এরপর আরও গতি বাড়িয়ে এই অতি গভীর নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে শুক্রবার থেকে। বৃহস্পতিবার রাতের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

Asansol storm: উড়ে গেল জল ভর্তি ট্যাঙ্ক, বিয়ের প্যান্ডেল! কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড আসানসোলের একাংশ

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড আসানসোলের একাংশ৷ এমন কী, ঝড়ের দাপটে ছাদ থেকে উড়ে গিয়ে নীচে পড়ে এক হাজার লিটারের জল ভর্তি প্লাস্টিকের ট্যাঙ্ক৷ হাওয়ার তোড়ে উড়ে যায় বিয়ে বাড়ির প্যান্ডেলও৷
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড আসানসোলের একাংশ৷ এমন কী, ঝড়ের দাপটে ছাদ থেকে উড়ে গিয়ে নীচে পড়ে এক হাজার লিটারের জল ভর্তি প্লাস্টিকের ট্যাঙ্ক৷ হাওয়ার তোড়ে উড়ে যায় বিয়ে বাড়ির প্যান্ডেলও৷
প্রবল বেগে কয়েক মিনিটের ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিতে অবশ্য মঙ্গলবার রাতে স্বস্তি পান আসানসোলবাসী৷ তাপমাত্রাও কমে বেশ কিছুটা৷ তবে দুর্যোগের জেরে আসানসোলের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে খবর৷
প্রবল বেগে কয়েক মিনিটের ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিতে অবশ্য মঙ্গলবার রাতে স্বস্তি পান আসানসোলবাসী৷ তাপমাত্রাও কমে বেশ কিছুটা৷ তবে দুর্যোগের জেরে আসানসোলের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে খবর৷  রিপোর্টার- দীপক শর্মা
জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ দুর্যোগ শুরু হয় আসানসোলে৷ মূল আসানসোল শহরে জোরে বৃষ্টি নামে৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ দুর্যোগ শুরু হয় আসানসোলে৷ মূল আসানসোল শহরে জোরে বৃষ্টি নামে৷
তবে আসানসোলের গুরু নানক পল্লির নতুনডিহিতে দীনেশ কুমার শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ঝড়ের দাপটে ছাদ থেকে এক হাজার লিটারের জল ভর্তি প্লাস্টিকের ট্যাঙ্ক অনেকটা দূরে গিয়ে পড়ে৷ উড়ে যায় বিয়ের মণ্ডপও৷
তবে আসানসোলের গুরু নানক পল্লির নতুনডিহিতে দীনেশ কুমার শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ঝড়ের দাপটে ছাদ থেকে এক হাজার লিটারের জল ভর্তি প্লাস্টিকের ট্যাঙ্ক অনেকটা দূরে গিয়ে পড়ে৷ উড়ে যায় বিয়ের মণ্ডপও৷
পশ্চিম বর্ধমানের একাংশে যে মঙ্গলবার রাতে ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সে বিষয়ে আগেই সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস৷

পশ্চিম বর্ধমানের একাংশে যে মঙ্গলবার রাতে ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সে বিষয়ে আগেই সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস৷
তবে এই ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ যদিও একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যায়৷
তবে এই ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ যদিও একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যায়৷