সঠিক জুতো পায়ে আরাম দেয় এবং শারীরিক সমস্যা প্রতিরোধ করে, অন্যদিকে ভুল জুতো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। আপনিও যদি নতুন জুতো কেনার কথা ভাবছেন, তাহলে কিছু বিষয় মাথায় রাখুন।

৫,৭,৮…কোন সাইজের জুতো পরেন? প্রতিটি ভারতীয়র জুতোর নম্বর বদলে যাবে এবার! বড় আপডেট

নয়াদিল্লি: UK 6, UK 7…। এমন শব্দ নিশ্চয়ই শুনেছেন! জুতোর দোকানে গিয়ে এই শব্দ সচরাচর শোনা যায়। অর্থাৎ জুতোর নম্বর বা সাইজ হয় আমেরিকা বা ইউটাইটেড কিংডম-এর হিসেবে।

আমেরিকান ও ইউরোপিয়ানদের থেকে ভারতীয়দের পা চওড়া বেশি। কিন্তু কোম্পানিগুলো আমেরিকান ও ইউরোপিয়ানদের পায়ের দৈর্ঘ্য ও প্রস্থের কথা মাথায় রেখে জুতো তৈরি করে। ভারতীয়দের পায়ের আকারের জন্য এখনও পর্যন্ত কোনও ভারতীয় মান নেই।

কিন্তু এবার এই পুরো ব্যবস্থাই বদলে যেতে চলেছে। নতুন সিস্টেম-এ ভারতীয় মানের পায়ের জুতো ও চপ্পল প্রস্তুত করা হচ্ছে। এবার থেকে জুতো তৈরির সংস্থাগুলি ২০২৫ সাল থেকে ভারতীয়দের জন্য আলাদাভাবে জুতো তৈরি করবে। এর জন্য ‘BHA’ কোড ব্যবহার করা হবে।

আরও পড়ুন- বিশ্বে সবচেয়ে ধনী পরিবারের কাছে ৪০০০ কোটির বাড়ি, ৮ প্রাইভেট জেট, ৭০০ গাড়ি!

যদিও ভারতীয় স্ট্যান্ডার্ডস ব্যুরো থেকে এখনও এটির অনুমোদন পাওয়া যায়নি। ভারতীয়দের পায়ের আকৃতি এবং আকার বোঝার জন্য সারা দেশে একটি সমীক্ষা হয়েছে।

সেই সমীক্ষা থেকে জানা গিয়েছে, মহিলাদের পায়ের আকার ১১ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। পুরুষদের পায়ের আকার ১৫-১৬ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়।

জুতোর বাজারের পরিবর্তনের কারণ ভারতের বড় বাজার। এখানে প্রত্যেক ভারতীয় নাগরিকের গড়ে ২টি জুতো আছে। সমীক্ষায় আরও জানা গিয়েছে, অনলাইনে কেনা জুতার ৫০% ফেরত দেওয়া হয় কারণ সেগুলি সঠিক আকারের হয় না।

আরও পড়ুন- বলুন তো কোন কোম্পানি ভারতে প্রথম AC বানিয়েছিল? আজ-ও সেই সংস্থার সমান রমরমা

এবার থেকে একাধিক সংস্থাকে জুতো তৈরিতে পরিবর্তন করতে হবে। বর্তমানে কোম্পানিগুলি শূন্য থেকে ১০-১১ নম্বর পর্যন্ত জুতো এবং চপ্পল তৈরি করে। কিন্তু এখন বয়স ও পায়ের মাপের ওপর নির্ভর করে ১ নম্বর থেকে ৮ নম্বর জুতা তৈরি করা হবে।