পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হবে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর।

ভোটের হারে দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ! ‘প্রথম’ কোন রাজ্য দেখে নিন

কলকাতা: গোটা দেশে মোটের ওপর নির্বিঘ্নেই কাটল দেশের প্রথম দফার লোকসভা নির্বাচন। এক নজরে দেখে নেওয়া যাক, কোন রাজ্যে কত ভোট পড়ল! পশ্চিমবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে ভোটের হারই বা কী?

দেখে নেওয়া যাক এক নজরে—

পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে – ৮১.৯১%

যার মধ্যে আলিপুরদুয়ারে* – ৭৯.৭৬%,  কোচবিহারে – ৮২.১৭% , জলপাইগুড়িতে – ৮৩.৬৬%

আরও পড়ুন- সিইএসসিকে দিতে হবে নিরবিচ্ছিন্ন পরিষেবা! বৈঠকে নির্দেশ অরূপ বিশ্বাসের

*বিধানসভা অনুযায়ী*

1. *আলিপুরদুয়ার – ১২* :- ৮১.০০%

2. *কোচবিহার দক্ষিণ – ৪* :- ৮০.৮৪%

3. *কোচবিহার উত্তর – ৩* :- ৮৪.০৩%

4. *ডাবগ্রাম ফুলবাড়ী – 19* :- ৮০.৬৬%

5. *ধুপগুড়ি – ১৫* :- ৮৩.৫০%

6. *দিনহাটা – ৭* :- ৭৭.৬২%

7. *ফালাকাটা – ১৩* :- ৮৩.৩৬%

8.  *জলপাইগুড়ি – ১৭* :- ৮৩.৩০%

9. *কালচিনি – ২* :- ৭৪.৮৪%

10. *কুমারগ্রাম – ১০* :- ৮১.৪৭%

11. *মাদারিহাট – ১৪* :- ৭৩.৮১%

12. *মাল – ২০* :- ৭৯.৬১%

13. *মাথাভাঙ্গা – ২* :- ৮৩.৭১%

14. *ময়নাগুড়ি – ১৬* :- ৮৭.৩৫%

15. *মেকলীগঞ্জ – ১* :- ৮৫.১২%

16. *নাগরাকাটা – ২১*  :- ৭৫.৬৭%

17. *নাটাবাড়ি – ৮* :- ৮৬.৪২%

18. *রাজগন্জ – ১৮* :- ৮৬.৮৯%

19. *সিতাই – ৬* :- ৭৮.৭০%

20. *শীতলকুচি – ৫* :- ৮৪.৫৭%

21. *তুফানগঞ্জ – ৯* :- ৮৭.০৪%

এবার এক নজরে দেখে নেওয়া যাক দেশের অন্যান্য রাজ্যে কোথায় কত শতাংশ ভোট পড়েছে—

আরও পড়ুন- IPL তো দেখছেন, সেই IPL ঘিরেই কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড!রাতে পুলিশের হানা, গ্রেফতার ৩

• *আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ :-* ৬৩.৯৯%

• *অরুণাচল প্রদেশ :-* ৭২.৭৪%

• *আসাম :-* ৭৫.৯৫%

• *বিহার :-* ৪৮.৮৮%

• *ছত্তিশগড় :-* ৬৭.৫৬ %

• *জম্মু ও কাশ্মীর :-* ৬৮.২৭%

• *লাক্ষাদ্বীপ :-* ৮৩.৮৮%

• *মধ্যপ্রদেশ :-* ৬৭.১৮%

• *মহারাষ্ট্র :-* ৬১.৮৭%

• *মণিপুর :-* ৭২.১৭%

• *মেঘালয় :-* ৭৪.৫০%

• *মিজোরাম :-* ৫৬.৬০%

•  *নাগাল্যান্ড :-* ৫৬.৯১ %

• *পুদুচেরি :-* ৭৮.৮০%

• *রাজস্থান :-* ৫৭.২৬%

• *সিকিম :-* ৮০.০৩%

• *তামিলনাড়ু :-* ৬৯.৪৬%

• *ত্রিপুরা :-* ৮১.৬২%

• *উত্তর প্রদেশ :-* ৬০.২৫%

• *উত্তরাখন্ড :-* ৫৫.৮৯%

___সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে লাক্ষাদ্বীপে। ভোটের হার— ৮৩.৮৮%*। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভোটের হার— ৮১.৯১%*। এরপর তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা*। ভোটের হার— ৮১.৬২%*।