Dog Facts: দেশের কোন রাজ্যে একটাও কুকুর নেই জানেন? কোন রাজ্যে সংখ্যাটা সবচেয়ে বেশি..পশ্চিমবঙ্গেই বা কত?

কুকুর আমাদের অনেকের কাছেই অত্যন্ত প্রিয় একটা প্রাণী৷ এই মানুষই প্রাচীন কালে প্রথম বন্য কুকুরকে প্রথম পোষ মানায়৷ তারপর বাকিটা ইতিহাস৷ সভ্যতার শুরু থেকেই কুকুর মানব জাতির বন্ধু৷ কিন্তু, বিষয়টা সকলের কাছে ঠিক একই রকম নয়৷ আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে, যাঁরা কুকুরকে অত্যন্ত ভয় পায়৷ কুকুর দেখলেই তাঁদের হাত পা ঠান্ডা হয়ে আসে৷
কুকুর আমাদের অনেকের কাছেই অত্যন্ত প্রিয় একটা প্রাণী৷ এই মানুষই প্রাচীন কালে প্রথম বন্য কুকুরকে প্রথম পোষ মানায়৷ তারপর বাকিটা ইতিহাস৷ সভ্যতার শুরু থেকেই কুকুর মানব জাতির বন্ধু৷ কিন্তু, বিষয়টা সকলের কাছে ঠিক একই রকম নয়৷ আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে, যাঁরা কুকুরকে অত্যন্ত ভয় পায়৷ কুকুর দেখলেই তাঁদের হাত পা ঠান্ডা হয়ে আসে৷
এমনটা হওয়ার কারণও রয়েছে৷ কুকুরের কোনটা পছন্দ হবে কোনটা নয়, কোন কথায় তারা ক্ষেপে উঠবে, কখন তারা আক্রমণ করবে, এসব সময়মতো ঠিক আন্দাজ করে উঠতে পারেন না অনেকেই৷ তার উপরে এই ভয়ের জন্য অনেকাংশেই দায়ী থাকে পথকুকুরেরা৷
এমনটা হওয়ার কারণও রয়েছে৷ কুকুরের কোনটা পছন্দ হবে কোনটা নয়, কোন কথায় তারা ক্ষেপে উঠবে, কখন তারা আক্রমণ করবে, এসব সময়মতো ঠিক আন্দাজ করে উঠতে পারেন না অনেকেই৷ তার উপরে এই ভয়ের জন্য অনেকাংশেই দায়ী থাকে পথকুকুরেরা৷
রাস্তাঘাটে পাড়ায় পাড়ায় যে সমস্ত কুকুর থাকে তার যেমন উপযোগিতা রয়েছে, তেমনই রয়েছে ভয়ও৷ অনেক সময়ই দেখা যায়, চেনা পাড়ায় চোর ঢুকলে, বা কোনও দুষ্কৃতী এলে কুকুররা সমস্বরে চিৎকার করে ওঠে৷ তাড়া করে৷ কোনও পাড়ায় এক দঙ্গল পথ কুকুর থাকা খারাপের চেয়ে উপকারই করে বেশি৷ কিন্তু, তেমনই দেখা যায় বিপরীত চিত্র৷
রাস্তাঘাটে পাড়ায় পাড়ায় যে সমস্ত কুকুর থাকে তার যেমন উপযোগিতা রয়েছে, তেমনই রয়েছে ভয়ও৷ অনেক সময়ই দেখা যায়, চেনা পাড়ায় চোর ঢুকলে, বা কোনও দুষ্কৃতী এলে কুকুররা সমস্বরে চিৎকার করে ওঠে৷ তাড়া করে৷ কোনও পাড়ায় এক দঙ্গল পথ কুকুর থাকা খারাপের চেয়ে উপকারই করে বেশি৷ কিন্তু, তেমনই দেখা যায় বিপরীত চিত্র৷
কুকুরেরা অনেক সময়ই বেপাড়ার কারও মোটর বাইক বা সাইকেল আরোহীকে কারণে অকারণে তাড়া করে৷ এর জেরে দুর্ঘটনাও ঘটে অনেক৷ পথকুকুরের হাতে আক্রান্ত হওয়ার মতো ঘটনার পরিসংখ্যানও নেহাত কম নয়৷ জানা গিয়েছে, পৃথিবীতে একমাত্র নেদারল্যান্ডসই এমন একটা দেশ, যে দেশে এখনও পর্যন্ত একটাও পথকুকুর নেই৷ সে দেশের প্রশাসন এ বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে৷
