গরমে পেটের সমস্যায় নিরাময়ে বাড়িতেই রোপন করুন এই গাছ

Health Tips: কিছু খেলেই টক ঢেকুর, গরমে মুখে অরুচি! যে কোনও সমস্যার সমাধান এই গাছ, জানুন খাওয়ার নিয়ম

*গরমে পেটের সমস্যায় নিমেষেই মিটবে, বাড়িতেই রোপন করুন এই গাছ। গরমে পেটের সমস্যায় ভোগেন অনেকেই। পেটের সমস্যায় মুক্তি পেতে বাড়িতে রোপন করুন জোয়ান গাছ। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা। সংগৃহীত ছবি।
*গরমে পেটের সমস্যায় নিমেষেই মিটবে, বাড়িতেই রোপন করুন এই গাছ। গরমে পেটের সমস্যায় ভোগেন অনেকেই। পেটের সমস্যায় মুক্তি পেতে বাড়িতে রোপন করুন জোয়ান গাছ। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা। সংগৃহীত ছবি।
*ঋতু পরিবর্তনের সময় যে সমস্ত রোগের সংক্রমণ হয়, তা প্রতিরোধের জন্য প্রকৃতিতেই রয়েছে অনেক ঔষধি গাছ। আসলে প্রকৃতি তার এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে খুব ভাল কাজ করে ভেষজ উদ্ভিদ। তার মধ্যে অন্যতম জোয়ান গাছ। সংগৃহীত ছবি।
*ঋতু পরিবর্তনের সময় যে সমস্ত রোগের সংক্রমণ হয়, তা প্রতিরোধের জন্য প্রকৃতিতেই রয়েছে অনেক ঔষধি গাছ। আসলে প্রকৃতি তার এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে খুব ভাল কাজ করে ভেষজ উদ্ভিদ। তার মধ্যে অন্যতম জোয়ান গাছ। সংগৃহীত ছবি।
*বসিরহাটের হাসনাবাদের পাটলি খানপুরের ইমন নার্সারিতে দেখা মিলল ঔষধি গুণসম্পন্ন জোয়ান গাছের। সংগৃহীত ছবি।
*বসিরহাটের হাসনাবাদের পাটলি খানপুরের ইমন নার্সারিতে দেখা মিলল ঔষধি গুণসম্পন্ন জোয়ান গাছের। সংগৃহীত ছবি।
*ঔষধি গুণসম্পন্ন এই গাছ শুধুমাত্র পেটের হজমের সমস্যাই নয়, সর্দি কাশিসহ এই পাতা মুখের দুর্গন্ধ দূর করে। এই পাতা চিবিয়ে কুলকুচি করলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়। সংগৃহীত ছবি।
*ঔষধি গুণসম্পন্ন এই গাছ শুধুমাত্র পেটের হজমের সমস্যাই নয়, সর্দি কাশিসহ এই পাতা মুখের দুর্গন্ধ দূর করে। এই পাতা চিবিয়ে কুলকুচি করলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়। সংগৃহীত ছবি।
*এই গাছ ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। একাধিক উপসর্গেও এই গাছের জুড়ি মেলা ভার। বসিরহাটের হাসনাবাদ এর ইমন নার্সারিতে এই গাছ সংগ্রহে রেখেছেন লিটন মিস্ত্রি। সংগৃহীত ছবি।
*এই গাছ ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। একাধিক উপসর্গেও এই গাছের জুড়ি মেলা ভার। বসিরহাটের হাসনাবাদ এর ইমন নার্সারিতে এই গাছ সংগ্রহে রেখেছেন লিটন মিস্ত্রি। সংগৃহীত ছবি।
*পরিবার-সহ এলাকায় পরিবারসহ এলাকায় পেটের সমস্যা থেকে শুরু করে সর্দি-কাশিতে অনেকেই তার বাড়িতে এই গাছের পাতার ব্যবহার করেন। তবে ঔষধি গণসম্পন্ন এই গাছ থেকে চারা তৈরি করে নার্সারিতে বিক্রিও করছেন। সংগৃহীত ছবি।
*পরিবার-সহ এলাকায় পরিবারসহ এলাকায় পেটের সমস্যা থেকে শুরু করে সর্দি-কাশিতে অনেকেই তার বাড়িতে এই গাছের পাতার ব্যবহার করেন। তবে ঔষধি গণসম্পন্ন এই গাছ থেকে চারা তৈরি করে নার্সারিতে বিক্রিও করছেন। সংগৃহীত ছবি।