মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ‘অভিষেক-কে খুন করতে গিয়েছিল, বাড়ি পর্যন্ত রেকি করেছে’, প্রচার মঞ্চ থেকে বিস্ফোরক মমতা

কলকাতা: লোকসভার প্রচার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন অনেকগুলি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তিনি৷ উল্লেখ্য, অভিষেকের গতিবিধির উপর নজর রাখা-সহ একাধিক অভিযোগে মুম্বই হামলার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ৷ তার পরেই নিরাপত্তা ও হামলার বিষয়ে একাধিক বিষয় উঠে আসে৷

মমতা এ দিন নির্বাচনী সভা থেকে বলেন, ‘অভিষেক-কে খুন করতে গিয়েছিলি৷ তার বাড়ি পর্যন্ত রেকি করেছে৷ ফেসটাইমে কথা বলেছে, বলেছে আপনার সঙ্গে কথা বলতে চাই৷ কথা বলতে গেলেই ওকে গুলি করে মেরে দিত৷ ওরা চায়, সবাইকে গুলি করে মেরে দিতে৷ প্রতিবার ভোটের সময় কেষ্টকে ঘরবন্দী করত৷ তাতে কী লাভ বয়েছিল? ভোটের আগে উদয়নকে বলেছিল নিজের বুথের বাইরে বেরতে না৷ আপনার ছোটমন্ত্রী জিতবে তো?’ নিশীথ প্রামাণিককেও এই দিন খোঁচা দেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন – এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

শীতলকুচির প্রসঙ্গও তোলেন তিনি৷ বলেন, ‘শীতলকুচির ঘটনা মনে আছে? ৫ জনকে গুলি করে মেরেছিল৷ আমি ছুটে গিয়েছিলাম৷ কাল দেখলাম, উনি বলছেন, মুখ্যমন্ত্রী ফাঁসিয়েছেন৷ উনি এখানকার প্রার্থী হয়েছেন৷ আপনার বিরুদ্ধে ডিপি তো চলছে৷ আমি ফাঁসালে তো ভালভাবে ফাঁসাতে পারতাম৷ আজ আপনি এখানে এসেছেন, দয়া করে কারোর জীবন কাড়বেন না৷ বিএসএফ কার নির্দেশে গুলি চালিয়েছিল? একবার জিজ্ঞাসা করুন৷’

সভার শুরুতেই তিনি তোলেন অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও৷ তিনি বলেন, ‘ভোটের আগে ইচ্ছা করে ওঁকে বন্দি করে রাখা হয়েছে৷ দেখবেন, ভোটের পর ছেড়ে দেবে৷ আমাদের সাংসদদের প্রতিদিন হুমকি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে৷ কিন্তু তাঁরা কখনই দিল্লি থেকে পালিয়ে আসেননি৷ বরং তাঁরা লড়াই করে মানুষের কথা বলেছেন৷ আগামী দিনেও বলবেন৷’