Heatwave Alert: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ, লু-এর সতর্কতা…

রাজ্যে লু পরিস্থিতি! দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ। মে মাসের শুরুতেও দাবদাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ৭ জেলায়। দুপুরে লু বইবার সতর্কতা হাওয়া অফিসের। কলকাতার পারদ ৪২ ডিগ্রি ছুঁইছুঁই। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই। উত্তরের তিন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৈশাখের শুরুতেই রেকর্ড গরম। গত ৫০ বছরে এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম দেখা যায়নি বলে জানিয়েছেন আবহবিদরা। মরুশহর জয়সলমীর আর দুবাইকে টেক্কা দিল কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা। বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী সাতদিন। বেশিরভাগ জেলায় লু বইবে। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতে তাপপ্রবাহ চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আজ, অর্থাৎ রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।