উদয়নগর চর কলোনি 

Lok Sabha Election 2024: ভোটের পর ভোট চলে যায় আঁধার কাটে না চর কলোনির

মুর্শিদাবাদ: সামনেই লোকসভার নির্বাচন। সমগ্র চরেই তাঁদের সংসার। চারিদিকে পদ্মা নদীর জল। তারই মধ্যে গজিয়ে ওঠা চরে বসবাস। রাস্তাঘাট, বিদ্যুৎ এমনকি রেশন দোকানও নেই এলাকায়। এই বেহাল অবস্থা নিয়েই আগামী ৭ মে ভোট দেবেন মুর্শিদাবাদ কেন্দ্রের উদয়নগর চর কলোনি ও পরাসপুর চর কলোনির বাসিন্দারা।

বর্তমানে রাজনৈতিক দলের নিয়ম করে ভোট ভিক্ষা করছেন ভোটারদের দ্বারে। প্রতিবার ভোট এলেই মেলে একগুচ্ছ প্রতিশ্রুতি। কিন্তু আঁধার কাটে না ফরাজিপাড়ার উদয়নগর চর কলোনি ও পরাসপুরের চর কলোনি এলাকায়। ভোটের আগে নেতাদের দেখা মিললেও ভোট শেষে আর কেউ আসে না। হাজার প্রতিশ্রুতি দিলেও আজ‌ও কোন‌ও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে দাবি চর এলাকার বাসিন্দাদের।

আর‌ও পড়ুন: এই ৩ টি যোগার মাধ্যমে সহজেই ওবেসিটি থেকে মুক্তি পান

মুর্শিদাবাদের একদম আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত জলঙ্গির ফরাজিপাড়ার উদয়নগর চর কলোনি ও পরাসপুরের চর কলোনি। ২০ থেকে ২৫ বছর যাবৎ এই চর কলোনিতে হয়নি কোনও রাস্তা। স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু ডাক্তার নেই। বিদ্যালয় থাকলেও সেইভাবে পড়াশোনা হয় না। একাধিক সমস্যা নিয়েই দিন কাটছে চরের বাসিন্দাদের। ‌সকলের দাবি রাস্তা ও স্বাস্থ্য কেন্দ্র দরকার এই চরে। গ্রামের বাসিন্দা অজিত বিশ্বাস জানান, জলঙ্গির ফরাজিপাড়ার উদয়নগর চর কলোনি ও পরাসপুরের চর কলোনি কাঁটাতারের বাইরে জেগে ওঠা পদ্মার নদীর চরের বাইরে প্রায় হাজার মানুষের বসবাস। চারিদিকে শুধু পদ্মা নদীর চর দিয়ে ঘেরা। রাস্তাঘাট, বিদ্যুৎ, হাসপাতাল এমনকি রেশন আনার দোকানও নেই। হাসপাতালে চিকিৎসা এমনকি বাজার করার জন্য আসতে গেলেও রেশন কার্ড জমা রেখে তবেই আসতে হয়। এখানে, বিএসএফের চোখ রাঙানি নিত্যদিনের সঙ্গী। প্রত্যক রাজনৈতিক দল নিয়ম করেই তাঁদের কাছে ভোট প্রার্থনা করতে গিয়েছেন। তবু ভোটের আগে প্রতিশ্রুতি পেয়ে আশায় বুক বেঁধেছেন চর এলাকার বাসিন্দারা।

কৌশিক অধিকারী