গরমে ঘর ঠান্ডা রাখতে সহজ কয়েকটি টিপস

Summer Tips: এসি ছাড়াই গরমে ঘর ঠান্ডা হবে এসির মতোই! করুন এই সহজ কাজ

গরমে পারদ বাড়ছে হুহু করে। দাবদাহ ও গনগনে রোদে বাইরে বেরোলেই ঝলসে যাচ্ছে চোখমুখ। হাঁসফাঁস জীবনে বাড়িতেও থাকা বড় অস্বস্তি।
গরমে পারদ বাড়ছে হুহু করে। দাবদাহ ও গনগনে রোদে বাইরে বেরোলেই ঝলসে যাচ্ছে চোখমুখ। হাঁসফাঁস জীবনে বাড়িতেও থাকা বড় অস্বস্তি।
রোদের তাপে তেতে উঠছে বাড়িঘর। দিনের গরম রাতেও কমছে না। তবে ঘর ঠান্ডা রাখার কিছু সহজ টিপস রইল।
রোদের তাপে তেতে উঠছে বাড়িঘর। দিনের গরম রাতেও কমছে না। তবে ঘর ঠান্ডা রাখার কিছু সহজ টিপস রইল।
ঘরের পাশে জায়গা থাকলে ছায়াযুক্ত গাছ লাগান। এর ফলে ছায়ার পাশাপাশি আপনার বাড়ির তুলবে নির্মল ও শীতল।
ঘরের পাশে জায়গা থাকলে ছায়াযুক্ত গাছ লাগান। এর ফলে ছায়ার পাশাপাশি আপনার বাড়ির তুলবে নির্মল ও শীতল।
গরমে দিনের বেলা সব সময় ঘরের ভারী পর্দা টেনে রাখুন। এতে বাইরের আগুনের হলকা ঘরে ঢুকবেনা ও ঘর থাকবে ঠাণ্ডা।
গরমে দিনের বেলা সব সময় ঘরের ভারী পর্দা টেনে রাখুন। এতে বাইরের আগুনের হলকা ঘরে ঢুকবেনা ও ঘর থাকবে ঠাণ্ডা।
ফ্যানের নিচে একটি পাত্রে শীতল জল কিংবা কিছু বরফ রেখে দিতে পারেন। এতে ঘরের বাতাস শীতল হবে।
ফ্যানের নিচে একটি পাত্রে শীতল জল কিংবা কিছু বরফ রেখে দিতে পারেন। এতে ঘরের বাতাস শীতল হবে।
সারাদিন ঘরের ছাদ রোদ থেকে তাপ শোষণ করে। সেজন্য ছাদের উপর রোদের আলো সরাসরি পৌঁছাতে না পারে এমন কিছু দিয়ে ঢেকে রাখুন। সন্ধ্যায় বাড়ির ছাদে জল ঢেলে দিতে পারেন।
সারাদিন ঘরের ছাদ রোদ থেকে তাপ শোষণ করে। সেজন্য ছাদের উপর রোদের আলো সরাসরি পৌঁছাতে না পারে এমন কিছু দিয়ে ঢেকে রাখুন। সন্ধ্যায় বাড়ির ছাদে জল ঢেলে দিতে পারেন।