Tag Archives: flowering tips

Shiuli Plant Care Tips: অজস্র ফুলে ঢাকবে বাড়ির শিউলিগাছ! সুবাসে ভরবে ঘর! রইল সহজ যত্ন-টিপস

নিয়মিত বৃষ্টি হলেও খাতায় কলমে এখন ভাদ্রমাস। শিউলিফুল ফোটার সময়। শিউলিফুলের গন্ধে বয়ে আসে আগমনীর সুর।
নিয়মিত বৃষ্টি হলেও খাতায় কলমে এখন ভাদ্রমাস। শিউলিফুল ফোটার সময়। শিউলিফুলের গন্ধে বয়ে আসে আগমনীর সুর।

 

মূলত ভাদ্র ও আশ্বিন মাস শিউলি ফুল ফোটার মরশুম। তবে অনেকেরই অভিযোগ থাকে যে বাাড়িতে শিউলিগাছ থাকলেও সেভাবে ফুল ফোটে না।
মূলত ভাদ্র ও আশ্বিন মাস শিউলি ফুল ফোটার মরশুম। তবে অনেকেরই অভিযোগ থাকে যে বাাড়িতে শিউলিগাছ থাকলেও সেভাবে ফুল ফোটে না।

 

কিছু যত্নের টিপস মেনে চলুন। যাতে শিউলিগাছে প্রচুর ফুল ফোটে। কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷
কিছু যত্নের টিপস মেনে চলুন। যাতে শিউলিগাছে প্রচুর ফুল ফোটে। কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷

 

শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷
শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷

 

শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷
শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷

 

শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷
শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷

 

গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷
গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷

 

জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷ ( সব ছবি: নেটমাধ্যম)
জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷- ( সব ছবি: নেটমাধ্যম)

Madhabilata Plant Care Tips: মধুমালতী বা মাধবীলতা-যে নামেই ডাকুন, এই ৩ টি জিনিস দিলেই ছেয়ে যাবে ফুলে! দেখা যাবে না পাতা

মধুমালতী, মধুমঞ্জরী, মাধবীলতা, মালতীলতা বা মাধুরীলতা-একাধিক নামে ডাকা হয় এই লতানে গাছকে। বসন্ত থেকে শর‍‍তকাল পর্যন্ত এই ফুলের রূপ ও গন্ধে ভরে থাকে আপনার বাগান।
মধুমালতী, মধুমঞ্জরী, মাধবীলতা, মালতীলতা বা মাধুরীলতা-একাধিক নামে ডাকা হয় এই লতানে গাছকে। বসন্ত থেকে শর‍‍তকাল পর্যন্ত এই ফুলের রূপ ও গন্ধে ভরে থাকে আপনার বাগান।

 

জমি বা টব-যে কোনও জায়গাতেই এই ফুলের গাছ হয়। ছোট ছোট সাদা গোলাপি ফুল ফোটে মূলত সন্ধ্যাবেলা। যেমন তার রূপ, তেমনই গন্ধ।
জমি বা টব-যে কোনও জায়গাতেই এই ফুলের গাছ হয়। ছোট ছোট সাদা গোলাপি ফুল ফোটে মূলত সন্ধ্যাবেলা। যেমন তার রূপ, তেমনই গন্ধ।

 

কিছু টিপস মেনে এই গাছের যত্ন করলে যেকোনও মাটিতেই এই লতানে গাছ উপচে ফুল আসবে। সেগুলি জেনে নিন।
কিছু টিপস মেনে এই গাছের যত্ন করলে যেকোনও মাটিতেই এই লতানে গাছ উপচে ফুল আসবে। সেগুলি জেনে নিন।

 

সামান্য জলে লাল পটাশ মিশিয়ে তরল সার হিসেবে গাছে স্প্রে করুন। দিয়ে দিন গোড়াতেও। তাহলে গাছের বৃদ্ধির পাশাপাশি ফুলও হবে প্রচুর।
সামান্য জলে লাল পটাশ মিশিয়ে তরল সার হিসেবে গাছে স্প্রে করুন। দিয়ে দিন গোড়াতেও। তাহলে গাছের বৃদ্ধির পাশাপাশি ফুলও হবে প্রচুর।

 

রাসায়নিক সার দিতে না চাইলে গাছের গোড়ায় দিন কলার খোসা ভেজানো জল। ভাল করে ছেঁকে নিয়ে পাতলা করে ব্যবহার করুন সপ্তােহ দু’দিন।
রাসায়নিক সার দিতে না চাইলে গাছের গোড়ায় দিন কলার খোসা ভেজানো জল। ভাল করে ছেঁকে নিয়ে পাতলা করে ব্যবহার করুন সপ্তােহ দু’দিন।

 

সর্ষের খোল ভিজিয়ে রাখুন ৫ দিন। ১ লিটার এই মিশ্রণের সঙ্গে মেশান ১ লিটার ভাতের ফ্যান। তার সঙ্গে আরও ৮ লিটার জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে গাছের গোড়ায় দিন।
সর্ষের খোল ভিজিয়ে রাখুন ৫ দিন। ১ লিটার এই মিশ্রণের সঙ্গে মেশান ১ লিটার ভাতের ফ্যান। তার সঙ্গে আরও ৮ লিটার জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে গাছের গোড়ায় দিন।

 

এভাবে যত্ন নিলেই মধুমালতী বা মাধবীলতা বা মালতীলতা গাছের পাতা দেখা যাবে না। ফুলে ছেয়ে যাবে। তার পর আপনার মাধবীলতা দুলবে নিজের আবেশেই।
এভাবে যত্ন নিলেই মধুমালতী বা মাধবীলতা বা মালতীলতা গাছের পাতা দেখা যাবে না। ফুলে ছেয়ে যাবে। তার পর আপনার মাধবীলতা দুলবে নিজের আবেশেই।

Dopati Flower Gardening Tips: মাসে ১ দিন ম্যাজিক খাবারের কামাল! দোপাটি গাছে উপচে পড়বে ফুল! দেখা যাবে না পাতা!

বর্ষাকালে দোপাটি ফুল প্রচুর পরিমাণে হয়৷ তবে ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷
বর্ষাকালে দোপাটি ফুল প্রচুর পরিমাণে হয়৷ তবে ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷

 

 টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।
টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।

 

দোপাটিগাছের মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
দোপাটিগাছের মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।

 

৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।

 

ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।
ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।

 

বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট।
বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট।

 

বছরে জুন থেকে অগাস্ট পর্যন্ত দোপাটিগাছ লাগানোর সেরা সময়। উপযুক্ত পরিচর্যা নিলে ফুল হবে অক্টোবর পর্যন্ত। দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।
বছরে জুন থেকে অগাস্ট পর্যন্ত দোপাটিগাছ লাগানোর সেরা সময়। উপযুক্ত পরিচর্যা নিলে ফুল হবে অক্টোবর পর্যন্ত। দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।