: কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের দলে ফেরার অনেক দিক থেকেই ভাল প্রমাণিত হয়েছে। কেকেআর বর্তমানে এই মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে কেকেআর৷ সুনীল নারিন এ মরশুমে দেখাচ্ছে জ্বলওয়া৷ অন্যদিকে চেনা রিঙ্কু এদিন কেমন যেন অচেনা ছন্দে৷

KKR Team News: রিঙ্কুর উপর গ্রহণের কালো ছায়া! পারফরম্যান্সের জাদু নেই, গোদের ওপর বিষফোঁড়া-চোটের খবর

: কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের দলে ফেরার অনেক দিক থেকেই ভাল প্রমাণিত হয়েছে। কেকেআর বর্তমানে এই মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে কেকেআর৷ সুনীল নারিন এ মরশুমে দেখাচ্ছে জ্বলওয়া৷ অন্যদিকে চেনা রিঙ্কু এদিন কেমন যেন অচেনা ছন্দে৷
: কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের দলে ফেরার অনেক দিক থেকেই ভাল প্রমাণিত হয়েছে। কেকেআর বর্তমানে এই মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে কেকেআর৷ সুনীল নারিন এ মরশুমে দেখাচ্ছে জ্বলওয়া৷ অন্যদিকে চেনা রিঙ্কু এদিন কেমন যেন অচেনা ছন্দে৷
গম্ভীরের ফিরে আসায় দলের পারফরম্যান্স ও বডি ল্যাঙ্গোয়েজেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন দেখা গেছে সুনীল নারিনের পারফরম্যান্সে। নারিন এই মরশুমে ওপেনিং করছেন এবং দলও এর সুফল পাচ্ছে। কিন্তু যে ব্লকবাস্টার রিঙ্কু সিংকে এর আগের মরশুমে  দল পেয়েছে  সেই রিঙ্কু সিং কেমন যেন অমিল!
গম্ভীরের ফিরে আসায় দলের পারফরম্যান্স ও বডি ল্যাঙ্গোয়েজেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন দেখা গেছে সুনীল নারিনের পারফরম্যান্সে। নারিন এই মরশুমে ওপেনিং করছেন এবং দলও এর সুফল পাচ্ছে। কিন্তু যে ব্লকবাস্টার রিঙ্কু সিংকে এর আগের মরশুমে  দল পেয়েছে  সেই রিঙ্কু সিং কেমন যেন অমিল!
রিঙ্কু সিং এই মরশুমে ব্যাট হাতে রানে যে ভাবে জ্বলওয়া দেখাতে পারেননি৷ এবার আবার সামনে এল রিঙ্কু সিংয়ের চোটের খবর৷ কোনও জল্পনা নয়, কেকেআরের ধামাল ব্যাটসম্যান নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর সাইড নিগল রয়েছে। যার জন্য মাঠের মধ্যে ছোটাছুটি করতে অসুবিধা হচ্ছে। তাই ম্যাচে কখনও কখনও তিনি ফিল্ডিং করতে পারছেন না।
রিঙ্কু সিং এই মরশুমে ব্যাট হাতে রানে যে ভাবে জ্বলওয়া দেখাতে পারেননি৷ এবার আবার সামনে এল রিঙ্কু সিংয়ের চোটের খবর৷ কোনও জল্পনা নয়, কেকেআরের ধামাল ব্যাটসম্যান নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর সাইড নিগল রয়েছে। যার জন্য মাঠের মধ্যে ছোটাছুটি করতে অসুবিধা হচ্ছে। তাই ম্যাচে কখনও কখনও তিনি ফিল্ডিং করতে পারছেন না।
২০২৩ সালের আইপিএলে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি নারিন। তাঁর ব্যাটিং অর্ডার ঠিক ছিল না। শুরুতে তাঁকে লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা যায়। কিছু ম্যাচে ওপেন করতেও এসেছেন তিনি। তবে তিনি আইপিএল ২০২৪-এ ওপেন করছেন এবং দলের সুবিধা পেয়েছে। গম্ভীর আসার পরে এই পরিবর্তন সকলের চোখের সামনে চলে এসেছিল। কিন্তু রিঙ্কুর কথা বললে সে বিশেষ কিছু করতে পারেনি। রিঙ্কুর ব্যাটিং নম্বরও ঠিক হয়নি।
২০২৩ সালের আইপিএলে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি নারিন। তাঁর ব্যাটিং অর্ডার ঠিক ছিল না। শুরুতে তাঁকে লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা যায়। কিছু ম্যাচে ওপেন করতেও এসেছেন তিনি। তবে তিনি আইপিএল ২০২৪-এ ওপেন করছেন এবং দলের সুবিধা পেয়েছে। গম্ভীর আসার পরে এই পরিবর্তন সকলের চোখের সামনে চলে এসেছিল। কিন্তু রিঙ্কুর কথা বললে সে বিশেষ কিছু করতে পারেনি। রিঙ্কুর ব্যাটিং নম্বরও ঠিক হয়নি।

ওপেনিং থেকেই ব্যাটিংয়ে উজ্জ্বল সুনীল নারিন তারপরে একের পর এক ম্যাচে শুধু নারিন ঝড়৷ কলকাতা এই মরশুমে প্রথম ম্যাচ খেলেছে হায়দরাবাদের বিপক্ষে। সেটি কেকেআর জিতেছেন ৪ রানে। এই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে আসেন রিঙ্কু৷  ১৫ বলে ২৩ রান করে আউট হন তিনি। ওপেনিংয়ে এসেছিলেন সুনীল নারিন। ২ রান করে আউট হন তিনি। আরসিবির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেছে দলটি। এই ম্যাচে রিঙ্কু ব্যাট করতে আসেন ৫ নম্বরে। খেলতে পারতেন মাত্র ৫ বল। নারিন ওপেন করে ৪৭ রান করেন।

এর পরে শতরান করেছেন নারিন, একমাত্র এলএসজি-র বিরুদ্ধে পারফর্ম করতে পারেননি তিনি৷ বাকি সব ম্যাচেই তিনি সেরা পারফর্ম করেছেন৷ 
এর পরে শতরান করেছেন নারিন, একমাত্র এলএসজি-র বিরুদ্ধে পারফর্ম করতে পারেননি তিনি৷ বাকি সব ম্যাচেই তিনি সেরা পারফর্ম করেছেন৷
এই মরশুমে রিঙ্কু বিশেষ কিছু করতে পারেনিচলতি মরশুমে এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি রিঙ্কু সিং। রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ২০ রান করেন। লখনউয়ের হয়ে ব্যাট করার সুযোগ পাননি। চেন্নাইয়ের বিপক্ষে করেছেন ৯ রান। দিল্লির বিরুদ্ধে ২৬ রান এবং আরসিবির বিরুদ্ধে ৫ রান করেছেন। হায়দরাবাদের বিপক্ষে করেন ২৩ রান।
এই মরশুমে রিঙ্কু বিশেষ কিছু করতে পারেনি
চলতি মরশুমে এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি রিঙ্কু সিং। রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ২০ রান করেন। লখনউয়ের হয়ে ব্যাট করার সুযোগ পাননি। চেন্নাইয়ের বিপক্ষে করেছেন ৯ রান। দিল্লির বিরুদ্ধে ২৬ রান এবং আরসিবির বিরুদ্ধে ৫ রান করেছেন। হায়দরাবাদের বিপক্ষে করেন ২৩ রান।