বর্ষাকালে দোপাটি ফুল প্রচুর পরিমাণে হয়৷ তবে ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷

Dopati Flower Gardening Tips: মাসে ১ দিন ম্যাজিক খাবারের কামাল! দোপাটি গাছে উপচে পড়বে ফুল! দেখা যাবে না পাতা!

বর্ষাকালে দোপাটি ফুল প্রচুর পরিমাণে হয়৷ তবে ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷
বর্ষাকালে দোপাটি ফুল প্রচুর পরিমাণে হয়৷ তবে ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷

 

 টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।
টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।

 

দোপাটিগাছের মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
দোপাটিগাছের মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।

 

৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।

 

ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।
ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।

 

বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট।
বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট।

 

বছরে জুন থেকে অগাস্ট পর্যন্ত দোপাটিগাছ লাগানোর সেরা সময়। উপযুক্ত পরিচর্যা নিলে ফুল হবে অক্টোবর পর্যন্ত। দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।
বছরে জুন থেকে অগাস্ট পর্যন্ত দোপাটিগাছ লাগানোর সেরা সময়। উপযুক্ত পরিচর্যা নিলে ফুল হবে অক্টোবর পর্যন্ত। দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।