কুকুরেরা অনেক সময়ই বেপাড়ার কারও মোটর বাইক বা সাইকেল আরোহীকে কারণে অকারণে তাড়া করে৷ এর জেরে দুর্ঘটনাও ঘটে অনেক৷ পথকুকুরের হাতে আক্রান্ত হওয়ার মতো ঘটনার পরিসংখ্যানও নেহাত কম নয়৷ জানা গিয়েছে, পৃথিবীতে একমাত্র নেদারল্যান্ডসই এমন একটা দেশ, যে দেশে এখনও পর্যন্ত একটাও পথকুকুর নেই৷ সে দেশের প্রশাসন এ বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে৷
দেখে মনে না হলেও আমাদের দেশেও রাজ্যে রাজ্যে কমেছে পথকুকুরদের সংখ্যা৷ সম্প্রতি সামনে এসেছিল এই সংক্রান্ত একটি পরিসংখ্যান৷ সেই রিপোর্ট অনুযায়ী, দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক কুকুর৷ এই রাজ্যে পথকুকুরের সংখ্যা ৪১ লক্ষ ৭৯ হাজার ২৪৫৷ তারপরেই কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থানের নাম৷ গুজরাতেও পথ কুকুরের সংখ্যা বেশ বেশি৷ পশ্চিমবঙ্গে পথকুকুরের সংখ্যা ১১ লক্ষ ৪০ হাজার ১৬৫৷
দেখে মনে না হলেও আমাদের দেশেও রাজ্যে রাজ্যে কমেছে পথকুকুরদের সংখ্যা৷ সম্প্রতি সামনে এসেছিল এই সংক্রান্ত একটি পরিসংখ্যান৷ সেই রিপোর্ট অনুযায়ী, দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক কুকুর৷ এই রাজ্যে পথকুকুরের সংখ্যা ৪১ লক্ষ ৭৯ হাজার ২৪৫৷ তারপরেই কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থানের নাম৷ গুজরাতেও পথ কুকুরের সংখ্যা বেশ বেশি৷ পশ্চিমবঙ্গে পথকুকুরের সংখ্যা ১১ লক্ষ ৪০ হাজার ১৬৫৷
হরিয়ানা, গোয়া, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়েও কুকুরের সংখ্যা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরলের চেয়ে কম হলেও রয়েছে পথ কুকুর৷ মেঘালয়ে পথকুকুরের সংখ্যা ১০ হাজার ৬৫৩ র মতো৷ তবে এই সব রাজ্যের পাশাপাশি এমন রাজ্যও রয়েছে, যে রাজ্যে কোনও পথকুকুর নেই৷
হরিয়ানা, গোয়া, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়েও কুকুরের সংখ্যা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরলের চেয়ে কম হলেও রয়েছে পথ কুকুর৷ মেঘালয়ে পথকুকুরের সংখ্যা ১০ হাজার ৬৫৩ র মতো৷ তবে এই সব রাজ্যের পাশাপাশি এমন রাজ্যও রয়েছে, যে রাজ্যে কোনও পথকুকুর নেই৷
 মিজোরামে কয়েকবছর আগেও ৬৯টা পথকুকুর পাওয়া গিয়েছিল৷ বর্তমানে ভারতের এই রাজ্যে পথকুকুরের সংখ্যা শূন্য৷  কুকুর নেই মণিপুরেও৷ এছাড়া, কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ, দাদর-নগর হাভেলিতেও নেই একটিও পথকুকুর৷
মিজোরামে কয়েকবছর আগেও ৬৯টা পথকুকুর পাওয়া গিয়েছিল৷ বর্তমানে ভারতের এই রাজ্যে পথকুকুরের সংখ্যা শূন্য৷ কুকুর নেই মণিপুরেও৷ এছাড়া, কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ, দাদর-নগর হাভেলিতেও নেই একটিও পথকুকুর৷