তাতে শনিদেব তুষ্ট হন বলেই বিশ্বাস৷ জীবনে পজিটিভ শক্তি প্রবাহিত হবে৷
শনিবার সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে প্রদীপ প্রজ্বলন করুন৷ তাতে শনিদেব তুষ্ট হন বলেই বিশ্বাস৷ জীবনে পজিটিভ শক্তি প্রবাহিত হবে৷

 

শনিবার সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে পড়ুন৷ শনিদেবের উদ্দেশে সব সময় প্রদীপ নিবেদন করুন৷ মোমবাতি জ্বালবেন না৷
শনিবার সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে পড়ুন৷ শনিদেবের উদ্দেশে সব সময় প্রদীপ নিবেদন করুন৷ মোমবাতি জ্বালবেন না৷

 

শনিবার দান দান করুন কালো তিল, কালো কাপড় এবং লোহা৷ শনিবার সাত্তিক আহার গ্রহণ করুন৷ সবুজ ঘাসের উপর হাঁটুন খালি পায়ে৷
শনিবার দান দান করুন কালো তিল, কালো কাপড় এবং লোহা৷ শনিবার সাত্তিক আহার গ্রহণ করুন৷ সবুজ ঘাসের উপর হাঁটুন খালি পায়ে৷