দিলীপ ঘোষ

Dilip Ghosh: ডান্ডা, গদা, ত্রিশূল অতীত…! দিলীপ ঘোষ এবার এ কী হাতে তুলে নিলেন? সবার চক্ষুচড়কগাছ

বর্ধমান: ডান্ডা, গদা, ত্রিশূল হাতে তুলে নিতে আগেই দেখা গিয়েছিল তাঁকে। এবার হকি স্টিক নিয়ে জনসংযোগ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কারণ হিসেবে তিনি বলেন, এ রাজ্যে খেলাধূলা সব রসাতলে গিয়েছে। কাটমানির খেলা চলছে। খেলাকে প্রমোট করতেই তাই হকি স্টিক হাতে নেওয়া।

মঙ্গলবার সকালে বর্ধমানের পুলিশ লাইন মোড় এলাকায় হকি স্টিক হাতে দেখা গেল দিলীপ ঘোষকে। ইউথ ক্লাবের মাঠে কিছুক্ষণ হকিও খেলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের থেকে বড় খেলা কিছুই নেই। তবে হকি স্টিক অন্য কোনও কারণে হাতে নেওয়া নয়। খেলাকে প্রোমোট  করাই তাঁর উদ্দেশ্য।

দিলীপ ঘোষ বলেন, “ক্রিকেট, ফুটবল, হকি যে খেলাই বলুন, পশ্চিমবঙ্গে সব খেলাধুলাই রসাতলে গিয়েছে। খেলাধুলার পরিবর্তন দরকার আছে। খেলাধুলায় যোগদানের দরকার আছে। এখানে শুধুমাত্র কাটমানির খেলা চলছে। সেই জন্য আমরা খেলাধুলো প্রোমোট করতে চাইছি। মোদি সরকার আসার পর অলিম্পিক কমনওয়েলথ, এশিয়ান গেমসে ডজন ডজন পদক আসছে। ১০০ টার ওপর এশিয়ান গেমসে, পঁচিশের উপর অলিম্পিকে পদক হয়ে গেল। এই যে পদক এত বাড়ছে তার প্রমোট করতে চাই আমরা। পশ্চিমবঙ্গ একসময় খেলাধুলায় নেতৃত্ব দিত। আমরা এখন পিছিয়ে পড়ছি।”

এর আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষকে ফুটবল খেলেতে দেখা গিয়েছে বর্ধমানের বিভিন্ন মাঠে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকাতেও দেখা গিয়েছে ক্রিকেটের ২২ গজে। কখনও রাস্তায় হেটেছেন ছড়ি হাতে নিয়ে। গদা হাতেও দেখা গিয়েছে তাঁকে। শিব মন্দিরে গিয়ে হাতে তুলে নিয়েছেন ত্রিশূল। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ডমরু বাজিয়ে শোভাযাত্রাও করেছেন দিলীপ ঘোষ। এবার হকি স্টিক নিয়ে আলোচনায় উঠে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তবে এদিন হকিস্টিক নিয়ে কোনও রাজনৈতিক কথা বলেননি তিনি। শুধুই খেলাধুলার উন্নয়নের কথাই শোনা গেল তাঁর মুখে।