দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে। বুধবার থেকে দুই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। নিচের তিন জেলাতে তাপপ্রবাহ এবং উপরের জেলাতেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়তে পারে।

তাপপ্রবাহে পুড়ছে বাংলা, মারাত্মক গরম আর ক’দিন? ৪৫.১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড

কলকাতা: পাঁচ জেলার ছয় শহরে চরম তাপপ্রবাহ বা সিভিয়ার হিট ওয়েভ। সব থেকে বেশি তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে।  সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

একইভাবে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৬‌ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। হুগলির মগড়াতে ৪২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। যা স্বাভাবিকের তুলনায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরও পড়ুন- জ্বলন্ত গরমে হাঁসফাঁস করছে বন্যপ্রাণীরাও! টাইগার রেসকিউ সেন্টারে বিশেষ বন্দোবস্ত

পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। যা স্বাভাবিকের তুলনা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।  উত্তর ২৪ পরগনার বারাকপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই ছয় শহরেই আজ সিভিয়ার হিট ওয়েভ অর্থাৎ চরম তাপপ্রবাহ।

কলকাতা-সহ দশটি শহরে তাপপ্রবাহ। এর মধ্যে উলুবেড়িয়াতে প্রায় চরম তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা। দমদম, কৃষ্ণনগর, সিউড়ি, আসানসোল পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ।

দক্ষিণবঙ্গের কোন জেলায় তাপমাত্রা কতটা তা এক নজরে দেখে নেওয়া যাক-

আরও পড়ুন- তীব্র গরম! বাইরে এই ধরনের খাবারে একদম হাত দেবেন না, নাহলেই ঝুঁকি! বলছেন ডাক্তার

স্টেশনের নাম /আজকের সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় কতটা বেশি সেই পরিপ্রেক্ষিতে…

1) Kolkata /40.2/ 4.6

2) Dum Dum/ 42/ 5.9

3) Uluberia/ 40.5 /6.4

4) Diamond Harbour/ 36.9/ 3

5) Midnapore /44.5 /7.6

6) Digha /35.7 /2.8

7) Krishnanagar/ 41.8/ 5.9

8) Bankura /44.6/ 6.6

9) Sriniketan /42.5 /5.7

10) Berhampur /39.8/ 2.9

11) Saltlake /40.2 /4.1

12) Canning /42/ 6.3

13) Contai /37.5/ 2

14) Haldia /35.5/ 2

15) Magra /42 /6.9

16) Kalaikunda /43.6/ 6.7

17) Burdwan /42 /5.2

18) Panagarh /45.1 /8.3

19) Asansol /43.4 /5.7

20) Purulia /43.3 /5.5

21) Barrackpur /43/ 6.9

22) Suri /42 /5.2

23) Jhargram /40.5/ 3.6