জানা যাচ্ছে, ২ থেকে ৫ শতাংশ দাম বাড়তে পারে প্রতিটি পণ্যের। তামা এবং অ্যালুমিনিয়ামের মতো পণ্যের দাম বাড়ার প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে।

Fridge: গরমে কাজ করছে না পুরনো ফ্রিজ? এই পাঁচ টিপসেই হবে নতুনের মতো ঠান্ডা

গরমের দাপট বাড়তেই অনেকের বাড়িতে পুরনো ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হচ্ছে না৷ এর পিছনে অবশ্য অনেক কারণ থাকতে পারে৷
গরমের দাপট বাড়তেই অনেকের বাড়িতে পুরনো ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হচ্ছে না৷ এর পিছনে অবশ্য অনেক কারণ থাকতে পারে৷
ফ্রিজে কম ঠান্ডা হওয়ার পিছনে যেমন কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, সেরকমই কীভাবে ফ্রিজ ব্যবহার করা হচ্ছে, তার উপরেও অনেক কিছু নির্ভর করে৷

ফ্রিজে কম ঠান্ডা হওয়ার পিছনে যেমন কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, সেরকমই কীভাবে ফ্রিজ ব্যবহার করা হচ্ছে, তার উপরেও অনেক কিছু নির্ভর করে৷
অনেকেই প্রয়োজনের তুলনায় ছোট ফ্রিজ কিনে ফেলেন৷ তার পর তার মধ্যে ঠেসে ঠেসে জিনিস ভরে রাখেন৷ এর ফলে ফ্রিজের ভিতরে হাওয়া চলাচলের উপায় থাকে না৷ ফলে ঠান্ডাও কম হয়৷

অনেকেই প্রয়োজনের তুলনায় ছোট ফ্রিজ কিনে ফেলেন৷ তার পর তার মধ্যে ঠেসে ঠেসে জিনিস ভরে রাখেন৷ এর ফলে ফ্রিজের ভিতরে হাওয়া চলাচলের উপায় থাকে না৷ ফলে ঠান্ডাও কম হয়৷
অনেকেই শীতকালে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখেন৷ কিন্তু গরম পড়ার পর তাপমাত্রা কমাতে ভুলে যান৷ এর ফলে ফ্রিজের ঠান্ডাও কম হয়৷ গরমকালে ফ্রিজের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি ফ্যারেনহাইটের মধ্যে রাখা উচিত৷

অনেকেই শীতকালে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখেন৷ কিন্তু গরম পড়ার পর তাপমাত্রা কমাতে ভুলে যান৷ এর ফলে ফ্রিজের ঠান্ডাও কম হয়৷ গরমকালে ফ্রিজের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি ফ্যারেনহাইটের মধ্যে রাখা উচিত৷
ফ্রিজের দরজায় যে রবার লাগানো থাকে, তা ফ্রিজের ভিতরের হাওয়া বাইরে বেরোতে দেয় না৷ কিন্তু পুরনো ফ্রিজে অনেক সময় এই রবার খারাপ হয়ে যায়৷ ফলে ফ্রিজের দরজা ঠিক মতো আটকায় না, তাই ঠান্ডাও কম হয়৷
ফ্রিজের দরজায় যে রবার লাগানো থাকে, তা ফ্রিজের ভিতরের হাওয়া বাইরে বেরোতে দেয় না৷ কিন্তু পুরনো ফ্রিজে অনেক সময় এই রবার খারাপ হয়ে যায়৷ ফলে ফ্রিজের দরজা ঠিক মতো আটকায় না, তাই ঠান্ডাও কম হয়৷
পুরনো ফ্রিজের পিছনে যে জাল থাকে, সেটিকে কনডেন্সার কয়েল বলা হয়৷ ঝুল, ময়লা জমলে এই কনডেন্সার কয়েলে প্রভাব পড়ে, ফলে ঠান্ডাও কম হয়৷ বছরে একবার অন্তত এই কনডেন্সার কয়েল পরিষ্কার করা উচিত৷
পুরনো ফ্রিজের পিছনে যে জাল থাকে, সেটিকে কনডেন্সার কয়েল বলা হয়৷ ঝুল, ময়লা জমলে এই কনডেন্সার কয়েলে প্রভাব পড়ে, ফলে ঠান্ডাও কম হয়৷ বছরে একবার অন্তত এই কনডেন্সার কয়েল পরিষ্কার করা উচিত৷
রেফ্রিজারেটরের পিছনে একটি ছোট ফ্যান লাগানো থাকে৷ এই ফ্যান ফ্রিজের গরম হাওয়া বাইরে বের করে দেয়৷ ফলে এই ফ্যান ঠিক মতো কাজ করছে কি না, তা দেখে নিন৷

রেফ্রিজারেটরের পিছনে একটি ছোট ফ্যান লাগানো থাকে৷ এই ফ্যান ফ্রিজের গরম হাওয়া বাইরে বের করে দেয়৷ ফলে এই ফ্যান ঠিক মতো কাজ করছে কি না, তা দেখে নিন৷