বাস্তবে দেখা যায় অনেক মহিলাই তাদের খাদ্যাভ্যাসের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাড়াহুড়োর মধ্যে অনেকেই সকালে সময়মত জলখাবার খাওয়ার সময় পান না। অনেকে আবার নিয়মে করতে পারেন না দুপুরের লাঞ্চ। এমনকি রাতের খাবার খেতেও দেরি হয়ে যায়।

Weight Loss Tips in Summer: ছোট্ট কাজ! সহজ টিপস! এই গরমেই মেদ গলে হবেন রোগা! চিনতে পারবেন না নিজেকেই

অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। কিন্তু জানেন কি তীব্র গরমেও রোগা হওয়া যায়। রয়েছে সহজ টোটকা।
অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। কিন্তু জানেন কি তীব্র গরমেও রোগা হওয়া যায়। রয়েছে সহজ টোটকা।

 

কোন উপায় মানলে গরমকালেও রোগা হতে পারবেন? ঝরবে অবা‍ঞ্ছিত মেদ? পুষ্টিবিদ অবনী কৌল দিয়েছেন সহজ টিপস।
কোন উপায় মানলে গরমকালেও রোগা হতে পারবেন? ঝরবে অবা‍ঞ্ছিত মেদ? পুষ্টিবিদ অবনী কৌল দিয়েছেন সহজ টিপস।

 

গরমে সুস্থ থাকতে প্রচুর জলপান করুন। জলপান করলে শরীর হাইড্রেটেট থাকবে। মেটাবলিজম রেট বাড়বে। ফলে ওজন কমবে।
গরমে সুস্থ থাকতে প্রচুর জলপান করুন। জলপান করলে শরীর হাইড্রেটেট থাকবে। মেটাবলিজম রেট বাড়বে। ফলে ওজন কমবে।

 

স্যালাড ও ফল বেশি রাখুন ডায়েটে। এতে ওজন কমবে। কারণ ক্যালরি কম। রোগা হবেন। গরমকেও মোকাবিলা করতে পারবেন।
স্যালাড ও ফল বেশি রাখুন ডায়েটে। এতে ওজন কমবে। কারণ ক্যালরি কম। রোগা হবেন। গরমকেও মোকাবিলা করতে পারবেন।

 

অতিরিক্ত ঘাম হলেও দিনের কিছুটা সময় বরাদ্দ রাখুন শরীরচর্চার জন্য। এতে ওজন কমবে। গরমে শরীর ঝরঝরেও থাকবে।
অতিরিক্ত ঘাম হলেও দিনের কিছুটা সময় বরাদ্দ রাখুন শরীরচর্চার জন্য। এতে ওজন কমবে। গরমে শরীর ঝরঝরেও থাকবে।

 

গরমে শরবত, আইসক্রিম, স্মুদি, মিল্কশেক খেলে শরীরে প্রচুর চিনি প্রবেশ করে। শর্করা খাওয়া কমান এই মরশুমে।
গরমে শরবত, আইসক্রিম, স্মুদি, মিল্কশেক খেলে শরীরে প্রচুর চিনি প্রবেশ করে। শর্করা খাওয়া কমান এই মরশুমে।

 

প্রোটিন বেশি খান গরমে। তবে বেশি তেলমশলা বেশি দিয়ে নয়। প্রোটিন খেলে দীর্ঘ ক্ষণ ভরা থাকে পেট। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।
প্রোটিন বেশি খান গরমে। তবে বেশি তেলমশলা বেশি দিয়ে নয়। প্রোটিন খেলে দীর্ঘ ক্ষণ ভরা থাকে পেট। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।

 

অ্যালকোহলে প্রচুর ক্যালরি থাকে। তাই গরমে অ্যালকোহল খাওয়া কমান।
অ্যালকোহলে প্রচুর ক্যালরি থাকে। তাই গরমে অ্যালকোহল খাওয়া কমান।

 

গরমেও দিনে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। রাতে ঘুমের সময় যেন কাটছাঁট না হয়, দেখবেন।
গরমেও দিনে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। রাতে ঘুমের সময় যেন কাটছাঁট না হয়, দেখবেন।