জল চুরি

Bangla Video: এই গরমে জল চুরি করে চলছিল মিষ্টির দোকান! জানাজানি হতেই…

পুরুলিয়া: গ্রীষ্মের প্রখর দাবদাহে নাজেহাল দশা বঙ্গবাসীর। পুরুলিয়াতেও তাপপ্রবাহের জেরে জেরবার গোটা জেলার মানুষ। তার মধ্যে রয়েছে জলের সমস্যা। পুরুলিয়া জেলাতে সারা বছরই কমবেশি জলের সমস্যা থাকে। গ্রীষ্মের দিনে তা আরও অনেকখানি বেড়ে যায়। তাই গ্রীষ্মের আগে থেকেই পুরুলিয়া পুরসভা একাধিক পরিকল্পনা নিয়ে থাকে মানুষকে জলের কষ্ট থেকে মুক্তি দিতে। আর এরই মাঝে শহর পুরুলিয়ার একটি মিষ্টির দোকান জল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল। এই খবর পুরসভার কাছে পৌঁছতেই তড়িঘড়ি ছুটে আসেন পুরপ্রধান নব্যেন্দু মাহালি। বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওই দোকানে জলের সংযোগ।

আর‌ও পড়ুন: রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস, যানজটে হাঁটাচলাই দায়

প্রসঙ্গত, শহর পুরুলিয়ার সন্দেশ গলির একটি মিষ্টির দোকানে পাম্প চালিয়ে জল চুরি করা হচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে ওই দোকানে হানা দেন পুরপ্রধান ও পুরসভার জল বিভাগের আধিকারিকেরা। আর সেখানে গিয়েই তাঁরা দেখতে পান জলের কানেকশন থেকে পাম্প বসিয়ে জল চুরি করা হচ্ছে। আর তা দেখেই ওই দোকানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। এই বিষয়ে পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন , এই দোকানের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার নেওয়া হবে। ইতিপূর্বেই পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যেখানে যেখানে পাম্প পাওয়া যাবে সেখানেই সিজ করে দেওয়া হবে। ওই দোকানের বিরুদ্ধে এফআইআর হবে বলেও জানান তিনি।

জলচুরির জন্য যে সমস্ত আইন পুরসভার পক্ষ থেকে লাগুরয়েছে সেগুলিও ধার্য থাকবে। এছাড়াও এই দোকানের ফুড লাইসেন্স , ট্রেড লাইসেন্স আছে কিনা সেগুলিও খতিয়ে দেখা হবে। এ বিষয়ে ওই মিষ্টির দোকানের মালিক বলেন , তিনি জল পাচ্ছিলেন না বলেই বাধ্য হয়ে পাম্প চালিয়ে জলের ব্যবস্থা করছিলেন। পানীয় জলের যে কানেকশন রয়েছে সেখানে একদমই জল আসছে না।

শর্মিষ্ঠা ব্যানার্জি